আজ আমার মনটা খুব ভাল কারণ আমার প্রিয় দল আর্জেন্টিনা উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের চতুর্থ দল হিসেবে সরাসরি দক্ষিণ আফ্রিকার টিকেট হাতে পেল।তাই এই খুশিতে আমি আপনাদের দেখাবো কি ভাবে ১০ সেকেন্ডে নিযের একটি ওয়েব পেজ তৈরি করবেন।যে হেতু আমাদের হাতে ১০ সেকেন্ড সময় তাই বেশি না লিখে চলুন দেখেনি কি ভাবে তৈরি করবেন।
প্রথমে এখান থেকে txt ফাইলটি ডাউনলোড করে নোটপ্যাড দিয়ে ওপেন করুন।
নিচের ধাপ গুলা থেকে আপনার ১০ সেকেন্ড সময় শুরু হবে।
১.txt ফাইলটির সব লেখা একসাথে কপি করে নতুন একটি নোটপ্যাডে পেষ্ট করুন এবং মঈনের জাগায় আপনার নাম দিন।
txt ফাইলটি দেখতে নিচের মত হবে -
২.এবার .html এ সেভ করুন।
৩.তারপর ফাইলটি ডাবল ক্লিক করুন এবং দেখুন।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
হুম। তেমন মজা পেলাম না , সচরাচর আপনার টিউনে যে রকম মজা পাই।