দুষ্টু মিষ্টি সংবাদ [পর্ব-০৫ ] :: Media Fire বা অন্যকোনো Upload সংস্থা কি আপনার আপলোড করা ফাইল ডিলিট করে দিচ্ছে?

দুষ্টু মিষ্টি সংবাদ

  Media Fire বা অন্যকোনো Upload সংস্থা কি আপনার আপলোড করা ফাইল ডিলিট করে দিচ্ছে' File   Removed for Violation ' -এর কারণ দেখিয়ে ?    আসুন একটা  বোকা বোকা ট্রিকস  শিখি।

ভোরবেলাতে বিছানায় শুয়ে শুয়েই শুনতে পাচ্ছি বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। কম্বলটা গায়ে ভালো করে জড়িয়ে আবার ঘুমিয়ে পড়লাম।

ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়ায় ঘুম থেকে উঠতে একটু দেরী হয়ে গেল। ঘুম থেকে উঠেই আমার গরম গরম চা চাই। না হলে মাথাটা গরম হয়ে যায়। তাই বাড়ির সকলে এ বষয়ে খুব সচেতন।

ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়েই গরম গরম চা পেলাম। গরম চায়ে চুমুক দিয়ে মেজাজটা ফুরফুরে হয়ে গেল।

বারান্দায় বেরিয়ে দেখি আমার মেজাজটা ফুরফুরে হলেও আকাশের মেজাজটা খুব খারাপ আছে। অবিশ্রান্ত ঝরেই চলেছে। ঠিক করে ফেললাম স্কুলে আজ যাব না।

স্বাতীকে জানিয়ে দিলাম আজ স্কুলে যাচ্ছি না। ও ওঠে অনেক সকালে। স্কুলে যাবার জন্য রান্নাবান্না গোছগাছ করতে হয়। আজও খুব সকালেই উঠেছে। তারপর আকাশের অবস্থা দেখে স্কুলে যাবার পরিকল্পনা ত্যাগ করেছে। ওকে দুটো নদী নৌকায় পেরোতে হয়। এসব সময়ে নদী উত্তাল হয়ে ওঠে। তারপর ও আবার সাঁতার পারে না।

দোতলায় গেলাম। গিয়ে দেখি দুষ্টু কী একটা বই পড়ছে। এত মন দিয়ে পড়ছে যে তাতে বুঝতে পারলাম পড়ার বই নয়। জিজ্ঞাসা করলাম –কী পড়ছিস রে ?

- আরব্য-রজনী । মানে হিন্দিতে যাকে বলে আলিফ-লায়লা। –দুষ্টু বলল।

- পড়ার বই বাদ দিয়ে গল্পের বই পড়ছিস !

- ইস্ , ভোরবেলা উঠেছি। পড়া কমপ্লিট করে তবে পড়ছি।

ওরা খুব ভোরবেলাতে উঠে পড়তে বসে এটা আমি জানি। ওকে আর ডিসটার্ব করলাম না।

নেট ওপেন করলাম। কিছু Pro software মানে টাকা দিয়ে কিনতে হয় এমন কিছু software ডাউনলোড করব ভাবলাম। সব software তো পয়সা দিয়ে কেনা সম্ভব নয়। সেই হিসাবে আমিও চোর। কি আর করা যাবে ? চোরেরাও তো চুরি করে জীবন বাঁচিয়ে রাখে।

খুঁজে খুঁজে মিডিয়াফায়ারের কয়েকটা লিঙ্ক পেলাম। একটা লিঙ্ক খুললাম। ডাউনলোডের জন্য দিলাম। বসে আছি , ভাবছি ডাউনলোড ম্যানেজারে খুলে যাবে। খুলল না। ভালো করে তাকিয়ে দেখি কী একটা মেসেজ দিয়েছে। পড়লাম - টার্মস & কন্ডিশন ভঙ্গের জন্য ফাইলটা ডিলিট করে দেওয়া হয়েছে। আরও কয়েকটা খুললাম। একই অবস্থা। Hot file , File serve এর কয়েকটা লিঙ্ক ধরেও চেষ্টা করে দেখলাম। না , সবাই দেখায় টার্মস , কন্ডিশন ভঙ্গের জন্য অপসারণ।

- শুনছিস দুষ্টু , এদিকে আয় না একটু। – দুষ্টুকে ডাকলাম।

কোনো সাঁড়া নেই। তাকিয়ে দেখি খুব মন দিয়ে ও আরব্যরজনী পড়ছে। আবার ডাকলাম। অনেক অনিচ্ছা নিয়ে ও এল। দেখলাম মন ওর ও দিকে।
বললাম--টার্মস & কন্ডিশন ভঙ্গের জন্য মিডিয়াফায়ার বা হটফাইল বা ফাইলসার্ভ কিছু ফাইল ডিলিট করে দিয়েছে , ও গুলো কি অন্যভাবে ডাউনলোড করা যাবে ?

- ওটা যখন ডিলিটই করে দিয়েছে , তখন  ওটা ডাউনলোড করা যাবে কী করে ! ডাউনলোড করা যাবে না।

- ইস্ , আমার খুব দরকার ছিলরে জিনিসটা ! আচ্ছা ওদের ডিলিট করে দেওয়াটা আটকানো যায় না দুষ্টু।

- দেখ আলাদিন যখন গরীব ছিল তখন ঐ বাদশার দরবারে আলাদিনকে কিন্তু কেউ ঢুকতেই দিতে চাইছিল না। তখন প্রদীপের ঐ জিন কী করেছিল বলতো ?

সেই কবে আরব্য-রজনী পড়েছি ছেলেবেলায় ; অত মনে থাকে নাকি ! মাথা নাড়লাম-জানি না।

- ঐ জিন আলাদিনকে একটা রাজপ্রাসাদ বানিয়ে দিল। আর আলাদিনকে এক বাদশার সাজে সাজিয়ে দিল।

- আমি তোকে একটা সমস্যার কথা বলছি , আর তুই আমাকে আলিফ-লায়লার গল্প শোনাচ্ছিস। বুঝতে পেরেছি তোর মন ঐ দিকে রয়েছে ; যা তুই গিয়ে ওটাই পড়। –খানিকটা বিরক্তি নিয়ে আমি বললাম।

দুষ্টু আমার বিরক্তি বুঝতে পারল। খানিকটা মিনতি করেই বলল -শোনো না বাবা। ঐ জিন আলাদিনকে বাদশার সাজে সাজিয়ে দিল। এটাকে আধুনিক ভাবে দেখলে কী বলতে পারি বলতো ?

চুপ করে রইলাম।

দুষ্টু আবার বলল -ওটাকে বলতে পারি জিন আলাদিনকে ছদ্মবেশ পরিয়ে দিল। টার্মস & কন্ডিশন ভঙ্গ করতে পারে এমন software তুমি যখন আপলোড করবে অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য , তখন তুমিও তোমার software গুলোকে ছদ্মবেশ পরিয়ে দাও।

বললাম -বুঝতে পারলাম নাতো !

- বুঝতে পারলে না  ?  তাহলে আরও পরিষ্কার করে বলি। তোমার যে ফাইল তুমি আপলোড করবে অথচ ভাবছ টার্মস –কন্ডিশন ভাঙার দায়ে তোমার ঐ ফাইল আপলোড সংস্থা ডিলিট করে দেবে সেটাকে তুমি তোমার বোঝার মতো করে Rename করে দাও। যাদের সঙ্গে তুমি এটা শেয়ার করছ তাদের বলে দাও যে নাম অন্যরকম দেওয়া থাকলেও চিন্তার কিছু নেই। যেমন আমি তোমার Internet Download Manager আপলোড করার সময়ে ওটার নাম করে দিয়েছিলাম ‘Ma.Do.In’ মানে Internet Download Manager টাকে উল্টোপাল্টা করে নিয়েছিলাম যাতে তুমি বুঝতে পারো ওটা কোন ফাইল । আপলোড সংস্থা যাতে বুঝতে না পারে কোন ফাইল বা সফটওয়্যার । আর বুঝতে বা ধরতে না পারলে ডিলিট করে দেবারও কোনো ব্যাপার নেই । অনেকটা যুদ্ধের সময় ক্যামেফ্লেজ করার মতো । শত্রুর চোখকে ফাঁকি দেওয়া আর কি !

- এতেই হয়ে যাবে ? তোরা এটা করে দেখেছিস ?

- করে দেখেছি বলেই তো তোমাকে বললাম । যদিও জানিনা এই ট্রিকসটা কতদিন কাজ করবে । তবে কাজ না করারও কোনো কারণ আপাতত দেখছি না ।
এরপর একটু চুপ করে দুষ্টু জিজ্ঞাসা করল- আচ্ছা বাবা আমি কি তবে গিয়ে এখন আরব্য-রজনীটা পড়তে পারি ?

বললাম - হ্যাঁ , যা । আর হ্যাঁ শোন , ভালো করে পড়বি আমি তোর কাছে পরে গল্পগুলো শুনবো কিন্তু।

Level 2

আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন! ধন্যবাদ।

[ অফটপিক: আপনার ঠিক আগের টিউন অর্থাৎ নজরুল সংগীত ডাউনলোডের টিউনে অনেকের কমেন্টের জবাব দেননি। আশা করি সবার কমেন্টের রিপ্লাই দেবেন। ধন্যবাদ। ]

চমৎকার টিউন ধন্যবাদ।

Level New

ভাই সত্যি কথা বলতে একটা কথা বলি। আপনি যেভাবে টিউন করেন তা কিন্তু অনেকেরই পছন্দ হয় না। তার কারন্ আমরা বাঙালি আমারা ঘুরাই পেচাই পছন্দ করি না। কিন্তু করতে বেশি পছন্দ করি। আপনার টিউনে অতিরিক্ত ঘুরান পেচান। টিপস দিবেন তো সোজা সুজি দেন। এত ঘুরান পেচান কেন?

    @jobayerassal: jobayerassal ভাই ,

    আপনার কথার সত্যিই যুক্তি আছে।

    কিন্তু সকলের Attitude বা দৃষ্টিভঙ্গি কি কখনো এক হবে ? হতে পারে ? তাহলে সবাইতো হয় ডাক্তার হত বা হয় ইঞ্জিনিয়ার বা শুধু শিক্ষক বা একরকমই হতে পারত।

    আমি মনে করিনা আমাদের জীবনটা কেবল যান্ত্রিক। আমার জীবনে যেভাবে টেকনোলজি জড়িয়ে আছে আমি তাকেই তুলে ধরার চেষ্টা করেছি । হয়তো সফল হইনি।
    আচ্ছা বলুনতো অনেকেই আমরা প্রেমে পড়ি।কেউ হয়তো সরাসরি বলে দেয় – আমি তোমাকে ভালোবাসি । আবার কেউ বান্ধবীর জন্য তার অনুপস্থিতির দিনের ক্লাসনোটের খাতা বাড়িতে পৌঁছে দিই। বোঝাতে চাই ভালোবাসার কথা। আবার কেউ হয়তো বলব বলব করে বলেই উঠতে পারি না। মনেই রেখে দিই মনের গোপন কথা। আপনি কী এটাকে বলতে পারবেন

    আমরা বাঙালি আমারা ঘুরাই পেচাই পছন্দ করি না।

    আমার এক অতি প্রিয় টিউনার অপু পশ্চিমবাংলার একটি টিউনের কিছুটা অংশ তাকে না জানিয়েই ব্যবহার করলাম ( অপু ভাই, প্লিজ মার্জনা করে দেবেন।)

    আরো একজন বিখ্যাত মনস্ত্বত্ববিদ –হলেন শিব খেরা , তার বলা একটি মজার গল্প এখানে শেয়ার করলে বিষয়টি আরো পরিষ্কার হবে, গল্পটি হল –

    একদিন এক পথচারী দেখলেন তিনজন লোক ইট দিয়ে কি যেন একট তৈরী করছে , তার খুব কৌতুহল হল, সে প্রত্যকের কাছে আলাদ আলাদা ভাবে জানতে চাইল “ভাই তুমি কি করছ?”-

    প্রথম জন উত্তর দিল –“ দেখছ না আমি ইঁটের পরে ইঁট সাজাচ্ছি।”

    দ্বিতীয় জন উত্তর দিল –“আমি আমার জীবিকা নির্বাহ করছি”

    তৃতীয় জন উত্তর দিল –“আমি একটা সুন্দর ইমারত তৈরী করছি”

    তাহলে দেখা গেল একই কাজ প্রত্যকে করছেন কিন্তু এক একজনের দৃষ্টিভঙ্গী এক এক রকম।এবং এই দৃষ্টিভঙ্গী ই তাদের মধ্যে তফাৎ গড়ে দেয়।
    ATTITUDE IS EVERYTHING
    Change Your Attitude …
    And You Change Your Life ! ! !

    পারলে একটু তাঁর এই টিউনটা একটু পড়বেন। ********* এখান থেকে।************  

     

    আমার প্রেরণা আপনি , আপনার মতো অনেক টিউনাররা । আমি টেকনোলোজির কিছুই জানিনা । শুধু আপনাদের সাথে থাকতে চাই , আপনাদের পাশে পেতে চাই বলেই টিউন করেছিলাম।

    কষ্ট করে এই ইতিহাস পড়ার জন্য ধন্যবাদ।

    আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

    অনেক ভালোবাসা নেবেন।

      Level New

      ভাই আমি জানিনা আপনি কিভাবে পারেন।তবে আমি আপনার প্রশংসা করি।একটা কথা বলি আপনাকে, সেটা হল আমার সবাই অনেক ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে আমরা টেকটিউনস আসি সবসময়। এখানে সবাই টিউন করি বা দেখি। এই অল্প সময়ে যদি এত ছোট টিপস টা পড়তে অনেক সময়ের দরকার হয় তাহলে অনেক সমস্য। এতে করে দেখা যায় যে অনেকে আপনার টিউনগুলো পড়ে না বা অর্ধেক পড়ে রেখে দেয়। অনেকে মনে মনে বলে ফালতু। কিন্তু আমি আপনার সবগুলো টিউন দেখেছি। অনেক ভাল হয়েছে। আপনি অনেক দরকারি বিষয় তুলে ধরেছেন। তবে বিষয়টা হল আপনি আমাদের জন্য টিউনগুলো একটু সহজ করে যদি করেন তাহলে সবাই একটু উপক্রিত হব।ধন্যবাদ আপনাকে।

    @jobayerassal:

    এই অল্প সময়ে যদি এত ছোট টিপস টা পড়তে অনেক সময়ের দরকার হয় তাহলে অনেক সমস্য।

    বন্ধু , আমি কিন্তু মূল টিপস বা ট্রিকসের জায়গাটাকে নিচের মতো করেই চিহ্নিত করে দিয়েছিলাম-

    – বুঝতে পারলে না ?  তাহলে আরও পরিষ্কার করে বলি। তোমার যে ফাইল তুমি আপলোড করবে অথচ ভাবছ টার্মস –কন্ডিশন ভাঙার দায়ে তোমার ঐ ফাইল আপলোড সংস্থা ডিলিট করে দেবে সেটাকে তুমি তোমার বোঝার মতো করে Rename করে দাও। যাদের সঙ্গে তুমি এটা শেয়ার করছ তাদের বলে দাও যে নাম অন্যরকম দেওয়া থাকলেও চিন্তার কিছু নেই। যেমন আমি তোমার Internet Download Manager আপলোড করার সময়ে ওটার নাম করে দিয়েছিলাম ‘Ma.Do.In’ মানে Internet Download Manager টাকে উল্টোপাল্টা করে নিয়েছিলাম যাতে তুমি বুঝতে পারো ওটা কোন ফাইল । আপলোড সংস্থা যাতে বুঝতে না পারে কোন ফাইল বা সফটওয়্যার । আর বুঝতে বা ধরতে না পারলে ডিলিট করে দেবারও কোনো ব্যাপার নেই । অনেকটা যুদ্ধের সময় ক্যামেফ্লেজ করার মতো । শত্রুর চোখকে ফাঁকি দেওয়া আর কি !

     

    ধন্যবাদ।

    ভালো থাকবেন।

Level 2

খুবই সুন্দর টিউন, আগের মতো ।

Level 0

amar mote prottek tuner er tune korar alada alada dhoron hoy, ebong hoa uchit o. apni apnar moto korei tune korun. amra pasei achi… 🙂

Level 0

Apni sobar cheye byatikrom…Ei jonno aponake sadhubad janai..Egiye Cholun, amra achi aponar sathe……..

    @subratarmc: আমিও আপনাদের সাথেই থাকতে চাই।

    আমি ব্যতিক্রম নই। আসলে যুগটাই কেমন যেন ইঁদুর দৌড়ের ব্যতিক্রমী প্রতিযোগিতায় নেমেছে। আমি সেই প্রতিযোতগিতায় অংশ নিতে চাইনি।

    অনেক ভালো থাকবেন। 😀

Level 0

can u tell if i upload a free version without crack/ keygen. then ll it be deleted or not? ple ans.