বন্ধুগন আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় খুবই ভাল আছি। ইচ্ছা থাকা সত্বেও সময়ের সল্পতার কারনে টিউন লিখতে পারতেছি না। তাই আজ একটু সময় পাওয়ায় আপনাদের জন্য একটি টিউন লিখলাম। জানিনা আপনাদের উপকারে আসবে কি না। যদি উপকারে আসে তবেই আমার এ টিউন লিখা সার্থক হবে। অনেক কথা বলে ফেললাম চলুন শুরু করা যাক। আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলালিংক এর অনলাইন সার্ভিস সিস্টেম।
প্রথমেই আপনাদের বলে দেই কি কি সুবিধা পাবেন এই অনলাইন সার্ভিস টি থেকে
১। ব্যলেন্স দেখতে পারবেন
২। আপনার এফ.এন.এফ দেখতে পারবেন অনলাইনে।
৩। আপনার সীমটি বর্তমানে কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।
৪। আপনার সীমের পিন কোড এবং পাক কোড জানতে পারবেন।
৫। সর্ব শেষ বিশটি ইনকামিং এবং আউটগোয়িং কল দেখতে পারবেন।
৬। সর্ব শেষ ১০টি রিচার্জ কতটাকা করেছেন, কখন করেছেন দেখতে পারবেন।
৭। এফ.এন.এফ নাম্বার এড করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন।
৮। বাংলালিংক এর যে কোন ভ্যালু এডেড সার্ভিস এড এবং রিমোভ করতে পারবেন।
৯। বাংলালিংক এর সার্ভিস সম্পর্কে যে কোন ধরনের অভিযোগ অনলাইনে দিতে পারবেন এবং ২৪ ঘন্টার ভেতরে রিপ্লে পাবেন।
১০। প্রিয়জন সার্ভিস চালু করতে পারবেন।
তাহলে দেখে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন বাংলালিংক এর অনলাইন সার্ভিসটিতে
প্রথমে আপনার বাংলালিংক মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন
Reg
পাঠিয়ে দিন
৯৮৭৬ নাম্বারে
সাথে সাথে ফিরতি sms এ আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।
তার পর নিচের লিংক এ ক্লিক করুন
তার পর নিচের চিত্রের মত Mobile No অপশনে আপনার নাম্বারটি দিন এবং পাসওয়ার্ডটি দিন। এবার Sign In ক্লিক করুন।
তার পর নিচের মত একটি পেইজ আসবে। আপনাকে আপনার প্রোফাইল হালনাগাদ করতে হবে। * দিয়ে দেখানো ঘর গুলো অবশ্যই পূরণ করতে হবে।
তার পর দেখুন আপনার কানেকশন ইনফরমেশন
তার পর দেখুন সর্ব শেষ বিশটি আউটগোয়িং এবং ইনকামিং কল লিষ্ট।
তার পর দেখুন সর্বশেষ কতটাকা রিচার্জ করেছেন
এবার Service Request এ ক্লিক করুন তীর দিয়ে দেখানো Friends and Family তে ক্লিক করুন
তার পর দেখুন আপনার এফ.এন.এফ নাম্বার গুলো। এবং ইচ্ছা করলে নতুন করে এফ.এন.এফ করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন Remove FnF এ ক্লিক করে।
তার পর দেখুন আর কিছু সার্ভিস
আমি বিডিফয়ছল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Foysol Ahmed Dowara Bazar, Sunamgonj.
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ