লো কনফিগারেশনের পিসি নিয়া ঝামেলায় আছেন?? মাত্র এক ক্লিকে আপনার পিসিকে পারমানেন্টলী Core™ i7 (কোর আই সেভেন) বানিয়ে নিন!!

আমাদের অনেকেই লো কনফিগারেশনের পিসি ইউজ করি। আর অন্য  কারও হাই কনফিগারেশনের পিসি দেখে দীর্ঘশ্বাস ফেলি। :#(:#(
দীর্ঘশ্বাস ফেলা বন্ধ করেন। এই লন জটিল একখান মাল- আপনাগো লাইগা বানাইয়া দিলাম।;) ইন্সটল করার কোন ঝামেলা নাই। শুধু আমার দেয়া rar ফাইলটা ডাউনলোড কইরা এক্সট্রাক্ট করেন।
"C i 7 shuvo.exe" নামে একটা ফাইল পাবেন। ওইটাতে একটা ডাবল ক্লিক করলেই কেল্লা ফতে!! অর্থাৎ আপনার পিসি কোর আই সেভেন হইয়া গেছে। B-)B-)B-)
বিশ্বাস হয় নাই??X(X( তাইলে My Computer এর উপরে রাইট ক্লিক কইরা Properties এ যাইয়া দেখেন কাহিনী। হাছা কইলাম টাস্কি খাইবেন।:-#:-#
কাজ না হলে নগদে মূল্য ফেরত।:Pঅনেকে কইতে পারে রিস্টার্ট দিলে আবার আগের কনফিগারেশনে চইলা যাইব।X( কিন্তু আমি গ্যারান্টি দিতাছি- ইহা পার্মানেন্ট। রিস্টার্ট দিলেও আপনার পিসি কোর আই সেভেন ই থাকব।B-)B-)
ফাইলটার সাইজ মাত্র ২ মেগাবাইট। নিচের যেকোন একজায়গা থেকে ডাউনলোড করে নেন:-

http://www.mediafire.com/?51967t59746ps9e
অথবা,
http://jumbofiles.com/gtw71tbr2w0j/C i 7 Shuvo.rar.html

কোর আই সেভেন পিসি ইউজ করতে করতে যদি বোড় (!) হইয়া যান এবং আপনার অরিজিনাল পিসির কনফিগারেশনে চইলা যাইতে চান, তাইলে ছোট্ট একটা কাজ করতে হইব।
তা হইল- সোজা এইখানে ঢুইকা পরেন- C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup
এখানে দেখেন "" gg "" নামে একটা ফাইল আছে। ওইডারে নগদে ডিলেট মাইরা পিসি রিস্টার্ট দেন। তাইলেই আগের পিসি কনফিগারেশন ফেরত পাইবেন। বুঝলাম আপনি কোর আই সেভেন চালানোর যোগ্য না।X((X((

নোটঃ- যাগো আলরেডি কোর আই সেভেন আছে, তারা যদি নিজেগো পিসি পেন্টিয়াম ৪ বানাইতে চান, তাইলে আমারে মেইল দেন। কাম হইয়া যাইব।:P:P:P

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

..........পূর্বে সামুতে প্রকাশিত।

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইজান স্পীড টা কেরাম হবে ??? মানে স্পীড টা কি core i7 এর মত হবে নাকি আমার dual core এর মত তাকবে ???? জানান দিয়েন প্লয।

Level 0

Bhai, I have core2quad & using 64 bits, is it urs 64 bits & can i use that for test?

    @0ctaঃ)জি। টেস্ট করতে পারবেন।

হাহাহাহাহাহাহাহাহাহ আমি মরেজামু হিমু ভাই

setup dely o core i7 e takbo sy rokom ak ta soft dan

r jader i7 ase tara ki korbe?

Level 0

Low Cnfgr pc kivabe High cnfgr holo.? Aita korle to pc’r cnfgr a kono change ashbena. Apnr title chnge korun, onnothay manush potarito hobe.

    @Mhapon: কমন সেন্সের ওভাব থাকলে কেউ তথাকথিত প্রতারিত হতে পারে অথবা রেগে যেতে পারে। তাছাড়া টাইটেলে ভুল বলেছি প্রমান করেন। তাহলে চেঞ্জ করে দিব।

Level 0

tt open houar por apnar post tai prothom porlam.khub moja paisi.

    @S4t4N1C: মজা দেবার জন্যই এই পোস্ট। কিন্তু দেখেন অনেকেই সিরিয়াসলী নিয়া নিছে!!!

Level 2

জটিল বস, জটিল 😀 পাবলিকরে ভালোই টাসকি খাওয়ানো যাবে । আপনারে আবারো ধন্যবাদ ॰

ভাই পরথমে আন্নারে সালাম জানাইতেছি, অনেক দিন টিটি বন্ধ থাকার পর চালু হইছে। এইটা চালু হউয়ার পর আমার পরথম কমেন্টস। সফটওয়ার দিয়া যদি কোর এই ৭ হইত মাইনসে টাহা খরচ করি কিনত না। সেলেরন কিনা সফটওয়ার দিয়া কোর ৭ বানাইতো। যেহেতু টিউন করতাছেন তাই আর কিছু কমুনা। তবে অনেকের হাসির খুরাক যুগাইছেন।

    @বাধঁন: আপনেও দেখি সিরিয়াসলী নিয়া নিছেন!! এটা টেক হিউমার বিভাগের পোস্ট। বাট ক্যাটাগরিটা আর নাই। মনে করেছিলাম লাগবেও না। কিন্তু এখন দেখছি কিছু কিছু পোলাপানের কমন সেন্সই নাই। মগজ হাটুতে!! যেহেতু আপনি বেশীকিছু বলেননাই, তাই আমিও বললাম না।

জিনিসটা কেমন কাজ করছে তা আগেই কইছি। আমার পুরান পিসিটার একটা গতি করার জন্য থ্যাঙ্কু। 😀 :mrgreen:
ভাবতাসি কোন আবু_-এর কাছে কোর আই সেবেন কইয়া বেচুম। বিক্রির টাকার ২ শতাংশ আপনাকে দেওয়া হইবে। 😳 আপনি রাজি আছেন? 😈

আসলে ব্যাপারটা হবে এমন, পেন্টি পেন্টিই থাকবে, কিন্তু তাকে ডাকা হবে ফুলপ্যান্ট নামে তাই না?

Level 0

Kintu Problem Hoilo Amar Pc Er Casing Er Upor E Lekha Ase Core i3 😀

ভাই আমার corei3 corei7 বানাইয়া দিলেন fun ধন্যবাদ

দারুন লাগেছে ভাই

দারুন লাগছে ভাই

Level 0

Himu Vai……Tune Ta delete koren Vai…..Nahole Jotobar E TT te Dhukbo…Totobar ei post porbo…r Haste Haste Pet Fatbo….
Ami haste Haste Prithibi Theke Sore jaoar Agei Apni TT theke Ei Post Soran 😀

হিমু ভাইয়ের মজার রশিকতার জন্য ধন্যবাদ। আমার এই মন্তব্য শুধু আমার মতো বোকা টাইপের নুতনদের জন্য। ভাইয়েরা আমার শুধু হিমু ক্যান এই টাইপের ছোট্ট একটা সফট দিয়া আপনার পিসির প্রসেসর বদলে দেয়ার ক্ষমতা স্বয়ং ইন্টেল কোম্পানীরও নেই। হিমু ভাই শুধু মজা করার জন্য একটি exe ফাইল বানিয়েছে যেটা দিয়ে আপনার my computer propertise টা রিনেম করা যায় । এধরনের আরো সফট পাবেন যা দিয়ে my computer propertiseএ মাইক্রোসফট এর নাম পরিবর্তন করে আপনার নাম ঠিকানা লিখে দিতে পারবেন আর সেটি পিসি রিস্টার্ট করার পরেও থাকবে। আশা করি হিমু ভাই আমার কমেন্ট পড়ে মাইন্ড খাইবেন না।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ভাইযে কি কন!! সবার উপ্রে মাইন্ড খাওয়া যায় নাকি?? মাইন্ড খাইতে হলে লেভেল দেইখা খাইতে হইব তো নাকি?? যারা এখনও বুঝে নাই, তারা আগের কমেন্টগুলা পড়ে বুঝে নিতে পারবে। আপনিও তো বলে দিলেন।
    আর হ্যা, অনেক সফটওয়্যার হয়ত পাওয়া যেতে পারে, কিন্তু এটি আমার বানানো।

ভাই প্রথম দিকের কমেন্ট পরে ত ভাবসিলাম যে হাছাই আমার core i3 core i7 হইয়া জাইব হা হা হা পুরাই উরাধুরা…।!

Core i7 এর মত কা কি করবে?

Level New

Ustad, Kurban Hoya Jamu.

Level 2

choromzzzzzzzzzzzz…………. oreee mor allah…!!!! ee ki jadu….. 😛

Document & setting a ঢুকতে পারছি না কিভাবে ঢুকব? ‍Access denied দেখায়।