আপনার সীমটি কি বাংলালিংক ? তাহলে আজ থেকে আপনি ও হয়ে যান আপনার সীমের কাস্টমার ম্যনেজার।

undefined

বন্ধুগন আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় খুবই ভাল আছি। ইচ্ছা থাকা সত্বেও সময়ের সল্পতার কারনে টিউন লিখতে পারতেছি না। তাই আজ একটু সময় পাওয়ায় আপনাদের জন্য একটি টিউন লিখলাম। জানিনা আপনাদের উপকারে আসবে কি না। যদি উপকারে আসে তবেই আমার এ টিউন লিখা সার্থক হবে। অনেক কথা বলে ফেললাম চলুন শুরু করা যাক। আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলালিংক এর অনলাইন সার্ভিস সিস্টেম।

প্রথমেই আপনাদের বলে দেই কি কি সুবিধা পাবেন এই অনলাইন সার্ভিস টি থেকে

১। ব্যলেন্স দেখতে পারবেন

২। আপনার এফ.এন.এফ দেখতে পারবেন অনলাইনে।

৩। আপনার সীমটি বর্তমানে কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।

৪। আপনার সীমের পিন কোড এবং পাক কোড জানতে পারবেন।

৫। সর্ব শেষ বিশটি ইনকামিং এবং আউটগোয়িং কল দেখতে পারবেন।

৬। সর্ব শেষ ১০টি রিচার্জ কতটাকা করেছেন, কখন করেছেন দেখতে পারবেন।

৭। এফ.এন.এফ নাম্বার এড করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন।

৮। বাংলালিংক এর যে কোন ভ্যালু এডেড সার্ভিস এড এবং রিমোভ করতে পারবেন।

৯। বাংলালিংক এর সার্ভিস সম্পর্কে যে কোন ধরনের অভিযোগ অনলাইনে দিতে পারবেন এবং ২৪ ঘন্টার ভেতরে রিপ্লে পাবেন।

১০। প্রিয়জন সার্ভিস চালু করতে পারবেন।

তাহলে দেখে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন বাংলালিংক এর অনলাইন সার্ভিসটিতে

প্রথমে আপনার বাংলালিংক মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন

Reg

পাঠিয়ে দিন

৯৮৭৬ নাম্বারে

সাথে সাথে ফিরতি sms এ আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।

তার পর নিচের লিংক এ ক্লিক করুন

BanglaLink Online Servic

তার পর নিচের চিত্রের মত Mobile No অপশনে আপনার নাম্বারটি দিন এবং পাসওয়ার্ডটি দিন। এবার Sign In ক্লিক করুন।

undefined

তার পর নিচের মত একটি পেইজ আসবে। আপনাকে আপনার প্রোফাইল হালনাগাদ করতে হবে। * দিয়ে দেখানো ঘর গুলো অবশ্যই পূরণ করতে হবে।

undefined

তার পর দেখুন আপনার কানেকশন ইনফরমেশন

তার পর দেখুন সর্ব শেষ বিশটি আউটগোয়িং এবং ইনকামিং কল লিষ্ট।

তার পর দেখুন সর্বশেষ কতটাকা রিচার্জ করেছেন

এবার Service Request  এ ক্লিক করুন তীর দিয়ে দেখানো Friends and Family তে ক্লিক করুন

তার পর দেখুন আপনার এফ.এন.এফ নাম্বার গুলো। এবং ইচ্ছা করলে নতুন করে এফ.এন.এফ করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন Remove FnF এ ক্লিক করে।

তার পর দেখুন আর কিছু সার্ভিস

undefined

[email protected]

Level 0

আমি বিডিফয়ছল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Foysol Ahmed Dowara Bazar, Sunamgonj.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ

Thank you for good post on the techtunes.io. I hope every banglalink customer enjoy this . i will try to do.

Level 0

মান্থলী চার্জ আছে কোনো?

কাজের টিউন করেছেন।
আচ্ছা প্রিয়জন সার্ভিস কি সবার জন্য প্রযোজ্য? আর এটার সুবিধা কী?

oder ai service tate akhono problem ase,prparly kaz kore na ami bigoto 25 dine jabot 25 ber compline koreo somadhan painai

কাজের জিনিস দিয়েছেন, ধন্যবাদ।

ধন্যবাদ।

এটাতো গ্রামীনে ও আছে।

Level 2

পাসওযার্ডটা পেয়েছি ঠিকই্‌ কিন্তু মোবাইল নং এর ঘরে কোন কিছু লেখা যায়না।

    Level 2

    @Kamrul Cox: লিখতে পেরেছি। অভ্র চালু ছিল।

Level 0

thx apnake so much valo lagse

OK,Fine

Level 0

খুবই উপকারী টিউন

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য দেশে গেলে কাজে লাগতে পারে।

o great
tnk u

Level 0

Thanks a lot

thanks for the tunes

ভাই, রবি এই ধরনের কি কোন অনলাইন সার্ভিস কি আছে? থাকলে তার লিংকটা কি একটু দিবেন?

রবি এই ধরনের কি কোন অনলাইন সার্ভিস কি আছে? থাকলে kindly তার লিংকটা কি একটু দিবেন

good man……..

Level 0

nice post