গুগল ক্রোম আমার প্রিয় ব্রাউজার। সবসময় ব্যাবহার করি। অন্যদেরকেও suggest করি। কিন্তু অনেকেই বলে ক্রোম ভাল না। প্রায়ই বেশি tab খুললে হ্যাং করে। আমি বুঝতে পারি নি কি কারনে এরকম হতে পারে। আমার কখনই এরকম সমস্যা হয় নি। ভেবেছিলাম তাদের ইউসে অথবা ইন্সটল এ ভুল ছিল। এভাবেই চলতে থাকে।
উল্লেক্ষ আমি সাধারনত ল্যাপটপ(core i3, 6GB Ram) ব্যাবহার করি।
তো গতকাল আমি আমার Hometown এ আসি। আমার ডেক্সটপ চালু করে প্রথমেই ক্রোম ইন্সটল করি। same version as my laptop. কিন্তু কিছুক্ষন পরে প্রায় ৮/১০ টা ট্যাব খোলার পরে দেখি পিসি অনেক স্লো হয়ে গিয়েছে। এক ট্যাব থেকে আরেক ট্যাব এ ঠিক মত যাচ্ছে না। অনেক দেরি করছে। পরে হ্যাং এর মত হয়ে জায়। লেখা আসে Kill pages. প্রথমে বুঝতে পারলাম না সমস্যা কি। ডেক্সটপ ল্যাপটপ এর মত ভাল না হলেও একেবারে খারাপও না। core 2 duo, 1GB Ram. কয়েক বার এ সমস্যা হল। বুঝতে পারলাম something is wrong. CPU, RAM usage window ওপেন করলাম। চেক করে দেখলাম ক্রোম চালু করলেই RAM usage অনেক হাই হয়ে যায়। ট্যাব যত বেশি খোলা হয় তার সাথে সমানুপাতিক হারে বাড়তে থাকে। এক পর্যায়ে RAM এর maximum limit এ চলে গেলে হ্যাং হয়ে যায়। ল্যাপটপ এ কখনও এ সমস্যা হয় নি তার কারন good amount of Ram.
এখন সমাধান এর পালা। সবচেয়ে better solution হল আপনার কম্পিউটার এর ram increase করে নিন। ram এর দাম এখন খুব কম। পরে হয়ত বেরে যাবে। তখন আর সহজে পারবেন না।
আর যদি একান্তই RAM বাড়াতে না চান/কিংবা সম্ভব না হয় সেক্ষেত্রে কিছু tips দিচ্ছি।
আপনার কম্পিউটার এর পেজ ফাইল increase করুন। পেজ ফাইল হল এমন একধরনের memory যেটি located in HDD and works like RAM. যদিও RAM এর চেয়ে এর গতি কম। এটি করতে গেলে My computer এর properties এ যান।
Advanced system settings
Under advanced tab in the performance box choose Settings
In the performance option window under advanced tab click change in virtual memory box
Virtual Memory window তে Custom Size এ ক্লিক করুন। Initial Size দিন কমপক্ষে আপনার Ram যে amount এর তার দিগুণ। ভাল হয় তার তিন কিংবা চার গুন দিলে। Maximum Size দিন Initial size এর চেয়ে কমপক্ষে 1024MB-2048MB বেশি। তারপর ক্লিক করুন Set এবং OK করে বেরিয়ে আসুন। আসা করি এতে আপনার সমস্যায় কিছুটা হলেও কাজে দিবে।
Note: পেজ ফাইল C ড্রাইভ এর জায়গা দখল করবে। so keep an eye on the free space in C drive. you would not want to overrun the space in C drive where windows is located.
এছাড়া আরও কিছু উপায় আছে ক্রোমের performance improve করার জন্য। যেমন আপনি Advanced System Care(pro) 5 use করতে পারেন। Deep care নিয়মিত করবেন। toolbox থেকে Smart Ram ব্যাবহার করবেন। মাঝে মধ্যে smart clean করবেন। আরও improved performance চাইলে Turbo Boost customize করে ব্যাবহার করবেন। আশা করি কাজে দিবে।
আপনার CPU, RAM usage দেখার জন্য ctrl+alt+del এ প্রেস করুন। performance tab এ দেখতে পারবেন। সবসময় দেখার জন্য gadget ব্যাবহার করতে পারেন। এ ক্ষেত্রে windows 7 এর সাথে built-in gadget থাকে। আরও ভাল এবং সুবিধাযুক্ত gadget চাইলে(প্রথম ছবিটার উপরে ডান দিকে দেখুন) collect/download করে নিন। আর CPU এবং RAM এর সাথে page file usage দেখতে চাইলে advanced system care এর smart ram tool টী open করুন। সেখানে সবগুলো দেওয়া আছে।
আজ এ পর্যন্তই। ভাল থাকবেন। ধন্যবাদ।
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnar gucano leka kub e valo laglo..
asa kori kaje debe..
thanks..