Desktop এর হোম স্ক্রীন থেকেই নিয়ন্ত্রণ করুন পুরো পিসিকে।

[আমরা যারা WINDOWS 7 ব্যবহার করি তাদের জন্য এই টিপসটি প্রযোজ্য।]

যারা windows7 ব্যবহার করেন তারা DESKTOP এর হোম স্ক্রীন থেকেই পুরো পিসিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

আপনি সাধারনত কোন ফাইল বা গান বা কোন মুভি প্লে করতে চান তাহলে আপনাকে মাউস ক্লিক করতে করতে ফাইল এর ভিতরে ডুকতে হয়, তারপর ফাইল ওপেন করতে হয়। কিন্তু সামান্য কিছু সেটিংস্‌ পরিবর্তন করে নিলে আপনাকে আর ডাবল ক্লিক করে করে ফোল্ডার এর ভিতরে ডুকতে হবে নাহ। শুধু মাউসকে সামান্য নাড়াচাড়া করে এই কাজটা সম্পন্ন করতে পারবেন ঠিক নিচের ছবির মতো করে।

এর জন্য যা করতে হবে====
প্রথমে Start Button e Click.

তারপর একটু ডানপাশে গিয়ে মাউস এর RIGHT বাটন এ ক্লিক করলে Proprties আসবে। Proprties এ ক্লিক করুন।



ব্যাস আপনার কাজ শেষ। এইবার Desktop এর হোম স্ক্রীন দেখেন এইরকম দুইটা আইকন আসবে এই আইকন গুলু দিয়েয়েই নিয়ন্ত্রণ করুন পুরো পিসিকে।

এত গেল শুধু ফোল্ডার দেখার কাহিনী এইবার দেখেন কিভাবে মাউস টিপে, এবং নিজে লিখে টাইপিং করবেন।
এইবার আপনি আগে যে Tablet Pc Input Panel এ ক্লিক করছেন তার কারনে Desktop এর হোম স্ক্রীন এরকম একটা আইকন আসবে এতে ক্লিক করুন ।


আর উপরের ছবির মত করে মাউস দিয়ে যেকোনো অক্ষর লিখুন আর দেখুন আপনার কাঙ্ক্ষিত word চলে আসবে।


আর মাউস দিয়ে টাইপিং করতে উপরের লাল চিন্নিহিত জায়গায় ক্লিক করুন আর মাউস দিয়ে টাইপিং করার মজা দেখুন।

মনে হয় অনেক সহজ বিষয়কে খুব বড় করে লিখে ফেলেছি বলেন কি করব সবাইতো আর আপনার মত নাহ তাই বিস্তারিত করে লিখলাম। কেউ বিরক্তি বোধ করে থাকলে আমি দুঃখিত।

Level New

আমি InTroverT MoaJJem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং এর জগতে একজন অতি নগন্য ব্লগার। সপ্ন দেখি একদিন বড় ব্লগার হওয়ার। সবসময় যেকোনো বিষয়ের উপর কোনো টিউটোরিয়াল লিখতে ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারি। আমার সাথে ফেবুতে যোগাযোগ রাখতে কানেক্ট হোন www.facebook.com/moazzamhossainm


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য

    @mana: আপনাকে ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

Thanks Bro.

Level 0

প্রিয় বন্ধু, খুবই সুন্দর টিউন………… কাজের টিউন….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ..

দারুণ।
অনেক ধন্যবাদ। :mrgreen: 😀

Level 0

Not so Helpful , Bcoz when W’7 released then every function of 7 was shown…. and still in windows7 tour you can get this thing ….. 🙂

but obviously nice post..
||

    হুমম আপনাকে ধন্যবাদ।

    নতুন ইউজারদের হয়ত কাজে লাগবে তাই লিখলাম।

ato kotin pothe na giye task bar theke right click korei toolbar option (shobar upore) pawa jay.

    আমি যতটুকু জানি ওই টুলবার এ এ অপশন গুলো মনে হয় পাওয়া যায় নাহ।

ফাটাফাটি হইছে।

সুন্দর টিউন,ধন্যবাদ টিউনের জন্য।

nice post

সুন্দর পোষ্ট

Level 0

সুন্দর… 😀