টেকটিউনস সার্চ করে আমি একটা টিউন পেলাম যে পদ্ধতি অনুসরণ সকলের জন্য সহজ নয়। তাই আমার এই টিউন। আশা করি সকলের ভালো লাগবে।
এটি বেশি প্রয়োজন পরে যখন কারো CD/DVD Drive নষ্ট থাকে। অথবা কারো Laptop এর DVD Drive যদি নষ্ট থাকে, তখন তার কষ্টের আর সীমা থাকে না। আশা করে তাদের এই পদ্ধতি খুবই উপকারে দিবে।
আসুন শিখেনি এই সহজ পদ্ধতিটি...
এইখানে ক্লিক করে ছোট একটা সফটওয়ার নামিয়ে নিতে হবে প্রথমেই।
Zip করা File টির উপর Right Button Click করে Extract All... এ Click করার পর Next>Next>Finish এ Click করে Unzip করে নিন।
কাজ অর্ধেক শেষ। এখন নিচের চিত্র অনুসারে কাজ করুন...
Step-1:
Step-2,3:
Step-4:
শেষ!!
এখন BIOS এ গিয়ে Boot From USB select করে PenDrive থেকে SETUP করুন Windows.
যারা PC servicing এর সাথে যুক্ত তারা ওই PenDrive এ প্রয়োজনীয় সকল Software রেখে তৈরী করতে পারেন "One PC One Super PenDirve" যেখানে পুরো CD Album বহন করার থেকে ওই ছোট PenDrive বহন করা খুব সহজ ও জামেলা মুক্ত এবং একটা 4.7GB DVD Disk থেকেও বেশি Data ধারণ যোগ্য ও সহজে সুবিধা মত Software বহনযোগ্য।
ধন্যবাদ।
আমি InTroverT MoaJJem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং এর জগতে একজন অতি নগন্য ব্লগার। সপ্ন দেখি একদিন বড় ব্লগার হওয়ার। সবসময় যেকোনো বিষয়ের উপর কোনো টিউটোরিয়াল লিখতে ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারি। আমার সাথে ফেবুতে যোগাযোগ রাখতে কানেক্ট হোন www.facebook.com/moazzamhossainm
চমতকার টিউন ! আসলেই কাজ হবে কি ?