গত কয়েকদিন মেজাজ ভাল ছিল না মটেও। টেকটিউনস এ ঢুকতে পারিনি। যাই হোক সমস্যা তো বুঝতে হবে।তাই ঘাটাঘাটি করে একটা সাইট বের করে ফেললাম। সাইটটির নাম হল Hide my ass....
সার্ভার যতই ডাউন থাকুক না কেন, ওই সাইট এর হোমপেজ এ ঢুকে গুগল.কম এর অ্যাড্রেস সরিয়ে দিয়ে আপনার ব্লক হওয়া সাইট অথবা টেকটিউন (যখন বন্ধ থাকে) তার লিঙ্ক বসিয়ে দিন। কাজ হয়ে যাবে। আর কাজ হলে আমাকে ধন্যবাদ যানাতে ভুলবেন না।
ও ও ও ও ও আর সাইটটির লিঙ্ক হল এখানে।
আমি শাহ্রিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে চাই, শিখতে চাই আর ভালবাসি টেকটিউন কে...
দারুন একটি বিষয় তুলে ধরছেন , কাজ হলে তাজাঁ ফুলের শুভেচ্ছা , না হলে শুকনা……….. 🙂