প্রথমেই বলে রাখি এটা একটা সতর্কতা মূলক টিউন। কেউ প্লিজ রাগ করিয়েন না। কারন আমি নিজেই অনেক রাগান্বিত অবস্থায় আছি। কেন? নিচে একটু পড়ে দেখুন। আমি গত রাতে ঘুমানোর আগে একটি ছবি ডাউনলোড দিয়েছিলাম। সকালে উঠে দেখি ডাউনলোড হয়ে গেছে। মনের আনন্দে তা চালাতে গেলাম। দেখি চালাতে হলে Coral player লাগবে এবং তা 5 সেকেন্ড চলে। মুভিটির নিচে শুধু একটা লিংক ছিল।http://vip.coralplayer.com/ গিয়ে দেখি ডলার খুজতেছে। কিন্তু আমার কাছে তো ডলার নাই। দিমু কোনখান থেকে। তাই আজকে সারাদিন গুলল থেকে শুরু করে সব চেষ্টা করলাম কিন্তু কোনভাবে ডাউনলোড করতে পারলাম না। এক দু জয়গায় গিয়ে দেখি বলতেছে আমি যেই দেশে আমি এখান থেকে ডাউনলোড করা যাবে না। টেকটিউনস এ অনেক খোজাখুজি করলাম। কয়েকটা সাহায্যের টিউন হয়েছে। নিচে কমেন্টস পড়ে দেখলাম। অনেকে অনেক কথা বলেছে। কিন্তু কেউ এই প্লেয়ারের কোন খোজ দিতে পারল না বা আপলোড করে দিতে পারল না। একজনের কথা মনের মধ্যে এখনও আটকে থাকল। দেখুন নিচে এই মন্তব্যটি----
কোরাল প্লেয়ার বলে কোন প্লেয়ার নেই…… এই ফাইলটি ভুয়া, এই প্লেয়ার ও ভুয়া
তাই আপনি এই ফাইল এর আশা বাদ দেন…….আপনি যদি টাকাও দেন তারপরও অরা প্লেয়ার দিতে পারবে না আমি নিজেও এই প্রব্লেম এ ভুগেছিলাম।যদি সম্ভব হই তাহলে আপনি আবার ফাইলটি অন্য সাইট হতে ডাউনলোড করুন।
এই কমেন্ট দেখে মনে হচ্ছে অনেকে এই প্রব্লেমে ভূগছেন। কেমন লাগে বলুন এবার। তাই এবার আসি সতর্কতায় যাতে করে এইরকম ভিডিও বা মুভি লামানোর আগে বুঝতে পারি যে, এই মুভিটি চালাতে হলে কোরাল প্লেয়ার লাগবে এবং তা নামানো থেকে কিভাবে বিরত থাকব-----
1)প্রথমে আইডিএম খুলুন(কারন আমি আইডিএম দিয়েই টরেন্ট নামাই --সাইফুল ভাইয়ের টিউনটি দেখতে পারেন-https://www.techtunes.io/download/tune-id/75864/)
তারপর নিচের পদ্ধতি অবলম্বন করুন।
মনে রাখবেন--------আপনি আইডিএম দিয়ে ১ থেকে ২ মেগাবাইট ডাউনলোড করবেন।
ফাইলটি চালানোর পর যদি দেখেন Coral Player এর এ্যাড বা Coral Player ডাউনলোড করতে বলছে তাহলে দয়া করে ডাউনলোড করিয়েন না। তা না হলে অনেক প্রস্তাতে হবে আমার মত। আর দয়া করে যদি কারো কাছে থেকে থাকে প্লিজ এটা নিয়ে একটা টিউন করেন বা ডাউনলোড লিংক দেন। আমার মত সবাই উপকৃত হবে।ধন্যবাদ সবাইকে।
আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo to ……………