আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভাল আছেন। এখন অনেকেই নেটবুক ব্যাবহার করে থাকেন। আর নেটবুক গুলো প্রধানত এ্যাটম প্রসেসরেই চলে। প্রায় সব কাজ করা গেলেও ফুল হাই ডেফিনিশন ভিডিও (১০৮০পি) চালাতে গেলেই বাঝে বিপত্তি। Full HD অডিও চললেও ভিডিও থেমে থাকে। তবে এই সীমাবদ্ধতাও দূর করা সম্ভব খুব সহজেই। আর আসুন এবার দেখে নেই কীভাবে করতে হবে এই কাজ। এর জন্য প্রথমেই ডাউনলোড করতে হবে মিডিয়া প্লেয়ার ক্লাসিক হোম সিনেমা এবং কোর এভিসি কোডেক (মুল্য ১২.৯৫ ইউ এস ডলার) তবে এটা বিনামুল্যেই পাচ্ছেন চিন্তার কোনই কারণ নেই।
ডাউনলোড হয়ে গেলে এবার কাজের পালা । প্রথমেই সফ্টওয়্যার দুটি ইন্সটল করে নিন। কোর এভিসি ৩.০.১ ইন্সটল করার সময় Haali Media Splitter আন চেক করুন নিচের স্ক্রীনসট লক্ষ্য করুন।
ইন্সটল হয়ে গেলে স্টার্ট বাটনে ক্লিক করে All Programs থেকে CoreCodec থেকে Configure Core AVC তে ক্লিক করুন। এরপর Deblocking -এ Skip always এবং Deinterlancing - এ None (Weave) বাটন চেক করুন । এবার Ok করে প্রোগ্রাম এক্সিট করুন। নিচের স্ক্রীনসট দেখুন।
এবার HD Video চালানোর জন্য মিডিয়া প্লেয়ার ক্লাসিক হোম সিনেমা কনফিগার করার পালা। Media Player Classic Home Cinema রান করুন। এবার View তে ক্লিক করে Options এ ক্লিক করুন। External Filters এ ক্লিক করুন Add Filters এ ক্লিক করে লিস্ট থেকে Core AVC Video Decoder সিলেক্ট করুন। এবার Output এ ক্লিক করুন এবং Direct Show Video থেকে EVR চেক করে OK করে প্রোগ্রাম এক্সিট করুন। নিচের স্ক্রীনসট গুলো দেখুন।
এবার আপনি যে HD Video (1980x1080 বা তার বেশি রেজুলেশনের) টি চালাতে চান সেটি মিডিয়া প্লেয়ার ক্লাসিক হোম সিনেমা দিয়ে ওপেন করুন আর দেখুন আপনার এ্যাটম প্রসেসর বেইজ্ড নেটবুকেও হাই ডেফিনিশন ভিডিও। উল্লেখ্য আমি বাংলাদেশী দোয়েলে ব্যবহার করে দেখেছি যা ইন্টেল এ্যাটম এন৪৫৫ প্রসেসর চালিত । আজ এ পর্যন্তই। কেমন লাগল এই টিউন জানাতে ভুলবেননা। সবাই কে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@tuner vi apnar namta onek boro tai liklam na, But apnar tune ta amar kase joss lagse so Thank you so much for share……..