ফেইসবুক বর্তমানে বন্ধু, পরিবার, বা নিকটজনের সাথে ছবি শেয়ার করার এক অন্যতম মাধ্যম। ফেইসবুকের ছবি গুলোকে আরও আধুনিক, উন্নত বা অন্যরকম শৈল্পিক ভাবে উপস্থাপন করার জন্য আজকের এই ফেইসবুক অ্যাপ্লিকেশনটি।
একটি অ্যাপ্লিকেশন যা থেকে ছবি প্রদর্শন সত্যিই অনন্য এবং শৈল্পিক ভাবে উপস্থাপন হয়, তার নাম হল Loupe
Loupe আপনার ছবিগুলো সাজিয়ে সন্দর চিত্রকর্ম আকারে উপস্থাপন করে। যেমন মনে করুন, আপনার ফেইসবুক ছবিগুলো সাজিয়ে গড়ে উঠবে প্রজাপতি অথবা একটি পেংগুইন মত করে।
অ্যাপ্লিকেশনটি ব্যাবহার শুরু করতে সবুজ লিখা Get Started বাটনে ক্লিক করুন।
ছবি গুলো খুঁজে পেতে New বাটনে ক্লিক করুন।
ফেইসবুকের ছবি গুলোকে ব্যাবহার করতে Connect With Facebook লিখাটিতে ক্লিক করুন, অথবা আপনি চাইলে টুইটার বা Tumblr এঁর মত ওয়েব সার্ভিস ব্যাবহার করতে পারেন।
আপনি যদি ফেইসবুক একাউন্ট থেকে ছবি নির্বাচন করতে চান, তাহলে ড্রপ-ডাওন মেন্যু থেকে নির্বাচন করুন আপনি আপনার ছবি গুলো কোন জায়গা থেকে নির্বাচন করবেন, যেমনঃ আপনার প্রোফাইল ছবি অথবা আপনার বন্ধুদের ছবি...।
আপনার প্রথম ছবিটি নির্বাচন করার পর Done লিখাতে ক্লিক করুন।
আরও ছবি যোগ করতে +Photos এ ক্লিক করুন।
আপনার ছবি নির্বাচন শেষ হলে আপনার ছবি গুলো কোন আকৃতির করতে চান, তা নির্বাচন করুন।
কাজ শেষ হলে Share বাটনে ক্লিক করুন।
এটি আপনি আপনার ওয়ালে প্রকাশ করতে পারেন, অ্যালবাম হিসেবে সংরক্ষণ করতে পারেন অথবা এড্রেসটি কপি করে যেকোনো ওয়েবসাইট এ শেয়ার করতে পারেন।
নিজের ফেইসবুক ছবি গুলো Loupe এর মাধ্যমে নানা রকম আকৃতিতে প্রকাশ করা একটি মজার অভিজ্ঞতা, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।
-Md Akthar Hossain
Author | http://www.uralponkhi.com
আমি boipagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন……..