অধিকাংশ মোবাইলে Camera Sound OFF করার অপশন থাকলেও অনেক Symbian মোবাইলে এই অপশনটি থাকেনা।
কিন্ত আপনি একটি ছোট্ট (মাত্র 1 KB) App ব্যবহার করে খুব সহজেই Camera Sound OFF করতে পারবেন।
এর জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন :
>> প্রথমে আপনার মোবাইলের Profile Settings থেকে আপনার Active Profile এর ‘Warning Tones’ OFF করে নিন।
>> এরপর এখান থেকে ‘Mute Camera’ App টি ডাউনলোড করে নিন।
>> ‘Mute Camera’ App টি ইন্সটল করুন।
>> আপনার মোবাইলটি ‘Restart’ দিন।
ব্যস, এখন থেকে মোবাইলের ক্যামেরায় ছবি উঠানোর সময় আর কোন শব্দ হবেনা।
পুনরায় ক্যামেরা Sound ON করতে চাইলে আপনার মোবাইলের Profile Settings থেকে আপনার Active Profile এর ‘Warning Tones’ ON করে নিন।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
ভাই এটা নিয়ে আমি আপনার আগে টিউন করেছি।আমার টিউন লিইনকঃ http://www.techtunes.io/mobileo/tune-id/113403
আপনার এই টিউনটা আপডেট করে পেলেন।