টিউনার বন্ধুরা কেমন আছেন সবাই ? আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ২য় টিউন । এই টিউনটা একটু মজাদার ।
আমরা সবসময় আমাদের বন্ধুদের সাথে মজা করে থাকি আর এই মজার মাত্রা টা আরও একটু বাড়ানোর জন্য এই টিউন । এর মাধ্যমে আপনার বন্ধকে একটু হলে ও কাঁদাতে পারবেন ।
এই টিউনে আপনাদের শেখাবো
নোটপ্যাড ব্যবহার করে কীভাবে একটি ফেক ভাইরাস ফাইল তৈরী করা যায় ।
চলুন শুরু করি,,,,
*.প্রথমে নিচের কমান্ডটি কপি করে নোটপ্যাডে নিন
@echo off msg * Warning!!! All your computer data will be deleted within 5 minutes. System32 crashed. To save your files from deletion immediately press the OK button. shutdown -r -t 20 -c
"Sorry!!! Cannot abort the deletion process. The files have already been deleted..."
*.এবার আপনার পছন্দ মতো যেকোন নাম দিয়ে .bat এই ফরমেটে সেভ করুন ।
যেমন: games.bat
আসুন আগে দেখে এই ফেক ভাইরাসের কার্যকারিতা । আমি আগেই বলেছি এটা মজা করার জন্য তাই এটার কোনো খারাপ দিক নেই ।আর যখন কেউ এই ভাইরাস ফাইলটি ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করবে তখন সে এমন একটি বার্তা দেখতে পাবে যে "তার পিসির সব ডাটা ৫ মিনিটের মধ্যে ডিলিট হয়ে যাবে আর সে যদি এটা বন্ধ করতে চায় তাহলে OK বাটনে ক্লিক করতে । আবার সাথে সাথে এটাও দেখাবে যে এই কাজ বন্ধ করা যাবেনা তার পিসির সব ডাটা মুছে ফেলা হয়েছে ।এবং নির্ধারিত সময়ে পিসি আবার পুনরায় চালু হবে"
*.যেহেতু এখানে আমি ভ্যালু ২০ সেকেন্ড দিয়েছি তার মানে আপনার পিসি ২০ সেকেন্ড পর পুনরায় চালু হবে । আপনি চাইলে এটা পরিবর্তন করে দিতে পারেন এবং ম্যাসেজটি ও পরিবর্তন করতে পারবেন ।
তো আরকি ভাইরাস ফাইলটি তৈরী করুন আর আপনার বন্ধুর পিসিতে দিয়ে দিন । এমন নাম দিয়ে সেভ করুন যাতে সে ক্লিক করতে বাধ্য হয় । আর যখন ক্লিক করবে তখন আর কি মজা লন ।
এই ভাইরাসটি আপনার সিস্টেমের জন্য মোটেও ক্ষতিকর নয় । রিস্টার্ট নেবার পর আবার ঠিকমতোই আপনার কম্পিটার কাজ করবে ।তাই চিন্তার কিছু নেই । সবাই ভালো থাকবেন ।
আমি ইমরান হোসেন নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান । ইন্টারমিডিয়েট ২য় বর্ষের বাণিজ্য বিভাগের ছাএ । নতুন নতুন প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালো লাগে । আমি ভালবাসি শিখতে এবং শেখাতে । শেখাতে চাই সৃজনশীল কিছু । আছি ফেইসবুকে ভালো লাগলে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন । http://www.facebook.com/ihn.imran
BHALOI, SIMPLE PROGRAM, ETA R O R 1 BHABE KORA JAYE
right click on desktop –> new –> shortcut –> type the location of item –> shutdown.exe -s -t 20 -c “message” –> ei message er jaygate Sorry!!! Cannot abort the deletion process. The files have already been deleted… ei lekhata dite paren aar “” ei quotes ta deben, diye nijer pochondo moto naam diye save korun
eta .exe extension e hoy bole subidha ++++ apni properties e giye etar icon change korte parben