মনটা ভালো নেই কদিন ধরে। নেটে বসে ডাউনলোড করি আমার পছন্দের নানা জিনিস। চাকরি একটা করি বটে। তাও নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। পয়সা দিয়ে সফটওয়্যার ও নানা জিনিস কেনার মতো অবস্থা নেই । কোনোরকমে আনলিমিটেড নেট অফারটা নিয়েছি বটে , তবে সেটাও মাঝে মাঝে গা জ্বালায়। টরিফিক ছিল আমার প্রিয় সাইট। IDm দিয়ে কত ডাউনলোড করেছি। সেটাই কিনা বন্ধ হয়ে গেল। মনের জ্বালায় এই প্রিয় সাইটটাকেও গালাগাল দিতে ইচ্ছে করছে। রাগ হলে মানুষ নাকি নিজের লোককেই বেশি গালগাল দেয় । আমিও তো মানুষ।
কি আর করা । বিকল্প পথ খুঁজতে লাগলাম । TT ,TP , Techspate -সাইটে এর বিকল্প খুঁজতে লাগলাম। পেলাম ZbigZ । একটা সাইটের ঠিকানা। ওটা নাকি টরিফিকের বিকল্প। আনন্দে লাফিয়ে উঠলাম। যাক টরিফিকের বিকল্প পাওয়া গেছে। যেভাবে টিউনটা লেখা তাতে মনে হল জলের মতো সোজা। দিলাম ডাউনলোড।
ওমাঃ , এযে এই মেসেজ দেখায় - প্রিমিয়াম একাউন্ট হলে তবেই নাকি ডাউনলোড করতে দেবে।
হায় , সবই মরীচিকা। কোনো কাজ হল না।
মন খারাপ করে বসে আছি।
আমার অন্ধের যষ্ঠি দুষ্টুমিষ্টিও বাড়ি নেই। মামার বাড়িতে বেড়াতে গেছে। ফোন করলাম। লাইন ঢুকলো না। ওর মামার বাড়ির ওখানে প্রায়ই টাওয়ারের সমস্যা থাকে। আজও টাওয়ার নেই মনে হয়।
ওরা বাড়িতে না থাকলে বাড়িটা ফাকা ফাকা মনে হয়। আজ মনটাও ফাকা ফাকা মনে হল। নিজেকেও কেমন যেন অসহায় মনে হল।
বসে আছি। কেমন যেন ঝিমুনি আসছিল। হঠাৎ ঝিমুনির মধ্যে যেন মিষ্টির গলা শুনলাম। স্বপ্ন নাকি !
চোখ খুলে দেখি মিষ্টি ডাকছে–এখন ঘুমাচ্ছ কেন ?
স্বাভাবিক হতে একটু সময় লাগল। বললাম -না না ঘুমাই নি। তোরতো মামার বাড়িতে থাকার কথা ছিল । চলে এলি কেন ?
মিষ্টি স্বাভাবিক ভাবে কঠিন কথাও বলে দেয়। উত্তর দিল নির্লিপ্ত ভাবে–তোমার জন্য মন খারাপ লাগছিল তাই।
কিছুমাত্র দেরী নাকরে সমস্যার কথা জানালাম।
সব শুনে মিষ্টি বলল- বাবা, টরিফিক আমারো প্রিয় সাইট।আর এটা বেশ কিছুদিন হল বন্ধ হয়ে গেছে।খানিকটা ভেঙে পড়েছিলাম বটে । তবে ভেঙে পড়লেই তো আর সমস্যার সমাধান হবে না। তাই খুঁজতে লাগালাম টরিফিক এর বিকল্প। বেশ কিছু খুঁজেও পেলাম। কিন্তু সবই ফেক। যাই হোক অবেশেষে একটা খুঁজে পেলাম। যেটা কাজ করল। তবে এটার কর্ম পন্থা ঠিক টরিফিকের মতো না । তবে একেবারে মন্দও নয়।
জিজ্ঞাসা করলাম –এটা কি টরিফিকের মতো করেই ব্যবহার করতে হয় ?
➡ মিষ্টি বলল-সব বলছি। প্রথমে http://torrentz.eu/ সাইটে যাও।
➡ সার্চ লেখা বাক্সে তুমি যা ডাউনলোড করতে চাও , সেটা লেখ।
➡ এবার Search বাটনে ক্লিক কর।
নিচের মতো সার্চ করা টরেন্ট ফাইলগুলো বের হবে।
এর ভেতরে যেটা পছন্দ সেটাতে ক্লিক কর। সাধারণত যেটা Seed সংখ্যা বেশি থাকে সেটা চয়েস করতে হয়।
➡ আমি এটা করেছি:
এটাতে ক্লিক করলে এই রকম একটা পেজ ওপেন হবে।
এর ভেতরে যে সাইটটা তোমারে পছন্দ সেটাতে ক্লিক কর।
আমি এই torrentdownloads.net সাইটটা বেশি পছন্দ করি। তার কারণ এটাতে উল্টোপাল্টা ছবি প্রায় থাকেই না । অন্য সাইটগুলোতে প্রায়ই আজে বাজে ছবি থাকে, যেটা খুবই বিরক্তিকর ও লজ্জার।
যাই হোক এবার নীচের মতো পেজ ওপেন হবে।
এর Download Torrent অপসনে গিয়ে রাইট ক্লিক কর । নিচের মতো সব অপসন আসবে ।
➡ এর মধ্য Copy Link Address - এ ক্লিক করে অ্যাড্রেসটা কপি কর।
এবার এই http://www.torrent2exe.com সাইটে যাও।
এইরকম একটা পেজ ওপেন হবে।
➡ যেটা একটু আগে কপি করেছিলে সেটা Enter Url of the torrent file-এর বক্সে পেস্ট কর:
এর নিচে যে “Small Size… … … …… … ..” বা “Normal Size. . . . . . . . . . . “ এর যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। আমি Normal সিলেক্ট করেছি ।
এরপর দেখবে নিচের Direct Url of the exe-file এর ঘরে আনুষঙ্গিক ঠিকানা লেখা দেখা যাবে।
➡ এর নিচে দেখ Start Download অপসন আছে । আমি যেখানে বাচ্চাদের মতো একটা অ্যারো চিহ্ন এঁকেছি। ওখানে ক্লিক কর:
যদি তোমার IDM ডিফলটে থাকে তবে নিচের মতো IDM এর ডাউনলোডের অপসন আসবে। এর Start Download এর অপসনে ক্লিক কর।
ডাউনলোড শুরু হবে।
ডাউনলোড শেষ হলে Open Folder অপসনে ক্লিক কর ।
➡ ফোল্ডার খুললে দেখ এইরকম একটা .exe ফাইল দেখা যাবে। ওটার উপরে ডাবল ক্লিক কর।
ডাউনলোডের জন্যে নিচের মতো একটা উইন্ডো ওপেন হবে।
প্রায় সঙ্গে সঙ্গে এই মেসেজটা আসতে পারে। এর Unblock অপসনে ক্লিক কর।
দেখ ডাউনলোড শুরু হয়েছে।
➡ সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হল আপলোড দেখ o বাইট ।সুতরাং যাদের আনলিমিটেড নেট নেই তাদের বেশকিছু টাকা সেভ হবে:
এটাতে যে Resume সাপোর্ট আছে তা নিশ্চয়ই Pause অপসন দেখে বুঝতে পারছ।
আরো একটা জিনিস দেখ তুমি যদি এখন কোনো কারণে পিসি বন্ধ করে দাও তবে PC আবার চালু করলে ডাউনলোড যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে শুরু হবে।এই দেখ সেই অপসন
একটানা বলে একটু থামলো মিষ্টি।মেয়েটার প্রাণশক্তি দেখে আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। কোথা থেকে ও এটা পায়। আমি মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছিলাম। নিজের আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। আর কথা বলার প্রয়োজনও নেই।
মিষ্টি আবার পিসির দিকে দেখিয়ে বলল- এই দেখ - তোমার ফাইল ডাউনলোড হয়ে গেছে।
আমি চুপ করেই রইলাম।সবটা একেবারে জলের মতো পরিষ্কার। কিছু বলার মতো কথা না পেয়ে বললাম -তোদের নিওফাইট আঙ্কল খুব দুঃখ করছিল টরিফিক না থাকার জন্য। বলছিল তোদের মাথা থেকে কোনো দুষ্টুবুদ্ধি বের করে ঐ সব সোপা ,পাইপা আইনটাইনকে যদি কলা দেখাতে পারিস তার জন্যে। আর হ্যাঁ তোদেরকে ইমেল খুলতে বলেছে মেসেজ পাঠানোর জন্যে।
মিষ্টি দুষ্টু হাসি হেসে বলল-বলে দিও বুদ্ধি একটা বের করা গেছে,আর আঙ্কল যেন ওঁর ইমেলটা জানিয়ে দেয় ইমেল করার জন্য।
আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।
ভাইয়া, মোবাইলে Idm এর মতো টরেন্ট ডাউনলোড করা যাবে কি? Torrifiq.com এ ডাউনলোড করা যেত ।আপনি যে সাইটটার কথা বললেন তাতে মোবাইলে ডাউনলোড সম্ভব নয় ।এমন কোন সাইট আছে কি?জানালে উপকৃত হব ।