গত কিছুদিন বারকোড বিষয়ক কয়েকটি টিউন দেখলাম এবং তা থেকে জানতে পারলাম অনেকের এই ব্যাপারে প্রচুর আগ্রহ আছে। কিন্তু সবই ছিল অনলাইনে বারকোড রুপান্তরের পদ্ধতি কিন্তু খুব সহজেই যে অফলাইনেই যে কোন লেখাকে বারকোডে রুপান্তর করা যায় বারকোড ফন্টের মাধ্যমে তা কোন টিউনেই পেলাম না। আর ওই সাইট গুলোতে বারকোড ইমেজ হিসেবে হয় সেটাকে জানতে হলে আবার অন্য সাইটের সহায়তা নিতে হয়। মানে বারকোড রুপান্তরের পদ্ধতি ফন্ট টু ফন্ট না হয়ে ফন্ট-ইমেজ-ফন্ট এভাবে দেখানো হয়েছে।
কিন্তু আমি এর সবচাইতে সহজ পদ্ধতিটি বলব তা হল বারকোডের একটি স্ট্যান্ডার্ড ফন্ট ডাউনলোড করে নিন এবং ফন্ট ফোল্ডারে তা সেভ করুন। তারপর ওয়ার্ড ফাইল ওপেন করে যে কোন লেখাকেই ওই ফন্টে রুপান্তর করুন বা যে কোন বারকোডকেই অন্য কোন ফন্টে এ রুপান্তর করুন। নিচের ডাউনলোড লিংক থেকে ফন্টটি ডাউনলোড করুন।
[CSSBUTTON target="http://www.barcodesinc.com/free-barcode-font/"]ডাউনলোড[/CSSBUTTON]
বারকোডে মূলত প্রতিটি অক্ষরের জন্য নির্দিষ্ট একটি মান থাকে সেই অনুযায়ী একটি কোড থাকে সেটাই ওই ফন্ট দেখায়। নিচের ছবিটিতে বিভিন্ন কী এর বারকোডের মান রয়েছে।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাকিল ভাই আমি অনলাইনে আর আপনি অফলাইনে হাহাহাহহা।