আমরা অনেক আর্থিক লেনদেনের তথ্য ইমেইল করে থাকি। যেমন- ক্রেডিট কার্ড নাম্বার, ব্যাংক একাউন্ট নাম্বার ইত্যাদি। খোদা না করুক, এই তথ্য যদি কোন হ্যাকারের হাতে পরে তাহলে আপনার একাউন্ট খালি হতে ২ মিনিটও লাগবে না। ইমেইল স্নিফিং এর দ্বারা এটা করা যায়।
এর হাত থেকে বাঁচতে আপনার ইমেইল গুলোকে পাসওয়ার্ড প্রটেক্ট করে পাঠান। লকবিন আপনাকে সেই সুযোগ দিচ্ছে। আসুন দেখি কিভাবেঃ
১. এখানে যান।
২. ফরমটি আপনার গোপন পাসওয়ার্ড দিয়ে পূরণ করুন
৩. টেক্সট ফিল্ডে আপনার মেসেজ লিখুন। চাইলে ফাইল এটাচ ও করতে পারবেন।
৪. কেপচা এন্টার করুন আর "accept" বক্সে টিক দিন
৫. Submit বাটন চাপুন
৬. এবার আপনি সুধু আপনার পাসওয়ার্ড টি রিসিভার কে জানিয়ে দিন। রিসিভার ইমেইল পড়তে চাইলে নিচের মত পপ-আপ মেনু আসবে, তাতে আপনার দেয়া পাসওয়ার্ড দিলে সে মেইল পড়তে পারবে।
আরও কিছু টিউনঃ
১. s60 ফোনের ফন্ট creator
২. opera mini ব্রাউজারে বাংলা পড়ুন
৩. XP এর জন্য Win7 থীম
৪. কিছু বই
৫. সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।
৬. মোবাইলের দরকারি জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার কম্পিউটারে
৭. ভুলে যান ইন্টারনট ডাউনলোড ম্যানেজারের রেজিস্ট্রেশন এর কথা। রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন ব্যবহার করুন।
৮. তৈরি করুন আপনার নিজের পছন্দের রান কমান্ড
৯. আনুমতি ছাড়া আর কেউ কম্পিউটারের ইউ এস বি পোর্ট কোন কাজে ব্যবহার করতে পারবে না! আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন।
১০. মাউস ক্লিক করে অন করুন আপনার কম্পিউটার
১১. গুগলে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করুন আপনার ছবি
১২.বাড়তি সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভের আটোরান বন্ধ করুন
১৩.ফায়ার ফক্সে সেভ করা আপনর সকল একাউন্ট পাসওয়ার্ড এর ব্যাকআপ রাখুন আপনার কম্পিউটারে
চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।
ধন্যবাদ।
আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
lock bin ja information hack korba na tar garanty asa ki?