টরেন্ট থেকে মুভি নামানোর আগে সাবধানতা অবলম্বন করুন।

প্রথমেই বলে রাখি এটা একটা সতর্কতা মূলক টিউন। কেউ প্লিজ রাগ করিয়েন না। কারন আমি নিজেই অনেক রাগান্বিত অবস্থায় আছি। কেন? নিচে একটু পড়ে দেখুন। আমি গত রাতে ঘুমানোর আগে একটি ছবি ডাউনলোড দিয়েছিলাম। সকালে উঠে দেখি ডাউনলোড হয়ে গেছে। মনের আনন্দে তা চালাতে গেলাম। দেখি চালাতে হলে Coral player লাগবে এবং তা 5 সেকেন্ড চলে। মুভিটির নিচে শুধু একটা লিংক ছিল।http://vip.coralplayer.com/ গিয়ে দেখি  ডলার খুজতেছে। কিন্তু আমার কাছে তো ডলার নাই। দিমু কোনখান থেকে। তাই আজকে সারাদিন গুলল থেকে শুরু করে সব চেষ্টা করলাম কিন্তু কোনভাবে ডাউনলোড করতে পারলাম না। এক দু জয়গায় গিয়ে দেখি বলতেছে আমি যেই দেশে আমি এখান থেকে ডাউনলোড করা যাবে না। টেকটিউনস এ অনেক খোজাখুজি করলাম। কয়েকটা সাহায্যের টিউন হয়েছে। নিচে কমেন্টস পড়ে দেখলাম। অনেকে অনেক কথা বলেছে। কিন্তু কেউ এই প্লেয়ারের কোন খোজ দিতে পারল না বা আপলোড করে দিতে পারল না। একজনের কথা মনের মধ্যে এখনও আটকে থাকল। দেখুন নিচে এই মন্তব্যটি----

কোরাল প্লেয়ার বলে কোন প্লেয়ার নেই…… এই ফাইলটি ভুয়া, এই প্লেয়ার ও ভুয়া
তাই আপনি এই ফাইল এর আশা বাদ দেন…….আপনি যদি টাকাও দেন তারপরও অরা প্লেয়ার দিতে পারবে না আমি নিজেও এই প্রব্লেম এ ভুগেছিলাম।যদি সম্ভব হই তাহলে আপনি আবার ফাইলটি অন্য সাইট হতে ডাউনলোড করুন।

এই কমেন্ট দেখে মনে হচ্ছে অনেকে এই প্রব্লেমে ভূগছেন। কেমন লাগে বলুন এবার। তাই এবার আসি সতর্কতায় যাতে করে এইরকম ভিডিও বা মুভি লামানোর আগে বুঝতে পারি যে, এই মুভিটি চালাতে হলে কোরাল প্লেয়ার লাগবে এবং তা নামানো থেকে কিভাবে বিরত থাকব-----

1)প্রথমে আইডিএম খুলুন(কারন আমি আইডিএম দিয়েই টরেন্ট নামাই --সাইফুল ভাইয়ের টিউনটি দেখতে পারেন-https://www.techtunes.io/download/tune-id/75864/)

তারপর নিচের পদ্ধতি অবলম্বন করুন।

মনে রাখবেন--------আপনি আইডিএম দিয়ে ১ থেকে ২ মেগাবাইট ডাউনলোড করবেন

ফাইলটি চালানোর পর যদি দেখেন Coral Player এর এ্যাড বা Coral Player ডাউনলোড করতে বলছে তাহলে দয়া করে ডাউনলোড করিয়েন না। তা না হলে অনেক প্রস্তাতে হবে আমার মত।  আর দয়া করে যদি কারো কাছে থেকে থাকে প্লিজ এটা নিয়ে একটা টিউন করেন বা ডাউনলোড লিংক দেন। আমার মত সবাই উপকৃত হবে।ধন্যবাদ সবাইকে।

Level New

আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo to ……………

Level 0

চরম আকারে ধন্যবাদ

Level 0

breaking down part 1 মুভিটি দুইবার নামিয়েছিলাম আমি। এইভাবে ধরা খাইছিলাম। 🙂 তারপর থেকে টরেন্টে নামানোর আগে ভালভাবে ওখানের কমেন্টেগুলো পড়ে নেই। দেখাযায় অনেকগুলো কমেন্টই করে “FAKE TORRENT, DONT DOWNLOAD” এভাবে। তবে আপনার সিষ্টেমটাও ভাল। ধন্যবাদ।

অনেক ধন্যবাদ।

Level 0

CoralPlayer is a scam. If you go to their web site (which you really have to search for to find a way to get to the page) you will find a link that says that you can “purchase” CoralPlayer for only 95 cents. But if you read the rest of the site you will find that what you are “purchasing” is a 3 day trial. After that you are charged $19.95/month. By “purchasing” it you automatically agree to be billed after 3 days and then monthly after that. It is ludicrous that you would rent a piece of software to do something so simple as play a video and the per month price is what you would expect to pay for the average video player which you then own forever. I have seen reports of some videos claiming to require CoralPlayer to play. Apparently your ordinary player can play the part that says you need CoralPlayer to play the video. What this means is that the makers of CoralPlayer have invented a market for their software. A small portion of the file will play with any player. The rest of the file is presumably in a proprietary format which they created for the sole purpose of distributing videos which you then have to pay them monthly to view. Complete scam, total waste of money.

Level 0

Corel WinDVD নামে একটি পাওয়া যাচ্ছে। এটা দিয়ে কি কাজ হবে?

Level 0

Is there any alternative player for coral player ?
I just want to clarify that coral player is open scam.

How to convert this movie into vlc format?
There’s no such file format known as format, its a hoax.

How to play Coral format?
There is no such known multimedia file that VLC player cannot player.
Conclusion: Delete that file which most probably you downloaded from some torrents site

আমিও এই বিপদে পড়েছিলাম , খুব ভালো পরার্মশ দিয়েছেন।ধন্যবাদ

আমার কখনই এই ধরনের সমস্যায় পড়তে হয়নাই ..
টরেন্ট নামানোর আগে সবসময় ইউজার কমেন্ট পড়ে দেখবেন ..
তাহলেই আর কোন সমস্যা হবে না ..

যে কাজ ১ সেকেন্ডে করা যায় , , সেটা করতে এত কষ্ট করার কি দরকার ??

আমার সারাদিনই টরেন্ট চলতে থাকে ..
{ডাউনলোড + সিড}

Level 0

আমি নিজেও ধরা খাইসিলাম। তবে এত কিছু করতে হয় না। utorrent দিয়ে ডাউনলোড করার শুরুর পর stream এ দিলেই বুঝা জায় coral player না আসল ভিডিও

    পদ্ধতি ঠিক আছে। কিন্তু অনেকে utorrent দিয়ে ডাউনলোড করে না।

আমি ধরা খাইসি আরো ২ বছর আগে।ক্ত যে চেষ্টা করসিলাম।কাজ হয়নি।কিছু দিন আগে আমার চাচাতো ভাই এমন ধরা খাইসে।

Level 0

আপনার নামানো ফাইলটির ফরমেট ও সাইজ কি ছিল জানতে পারলে কোন মুভি ফাইল নামানের আগে সাবধান হতে পারবো৤ ধন্যবাদ

    ভাই আপনার পদ্ধতি এখানে খাটবে না। কারন আমি নামাইছিলাম 705 মে:বা:। avi ফাইল। কোন ফাইল যে এই রকম তা বুঝার জন্য উপরের পদ্ধতি ধরতে হবে। অনেকে বলছেন নামানোর আগে কমেন্ট দেখতে হবে। কিন্তু যখন কমেন্ট থাকবেনা তখন কি করবেন। আমার অনেকে আইডিএম দিয়ে ডাউনলোড করেন তাদের জন্য এই পদ্ধতি ধরতে হবে।

ভাই আমার কাছে corel player with serial আছে কিন্তু আপনেরে দিমু কেমনে ????

    ভাই যেমনে পারেন আপলোড করুন কষ্ট করে। অনেকের দরকার কিন্তু। পারলে টিউন করেন। সবাই উপকৃত হবে। মিডিয়াফায়ার এ ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলে আপলোড করুন। যদি না পারেন তাহলে মেইল করুন[email protected] আমি ছবি আকারে বুঝাইয়া দিব কিভাবে একাউন্ট করতে হয় এবং আপলোড করতে হয়।

ভালা বুদ্ধি