আপনি কি এখনো কীবোর্ড দেখে টাইপ করেন? ধীর গতির কাজের জন্য সব সময় পিছনে পড়ে থাকেন? আপনার কচ্ছপগতি টাইপ স্পিডের জন্য চ্যাটের অপর প্রান্তের ব্যক্তি পালিয়ে যায়? আপনার এই সব সমস্যার সমাধান হবে এই টিউনে।
কম্পিউটার চালাতে হলে ভাল টাইপ স্পিডের অনেক সময়ই দরকার হয়। ডকুমেন্ট, ব্লগ, চ্যাট সর্বপোরি টাইপ স্পিডের দরকার সব সময়ই। তাহলে চলুন টাইপ স্পীড বাড়ান যাক।
প্রথমে আগে আপনার টাইপ স্পীড মেপে নিন। অনলাইনে টাইপ স্পীড মাপার জন্য এক মিনিটের এই পরীক্ষা দিন।
পরীক্ষাতো হলো এবার আপনার টাইপ স্পীড বাড়ানোর পালা। আপনি খুব সহজেই TypingMaster pro সফটওয়্যার দিয়ে এই কাজটি চালিয়ে যেতে পারেন। কিভাবে বাড়াবে স্পীড? এক নজরে দেখা যাক
১২টি লেসন থেকে আপনি খুব সহজেই A-Z শিখতে পারবেন।
রিভিউ অপশন থেকে আপনার দূর্বলতাগুলো চিহ্নিত করে ইম্প্রুভ করতে পারবেন।
গেমে গেমে চর্চা করুন স্পিড।
টেস্ট করে নিন স্পীড।
সাথে সাথে টিপসতো থাকছেই
সবশেষে দেখে নিন প্রোগ্রেস রিপোর্ট
দৈনিক দুই লেসনের বেশি না করলেই ভাল। আর টিপসগুলো ফলো করবেন।
বিস্তারিত জানুন এখানে
Typing Master Pro
সাইজ মাত্র চার মেগাবাইট। সিরিয়াল কী দেয়ার পূর্বে নেট অফ করে নিবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
সুন্দর একটি টিউন অনেকের কাজে আসবে। 🙂 আমি নিয়ম মেনে টাইপ করতে পারি না। দুই আঙ্গুল দিয়েই কাজ করি 🙂