Convert করুন প্রয়োজনীয় সব Audio বা Video File খুব সহজে।

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম Super Fast একটি Converter। এই Converter-টির নাম হল Oxelon Media Converter। আপনারা অনেকেই হয়ত Converter-টির সাথে পরিচিত কিংবা এটি ব্যবহার করেছেন। এই Converter দিয়ে খুবই অল্প সময়ে আপনার প্রয়জনীয় Format এ Convert করতে পারবেন বিভিন্ন ধরনের Media File। আমি নিজেও Converter-টি ব্যবহারকরি। আপনারও ব্যবহার করে দেখুন ভাল লাগবে আশা করি। নিচে বিস্তারিত দেয়ার চেষ্টা করলাম।

কি কি Video বা Audio Format Support দেয় Converter-টিতে ?

Video Formats: 3GP, 3G2, ASF, AVI, DV, DVD MPEG2, FFM, FLV, GIF, MOV, MP4, MPEG1, MPEG2 PS, MPEG2 TS, NUT, PSP, RAW YUV, RM, SVCD MPEG2, SWF, VCD MPEG1, VOB, YUV4MPEG, M1V, M2V, M4V.
Audio Formats: AC3, AAC, AIFF, AMR, AU, FLAC, MMF, MP2, MP3, OGG, VOC, WAV.

কি কি Video বা Audio Format এর Codec Support দেয় Converter-টিতে ?

Video Codecs: BMP, DV Video, FFV1, FFV HUFF, FlashSV, FLV, GIF, H261, H263, H263+, HuffYUV, JPEGLS, Theora, XviD, LJPEG, MJPEG, MPEG1 Video, MPEG2 Video, MPEG4, MS MPEG4, MS MPEG4 V1, MS MPEG4 V2, PAM, PBM, PGM, PGM YUV, PNG, PPM, RAW Video, Real Video 10, Real Video 20, SGI, SNOW, SVQ1 Sorenson Video, Targa, TIFF, VP6, WMV1, WMV2, ZLIB, ZMBV.

 Audio Codecs: AC3, ADPCM IMA WAV, ADPCM MS, ADPCM SWF, ADPCM YAMAHA, FLAC, G726, AMR NB, AMR WB, AAC, GSM, GSM MS, MP3, MP2, PCM ALAW, PCM MULAW, PCM 8/16/24/32 bit, SONIC, SONICLS, VORBIS, WMA V1, WMA V2.
Converter-টি কোথায় পাওয়া যাবে ?

http://www.oxelon.com/media_converter.html এই Link থেকে Setup File এবং Plug-Ins Download করে নিন “Download Converter” এবং “Download Plugins” Button এ Click করে। Converter-টির Latest Version হল 1.1।
কিভাবে ব্যবহার করব Convertert-টি ?
প্রথমে Setup দিয়ে Software-টি Run করান। এরপর যদি কোন Massage আসে Close করে দিন। এখন নিচের দিকে “Settings” Button এ Click করে “Do not open Oxelon web page after exit” এর পাশের Check Box এ টিক দিয়ে নিন। আপনি যতগুলো File এক সাথে Convert করতে চান সেটি উপরের ডান পাশের ঘরে Type করে “Apply” Button এ Click করুন। এখন এর Plug-ins Setup দিয়ে নিন। আপনার File বা File গুলো Drag করে Converter-টির মধ্যে ছেড়ে দিন। এখন Media Format থেকে আপনার প্রয়োজনীয় Formate দেখিয়ে দিন Video File হলে Video Codec কিংবা Audio Codac দেখিয়ে দিতে পারবেন Click করে। এরপর Video Size,Frame Rate, Video Bitrate, Audio Bitrate ইত্যাদি লেখে বা সেখানে Click করে ঠিক করে দিন। এরপর Convert হয়ে File গুলো যেখানে জমা হবে তা “Browse” Button এ Click করে ঠিক করে দিন। এখন “Conversion” Button এ Click করলে Convert শুরু হয়ে যাবে।
যে File গুলো Converter-টি Support দেয় তার ডান দিকে “Status” এ Ready লেখা থাকবে আর Support না দিলে Unsupported লেখা থাকবে।

Converter-টি কেন ব্যবহা করব ?

খুবই দ্রুত Convert করা যায়। বিভিন্ন ধরনের Media File Support দেয়। একসাথে 1 থেকে 100 কিংবা তার বেশি File Convert করা যায়। তবে অবশ্যই একসাথে 1টি বা 2টি File Convert করাই ভাল। Converter-টি একদম ফ্রি অর্থাৎ Resistation এর কোন ঝামেলা নেই।
পোষ্টটি পরার জন্য আপনাদের ধন্যবাদ। আপনার কোন মতামত থাকলে দিতে পারেন।

আরো দেখুন আমার সাইটে টেক- ইনফোকাস২ইউ

Level 0

আমি সুমন বড়ুয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডালো করলাম। এটি কি ইউনিকোডে লেখা বাংলা সাপোর্ট করে? কারণ আমার সমস্ত ভিডিও গান রিনেইম করে বাংলায় লেখা আছে। আর webm ফরমেট কনভার্ট করার কোন কভার্টার হবে?

Level 0

Md.ibne hasan আপনি এন্টিভাইরাজ ডিজেবল করুন ডাউনলোড দেওয়ার সময়।