আপনারা অনেকেই হয়ত আমার মত Microsoft PowerPoint দিয়ে বিভিন্ন ধরণের প্রেজেন্টেশন তৈরী করেছেন। আপনার এই প্রেজেন্টেশনটি যদি ডিফল্ট আকারে .ppt, .pptx, .pptm ইত্যাদি ফরম্যাটে সেইভ করে থাকেন তবে সেটি শুধুমাত্র কম্পিউটারেই Play করা সম্ভব হবে। কিন্তু আপনার কি কখনো প্রেজেন্টেশনটি ভিডিও ফাইলে রুপান্তরের প্রয়োজন হয়েছে? যদি হয়ে থাকে তবে এই টিউনটি আশা করি আপনার কাজে আসবে।
আমি এখন যে Software-টির কথা আপনাদের বলব এর সাহায্যে আপনারা সহজেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরীকৃত ফাইলকে অসংখ্য ভিডিও ফাইলে যেমন- .mpeg,.asf, .avi, .wmv, .vob, .flv, .3gp ইত্যাদি ফাইলে Convert করতে পারবেন।
এখন থেকে ইচ্ছা করলে আপনি আপনার প্রেজেন্টেশনটি মোবাইলসহ বিভিন্ন সিডি বা ডিভিডি প্লেয়ারেও প্লে করতে পারবেন।
সফটওয়্যারটি এখান থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। এখানে এই সফটওয়্যারটির একটি ট্রায়াল ভার্সন দেওয়া আছে। তবে আপনারা এর পুরা সুবিধাই ভোগ করতে পারবেন শুধুমাত্র এদের একটি লোগো জলছাপ আকারে থাকবে।
সফটওয়্যারটি খুবই চমৎকার কাজ করে।
এটা টেকটিউনে আমার প্রথম টিউন। ভালো লাগলে মন্তব্য করবেন আর খারাপ লাগলে দয়া করে হেয় করবেন না। আশা করি আমাকে আরো মজার মজার টিউন লিখতে উৎসাহিত করবেন।
আর হ্যা এই টিউন সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।
এতক্ষণ ধৈর্য সহকারে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি বিডি টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Jessore, Bangladesh.
অনেক ধন্যবাদ। কিছু দিনের মধ্যেই আমার কাজে লাগবে। দেখি এই রকম কোন ফ্রিওয়্যার পাওয়া যায় কিনা।
এরকম একটি সফট মনে মনে খুঁজছিলাম । ধন্যবাদ আপনাকে ।