আমরা প্রায় সবাই কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে গিয়ে কম্পিউটারের যাবতীয় জিনিস সম্পাদনা করি। কিন্তু এমন যদি হত কন্ট্রোল প্যানেলে যাবার কোন প্রয়োজনই হত না তাহলে কেমন হত? হাঁ প্রিয় বন্ধুরা আমরা কন্ট্রোল প্যানেলে না গিয়ে ও কম্পিউটারের যাবতীয় কাজ সম্পাদনা করতে পারি। এজন্য আপনাকে জানতে হবে প্রয়োজনীয় রান কমান্ড। প্রথমে আপনি Windows key + R চেপে রান ডায়ালগ বক্স খুলুন। এরপর এতে আপনি নিচের ফাইল অপসনে লেখা কোডগুলো লিখুন। আর উপভোগ করুন রান কমান্ডের যাবতীয় সুবিধা।
File | Function | Tabs (number in parentheses is index n discussed below) |
---|---|---|
access.cpl | Accessibility controls | Keyboard(1), Sound(2), Display(3), Mouse(4), General(5) |
appwiz.cpl | Add/Remove Programs | |
desk.cpl | Display properties | Themes(5), Desktop(0), Screen Saver(1), Appearance (2), Settings(3) |
hdwwiz.cpl | Add hardware | |
inetcpl.cpl | Configure Internet Explorer and Internet properties | General(0), Security(1), Privacy(2), Content(3), Connections(4), Programs(5), Advanced(6) |
intl.cpl | Regional settings | Regional Options(1), Languages(2), Advanced(3) |
joy.cpl | Game controllers | |
main.cpl | Mouse properties and settings | Buttons(0), Pointers(1), Pointer Options(2), Wheel(3), Hardware(4) |
main.cpl,@1 | Keyboard properties | Speed(0), Hardware (1) |
mmsys.cpl | Sounds and Audio | Volume(0), Sounds(1), Audio(2), Voice(3), Hardware(4) |
ncpa.cpl | Network properties | |
nusrmgr.cpl | User accounts | |
powercfg.cpl | Power configuration | Power Schemes, Advanced, Hibernate, UPS (Tabs not indexed) |
sysdm.cpl | System properties | General(0), Computer Name(1), Hardware(2), Advanced(3), System Restore(4), Automatic Updates(5), Remote (6) |
telephon.cpl | Phone and modem options | Dialing Rules(0), Modems(1), Advanced(2) |
timedate.cpl | Date and time properties | Date & Time(0), Time Zone(1), Internet Time (no index) |
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
কমান্ডগুলো এডভান্স লেভেলের সবার জানা উচিত। চমতকার কাজ দেয় বিশেষ করে যাদের টাইপিং স্পিড আছে তাদের জন্য। আর এগুলোর প্রয়োগে অনেকেই হা করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই বুঝতে পারেনা। প্যারামিটারস গুলো কিভাবে ব্যবহার করতে হয় তা একটু বুঝিয়ে বলুন। ধরুন সিস্টেমের ৩ নং ট্যাবে যেতে চাইলে কমান্ড কি হবে?