আজ একটা সমস্যায় পড়েছিলাম। সমাধান হয়েছে, ভাবলাম সবার সাথে শেয়ার করি।
রাউটার নেইম:Linksys
ধরন: wireless-G ADSL Home Gateway
মডেল নং : WAN200G Annex-A
সমস্যা: ১৯২.১৬৮.১.১ আই পি ব্যবহার করে রাউটার অপেন করলে এডমিন ইউজার এবং পার্সওয়াড চাই। ডিফল্ট পার্সওয়ার্ড হল:
username: admin
passwaord: admin
এখন কেউ না বুঝে ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে। সে ভুলে গেছে, যার ফলে আমি রাউটারে প্রবেশ করতে পারছি না।
কারো কি এডমিন পাসওয়ার্ড রিকভার বা রিসেট করার উপায় জানা আছে।
[ আমি রাউটার এর রিসেট বাটনে প্রেস করে দেখেছি, কাজ হয় না। ১ বা ২ সেকেন্ডর জন্য। ]
এই লিংক এ এর সমাধানটা পেলাম।
Find and press the reset button for 30 seconds. Release and let the router bootup for about a minute then try again with username blank, password is admin.
কাজ হয়ছে, তবে ইউজার নেইম ব্ল্যাঙ্ক এর পরিবর্তে admin টাইপ করতে হয়েছে।
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
শেয়ার করার জন্য ধন্যবাদ।