আসসালামু আলাইকুম,
শুকরিয়া সেই সত্তার যার আপার দয়ায় আমরা বেঁচে আছি ।
আজ আপনাদের সামনে অতি ক্ষুদ্র একটি টিউন নিয়ে হাজির হলাম।
সব কিছুর ই ভাল মন্দ দুটি দিক আছে, ঠিক তেমনি প্রযুক্তির উন্নতির সাথে সাথে যেমন মানুষ উপকার পাচ্ছে, কিছুটা ক্ষতির ও শিকার হচ্ছে , আজ এমনি একটি ছোট ক্ষতির দিক নিয়ে আপনাদের সতর্ক করাই আমার উদ্দেশ্য।
😎 চলুন বকবক বাদ দিয়ে কাজের কথায় আসি। 😎
আপনি যদি Airtel গ্রাহক হন বা আপনার পরিচিত কার Airtel লাইন থাকে অথবা আপনার অপরিচিত কার Airtel নাম্বার জানা থাকলেও খুব সহজেই হ্যাক করতে পারবেন তার সব তথ্য,
*নিচের লিঙ্ক এ যান
http://myaccount.bd.airtel.com/portal/page?_pageid=93,378188&_dad=portal&_schema=PORTAL
*নিচের মত দেখতে পাবেন
* নিচের মত আসবে
এবার আপনার দেওয়া নাম্বারে একটা একটিিভশন কোড যাবে,
এবার ঐ নাম্বারে ফোন করুন এবং বলুন ভাই ভুলে একটা কোড আপনার নাম্বারে চলে গেছে, ওটা না হলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে, আপনি কোড টা বলুন না হলে আমাকে এস এম এস করুন আমি আপনার Mobile এ ১০ টাকা রিচারজ করে দিব প্লিজ ভাই উপকারটা করুন। ওই লোক যদি airtel এর এই সার্ভিস সম্পর্কে আগে জানা না থাকে তাহলে অবশ্যই সে আপনাকে কোড দিবে। এছাড়া আপনার যদি অন্য idea থাকে ওটা কাজে লাগান, মোট কথা ছলে বলে কৌশলে যে ভাবে পারেন তার কাছ থেকে কন মতে কোড টা সুদু নিন। তখন আপনি নিচের মত activation Code এর ঘরে কোড বসিয়ে দিন , Password এর ঘরে আপনার ইচ্ছামত Password দিন,
*ব্যাস আপনার কাজ শেষ। হ্যাঁক হয়ে গেল তার নাম্বার।এবার দেখুন এখানে কি কি করতে পারবেন আপনি।
১) Current Balance কত তা দেখতে পারবেন।
২) Free এস এম এস করতে পারবেন।
৩) কোন কোন নাম্বার এ এসএমএস করা হয়েছে এবং কোন এসএমএস এ কত টাকা কাতা হয়েছে।
৪) কোন কোন নাম্বার এ কল করা হয়েছে, কোন কলে কতক্ষণ কথা হয়েছে, কোন কল এ কত টাকা কাটা হয়েছে।
৫) কোন কোন নাম্বার FNF করা আছে।
৬) FNF নাম্বার পরিবর্তন করতে পারবেন।
৭) Personal Information জানতে পারবেন, কার নামে সিমটা , + ঠিকানা জানতে পারবেন।
৮) কখন কত টাকা লোড করা হয়েছে জানতে পারবেন।
৯) কলার টিউন চালু করতে পারবেন।
১০) আপনার কানেকশন টি কোন প্যাকেজ এ আছে জানতে পারবেন, প্যাকেজ পরিবর্তন করতে পারবেন।
১১ ) আর অন্যান্য value added service on করতে পারবেন।
এবার লক্ষ করুন আপনি যার এত ইনফরমেশন জানতে পারবেন তার কিছুটা হলেও ক্ষতি করতে পারবেন, তাই নয় কি ? এভাবে যদি কেউ আপনার টা হ্যাঁক করে তাহলে আপনার পারসনাল সব ইনফরমেশন সে জানতে পারবে, যার দারা সে আপনার ছোট বড় সব ধরনের ক্ষতি করতে পারবে।তাহলে আর দেরি কেন অন্যজন হ্যাঁক করার আগেই আপনি নিজেই account open করে নিন।তাহলে আর কেউ আপনারটা হ্যাঁক করতে পারবেনা ।
আরও একটা গোপন কথা বলি কানে কানে, ধরুন আপনার GF or BF এই সার্ভিস টা সম্পর্কে জানেনা আজি আপনি তাকে হ্যাঁক করুন আপনার সুবিদারথে । কারন আপনি জানতে পারবেন আপনার GF or BF (girl or boy friend) আপনাকে ছাড়াও গোপনে আর কার সাথে ঘণ্টার পর ঘণ্টা আলাপ or প্রেম চালােচ্ছ।
বিঃ দ্রঃ অতিব জরুরী কথা হইল এই যে এটা আপনাদের জানার বা বাচার সুবিদারথে টিউন করা, কিন্তু সাবধান কার ক্ষতির চেষ্টা করবেন না, মনে রাখবেন মানুষের উপকার করাই মানুষের ধর্ম, আজ না হয় আপনি কার ক্ষতি করলেন কাল ঠিক ই আপনি তার চেয়ে বর ক্ষতির শিকার হবেন।
আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের কার এতটুকু উপকারে আসে তাহলে আমি সার্থক । সবাই ভাল থাকবেন।
দেশকে ভালবাসুন ।
আমি মোহাম্মদ হাবীবুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I m very simple man, I like new technology.
india er koichu nei?