মাত্র কয়েকলাইনের ব্লগ লিখে ৫০০ এরও বেশী জনপ্রিয় Search Query তে গুগল সার্চে প্রথম ১০ এ – আমার সেরা অনলাইন এসইও

গত কয়েকদিন আগে আমার একটি ব্লগে ভারতের টিভি চ্যানেল স্টার প্লাস এর একটি জনপ্রিয় অনুষ্ঠানের টাইটেল সং নিয়ে মাত্র কয়েকলাইনের ব্লগ লিখে ৫০০ এরও বেশী জনপ্রিয় Search Query তে গুগল সার্চে প্রথম ১০ এ অবস্থান পাই। যা কিনা এযাবত আমার সেরা অনলাইন এসইও ও বটে। আর ভারতের মত একটি দেশর সবচাইতে জনপ্রিয় টিভি চ্যানেল এর জনপ্রিয় শোতে এত ভাল অবস্থানে থাকলে এডসেন্স এর সাফল্য আর বলার প্রয়োজন নাই।

istock_000003986459medium-462x306

আমি গত কয়েকমাস অফলাইন অপটিমাইজেশন এবং মার্কেটিং এর সুফল এতটাই ভোগ করেছি যে অনলাইন অপটিমাইজেশন এর কথা অনেকটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু গত কিছুদিনে অফলাইন অপটিমাইজেশন নিয়ে অনেকেই আপত্তি তুললে এবং সমালোচনা করলে তার থেকে কিছুটা পিছু হটে আসি। এসব অভিজ্ঞতা থেকে দেখলাম আসলে যে আমি অতটা গাধা একেবারে না তা প্রমান করা উচিত তাই আমার দুশতাধিক ব্লগ নিয়ে অপটিমাইজেশনে নেমে পড়লাম (যে কারনে টেকটিউনে অনিয়মিত) এবং সপ্তাহখানেক পড়েই পেতে থাকলাম সাফল্য। তবে এর মধ্য একটি ব্লগের একটি আর্টিকেলের সাফল্য ছিল আকাশচুম্বী। ওই আর্টিকেলে যেসব জনপ্রিয় Search Query তে ভাল করছি তা Star Plus, Perfect Bride (সেই জনপ্রিয় শো) Song, Kailash kher এর সংশ্লিষ্ট তো বোঝাই যায় কতটা জনপ্রিয় কী-ওয়ার্ড। আজ সেটার বিস্তারিত এবং কি তার কারন তাই লিখব। ও কথা বলার আগে প্রমান দিয়ে নেই কারন অনেকের ব্লগে এরকম সাফল্যের কথা শুনলেও বাস্তবে ওইসব ব্লগে তা মন হয় নি। তাই গুগল ওয়েবমাষ্টার থেকে কীওয়ার্ড পজিশন এর একটি স্ক্রীনশট দেই।

untitled

এখন বলি এই সাফল্য এর পেছনে কি কি কারন কাজ করেছেঃ

  • প্রথম যে কারন তা হল এ বিষয়ে লক্ষ লক্ষ সাইট হয়েছে কিন্তু আমি এগুলো হওয়ার কিছুটা আগেই এই ব্লগটি তৈরী করি। মানে সার্চ ইঞ্জিনে আগে ইনডেক্স করতে পারা অন্যতম একটি কারন। তাই যে কোন বিষয় অনেকে শুরু করার একটু আগেই যদি শুরু করা যায় তাহলে এমন সাফল্য নিশ্চিত।
  • এরপর দ্বীতিয় যে কারন তা হল ওই আর্টিকেলের লিংকেই রয়েছে সার্চ কুয়েরি এর গুরুত্বপূর্ণ অংশ। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কারন।
  • আর তৃতীয় কারন টা হল সার্চ কুযেরিতে আসতে পারে এমন প্রতিটি শব্দই আর্টিকেলে দেয়া এমনকি ভুল বানানটিও। তাই প্রতিটি সার্চেই এটি আসায় এর অবস্থান ক্রমেই উন্নতি হয়েছে।
  • এগুলো ঠিক রাখার পর ব্যাবহার করেছি গুগলের এই ট্রিকসটি।
  • ও এছাড়া আরো একটি কারন হল আঞ্চলিক শব্দও উল্লেখ করা।
  • এরপর এডে ক্লিক পাওয়ার অন্যতম কারন হল পাঠককে সন্তুষ্ট করা অর্থাৎ তার প্রত্যাশিত জিনিসটি দেয়া।

টিউনটির সুত্রঃ http://www.earnbd24.co.cc
টিউনটির সুত্রঃ http://www.bdweb7.com

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাকিল ভাই আমি একটা জিনিষ বুঝলাম না ৮৩ এর পর কিভাবে ৮৫ এ গেলেন ।একটু বুঝিয়ে বললে খুশি হব ।

    হাসিব ভাই আসলে আমার একটি আগের করা টিউন এডিটিং এর জন্য ড্রাফট করছিলাম তা কাল এডিটিং শেষ হওয়ার পর প্রকাশ করেছি আগের বিভিন্ন টিউনই মাঝে মাঝে এরকম এডিট করি। আশা করি এবার বুঝতে পেরেছেন।

    শাকিল ভাই আমি এই ব্যাপারটা মামুন ভাই কে বলেছিলাম কিন্তু সে বলেছিল W & C । আমি এটা আগেই অনুমান করেছিলাম কেননা আপনের একটি টিউন দেখেছিলাম যেটা মাত্র ৮ বার পড়া হয়েছিল তাই আর বুঝতে বাকি ছিল না যে এটা পরে প্রকাশ করা হয়েছে । আর ভাই সত্যি কথা বলতে কি আপনের ছবিটা চেন্জ করে খুব ভাল একটা ছবি দেন । এই ছবিতে আপনাকে ভিষন রাগান্বিত মনে হচ্ছে ।

hmm শাকিল ভাই কালকে দেখলাস আপনার টিউন ৮৩ টা আর আজকে দেখি ৮৫ টা বুঝলাম না

    এ সবই হল ট্রিকস। যেমন একদিন দেখবেন হঠাৎ করেই আমার টিউন ১০০ হয়ে যাবে আবার কোনদিন দেখতে পারেন জনপ্রিয় লিস্টে সব আমার টিউন আবার যারা বেশী কথা কইব তাদের ব্লকও করতে পারি। 🙂 ( জাস্ট মজা করলাম)

    শাকিল ভাই আপনি যে ট্রিকস খাটাইতাসেন আমি তা মানবার পারলাম না । আমারে খেপাইয়েন না , খেপাইলে কিন্তু আন্দোলনের ডাক দিমু । তখন কমু এবারের সংগ্রাম আমার প্রথম হবার সংগ্রাম , এবারের সংগ্রাম টেকটিউনসে টিকে থাকার সংগ্রাম ( টিনটিন ভাই ভয় পাইয়েন না মজা করলাম ) । শাকিল ভাই ভয় পাইয়েন না রাতের টিউনের অপেক্ষায় থাকেন ।

Apnar blogsite r address ta diben, plz.

    না ভাই কারন আমি টিউন করেছি সাফল্যগুলোর কারন বলার জন্য ব্লগের প্রচারের জন্য নয় কারন ওখানে সার্চ থেকে অনেক আসছে আর তাছাড়া এখানে লিংক দিলে কিছু লোক তা কপি করা শুরু করবে। ধন্যবাদ আপনাকে।

এটা সত্যি একটি বড় সাফল্য… অভিনন্দন আপনাকে !

Level New

শাকিল ভাইকে কিছু বলার নাই।মন্তব্য থেকে বিরত থাকলাম।
টিউনের একটা লাইন নিয়ে বলি।আমার ক্ষেত্রেও এমনটা হয়।সঠিক বানানের চেয়ে ভুল বানান অনেক এগিয়ে থাকে।

    তবে ভুল বানানে এগিয়ে থেকে লাভ নাই সঠিক বানানে ভাল করতে পারলেই আসল ফল পাওয়া যায়।

Level New

shakil vai.আপনি জি ফোর জিনিয়াস

গুরু আপনারে নিয়া খুব বিপদে আছি। কখন যে কি করেন বোঝা বড় দায়। এই যেমন আমি টেকটিউটনসে ঢুকতে পারছিলাম না। কারণ ঠিকানাটা হলো এমন
একটু শেখান গুরু ধন্য হতাম তাহলে

Level New

দুঃখিত আগের মন্তব্যে মাঝেমধ্যে বা অনেকসময় এই জাতীয় শব্দ ব্যবহার করতে ভুলে গিয়েছি দেখে।
ভুল বানান ইচ্ছে করে লিখে অন্য কেউ সার্চ ইঞ্জিনে ভুল বানান লিখলে আমারটা আগে আসবে এইটা ভেবে কাজ করার চেয়ে সঠিক বানান নিয়ে আগানোটাই অবশ্যই অনেক ভাল।

জটিল…

Sakil saheber tunes jato pori tato valo lage. Thanks

Level 0

sakil bhai ami apnake facebook a request pataisi as sakib dk please ad me..

Level 0

bhai amar to add a link ase na?

ইউ আর গ্রেট!