এক সিডিতে বার বার রাইট করা (সফটওয়্যার ছাড়া)……

সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? এটি আমার প্রথম টিউন তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার টিউনটি একদম নুতুনদের জন্য । এক্সপার্টদের জন্য নয় । এক্সপার্টদের সকলের মনে হয় জানা আছে । এবার কাজের কথায় আসি । আমরা অনেক সময় আমাদের দরকারি ফাইল গুলু ব্লাঙ্ক সিডিতে রাইট করে রাখি । একটি ব্লাঙ্ক সিডিতে প্রায় ৭০০ মেগাবাইট পয‍‍‍‌‌ন্ত রাইট করা যায় । কিন্তু অনেক সময় কম মেগাবাইট এর ফাইল সিডিতে রাইট করার প্রয়োজন হয় । তখন আমরা তা সিডিতে রাইট করি । কিন্তু আমরা অনেকেই জানিনা যে এক সিডিতে একবার রাইট করে ফেললে পরে আবার একাধিক বার রাইট করা যায় । আসুন প্রক্রিয়াটি দেখি ।

My Computer ওপেন করুন ।

সাধারণত সিডি/ডিভিডি রমটা এই রকম থাকে ।

ব্লাঙ্ক সিডি টা সিডি/ডিভিডি রম এ ঢুকালে উপরের ছবির মতো আসবে । তাহলে বুজবেন যে সিডিটা রম এ পেয়েছে ।


আপনি ইচ্ছা করলে ব্লাঙ্ক সিডিটার ধারন ক্ষমতা, কতটুকু খালি আছে তা উপরের ছবির নিয়ম অনুসারে দেখতে পারবেন ।

ব্লাঙ্ক সিডিতে যা রাইট করতে চান তা কপি করুন ।

তারপর My Computer ওপেন করে সিডি/ডিভিডি রম এ পেস্ট করুন ।

পেস্ট হয়ে গেলে Write these files to CD তে ক্লিক করুন ।

তারপর CD Name: এর ঘরে নিজের ইচ্ছামত নাম লিখে Next এ ক্লিক করুন ।

তারপর রাইট হতে থাকবে । কিছুক্ষন অপেক্ষা করতে হবে ।

কিছুক্ষন পরে উপরের ছবির মতো চার্ট আসলে Finish এ ক্লিক করতে হবে । Finish এ ক্লিক করার পরে সিডি/ডিভিডি রম থেকে সিডিটা নিজে নিজেই বের হয়ে যাবে ।

বাস কাজ শেষ । এই এক নিয়মেই আপনি এক সিডি তে বার বার রাইট করতে পারবেন । এক নিয়মেই আপনি Computer এ সফটওয়্যার ছাড়া সিডি রাইট করতে পারবেন ।

সবাইকে অসংখ ধন্যাবাদ ।।।। ভালো থাকবেন ।।।।

Level 0

আমি Dipta Das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

data cd make korle to bar bar right korai jabe e r notun ki

    Level 0

    ভাই আপনি যা বলছেন তার জন্য নেড়ো সফটওয়্যার দরকার হবে আর আমি টিউন করেছি সফটওয়্যার ছাড়া । আর আমি বলে নিয়েছি যে আমার টিউনটি এক্সপার্টদের জন্য নয় । ধন্যবাদ

      @Dipta Das: ami nero use sarai bolsi apni jeta right korlen etak data cd bole r eta xp/vista/7 er built in softwarei kora jay tobe ei cd sudu matro computer read korte parbe

Thanks unlimited.

    Level 0

    অসংখ্য ধন্যবাদ

আমাদের জানা ছিল না, নতুন করে জানলাম।অনেক ধন্যবাদ।

Thanks

Level 0

many thanks.. rewritable cd chara je evabe kora jay… daron

Level 0

avb ki blanck dvd te kora jabe??

Nero chara o write kora jay 7 a… Thanks 4 share..

thanks lots, এভাবে কি dvd করা যাবে ভাইজান? আমার অনেক dvd অলস পড়ে আছে।

এভাবে কি dvd করা যাবে ভাইজান?

Level 0

try kore dekhi kaaj hole to valoi

Level 0

এভাবে ডিভিডি করা যাবে না । ধন্যবাদ সকলকে মন্তব্য করার জন্য ।

Level 0

Thanks

Level 0

খুব সুন্দর