লিমিটেড ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য অতি প্রয়োজনীয় একটি Firefox Add-ons.
নাম দেখেই বোঝা যাচ্ছে এটি ওয়েব পেজের Image এবং Flash Content (যেমন: Ads, Video ইত্যাদি) লোড হওয়া বন্ধ রাখবে। চাইলে শুধু Flashও বন্ধ করে রাখতে পারেন। অর্থ্যাৎ Image লোড হবে কিন্তু Flash content লোড হবে না।
এর দুটি সুবিধা, প্রথমত অনেক ব্যান্ডউইথ বেঁচে যাবে এবং পেজ দ্রুত লোড হবে। এটি ইন্সটল করতে প্রয়োজন হবে মজিলা ফায়ারফক্স।
তাহলে দেরি না করে এখনি ইন্সটল করে নিন 24 কিলোবাইটের ছোট্ট এই Add-ons টি।
ইন্সটলেশন:
অনেকেই জানেন কিভাবে Add-ons ইন্সটল করতে হয়। তারপরও নতুনদের জন্য-
১। প্রথমে Mozilla Firefox চালু করে এই পেজ এ চলে যান।
২। এবার Add to Firefox এ ক্লিক করুন।
৩। কয়েক সেকন্ড অপেক্ষা করার পর একটি উইনডো আসবে। সেখানে Install Now এ ক্লিক করুন।
৪। ইন্সটল শেষে Firefox রিস্টার্ট করুন।
বি: দ্র: যারা পুরনো ভার্সন বা Firefox 4 এর আগের ভার্সন যেমন 3.25 ব্যাবহার করেন তারা চলে যান এই পেজ এ
এখান থেকে Version 0.56 ইন্সটল করুন পাশে লেখা Add to Firefox এ ক্লিক করে।
কিভাবে ব্যাবহার করবেন:
ইন্সটলেশন কমপ্লিট হবার পর Firefox চালু করে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করলে নিচের মতো একটি নতুন মেনু "Image and Flash Blocker" দেখতে পাবেন। এর অধীনে থাকা 8 টি সাবমেনু থেকে আপনার পছন্দমত সিলেক্ট করুন।
ছবিতে সিলেক্ট করা আছে Images on, Flash off. অর্থ্যাৎ এখন কোন ওয়েব পেজ এ গেলে ওই পেজ এ থাকা কোন flash content লোড হবে না। Flash content এর জায়গায় এরকম আইকন দেখাবে।
নিচের ওয়েব পেজটি দেখুন।
বি: দ্র: যারা Firefox 3.25 বা তার আগের ভার্সন ব্যবহার করছেন তারা Firefox চালু হলে খেয়াল করুন সবার নিচে ডান পাশে একটি নতুন আইকন দেখা যাচ্ছে। আইকনটির পাশে তীর চিহ্নিত অংশে ক্লিক করলে নিচের মত ৪ টি অপশন দেখাবে। আপনার পছন্দমত অপশন সিলেক্ট করুন।
সবাইকে ধন্যবাদ।
আমি মোঃ আনিসুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন হইছে ।ধইন্না