অনেক দিন পর আবার TT এলো তাই আবার টিউন লিখা শুরু করলাম ।
আমরা সবাই কমবেশি টরেন্টস ফাইল ডাঊনলোড করি কিন্তু আপলোড করি না বা কিভাবে
আপলোড করতে হয় আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না । যারা না জানেন তারা
দেখুন ।
প্রথমে আপনাকে যা করতে হবে তাহলো http://www.utorrent.com এখান থেকে
ইঊ টরেন্টস সফটওয়ারটি ডাউনলোড করুন । তারপর সাধারন নিয়মে ইন্সটল
করুন।
এখন ইঊ টরেন্ট টি আপনার কম্পিউটারের
নিচে ডান দিকে দেখুন । ইঊ
টরেন্ট টি ক্লিক করে ওপেন করুন ।
তারপর File এ ক্লিক করুন তারপর Create New Torrent.. এ ক্লিক করুন ।
]
এই রকম আসবে
এখন আপনাকে যা করতে হবে তা হলো
১।Add File এটার মানে হলো আপনি কোন ফাইলটা আপলোড করতে চান সেটা আপনি দেখিয়ে দিন । মনে রাখতে হবে এটা শুধু ফাইল ফোল্ডার না ।
২।Add Directory এটা হলো ফোল্ডার আপলোড উপরেরটা ফাইল এতা হলো ফোল্ডার ।
৩। Trackers আপনি যেই টরেন্টস সাইটে আপলোড করবেন সেই খানে দেওয়া আছে । Trackers আপনি কিভাবে পাবেন ? আপনাকে যা করতে হবে আপনি যেই টরেন্টস সাইটে আপলোড করবেন সেইখানে Upload এ ক্লিক করেন ।
৪। Create and and save as উপরের ১,২,৩, কাজ সম্পাদন করা হয়ে গেলে আপনি Create and and save as এ ক্লিক করলে একটি টরেন্টস ফাইল তৈরি হবে এটা আপনি ডেক্সটপে সেভ করুন।
এখন আমাদের এই ফাইলটি আমাদের কাংখিত টরেন্টস সাইটে আপলোড করবো , কিভাবে করতে হয় তা আমরা এখন জানবো।
প্রথমে আমি একটি টরেন্টস সাইটে গেলাম http://www.alachibd.com/index.php ।
আপলোড বাটনে ক্লিক করুন।
১। Torrents file আমাদের বানানো ডেক্সটপে সেই টরেন্টস ফাইলটি Browse করুন ।
২। IMDB এটা আপনি Google এ সার্চ করে পাবেন এবং Category আপনার পছন্দ মত দিন।
৩। আপনি যেই ফাইলটা আপলোড করবেন সেই ফাইলটা না দিন ।
৪। Image (optional) এখানে আপনি যদি কোন মুভি আপলোড করেন তাহলে সেই মুভির ছবি তা দিন।
৫। এখানে আপনি আপনার টরেন্টস ফাইলের বর্ণনা দিন ।
আবশেষে আপনি send বাটনে ক্লিক করুন।
আমি কিছু টরেন্টস সাইটের লিঙ্ক দিলাম
http://www.alachibd.com/
http://www.clickndownloads.com/
http://www.tepantorbd.com/
http://www.tejpata.org/
http://www.area51bd.com/torrent/index.php
এগুলো আমাদের বাংলাদেশি টরেন্টস সাইট
ব্যছ আপনার হয়ে গেলো টরেন্টস ফাইল আপলোড কোন প্রকার সমস্যা হলে জানাবেন।
ভালো থাকুন সবাই
আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 184 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাকে ফেসবুকে পেতে http://www.facebook.com/shuvobd1020
খুব সুন্দর।কাজে লাগবে।আমি কিছু আগে আপলোড করেছিলাম।কিন্তু বাংলাদেশ এ ইন্টারনেট এর যে স্পীড!!…যারা ডাউনলোড করবে তারা আমাদের পিটাবে।