আসসালামুআলাইকুম ! সবাই কেমন আছেন? ।এটা আমার প্রথম টিউন । অনেক ভেবে টিউনটা করলাম । আমার টিউনটি ফেইসবুক নিয়ে ।ফেইসবুক নিয়ে ২টা টিপস শেয়ার করবো আজ ।
আমাদের সবার ই একটা ফেইসবুক আইডি আছে । টাইমলাইনের পর ফেইসবুকে এবার যুক্ত হয়েছে subscription বাটন কিন্তু সবার আইডিতে এটা যোগ হয়নি । আর এই বাটনের কি সুবিধা তা আমরা প্রায় সবাই জানি ।
যেহেতু সবার আইডিতে এই বাটনটি যোগ হয়নি তাই আজ আমি আপনাদের শিখাবো কিভাবে অতি সহজে আপনার আইডিতে এই বাটনটি যোগ করবেন ।
টিপস-০১
আগেই বলে রাখি এই বাটনটি পেতে হলে আপনার বয়স ১৮+ হতে হবে (এটা আবার ঐ ১৮+ না)।
*.প্রথমে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ফেইসবুকে লগইন করুন ।
*.তারপর একটি নতুন ট্যাব খুলুন এবং এই লিংকে প্রবেশ করুন
https://www.facebook.com/about/subscribe
*.এবার আপনি পৌঁছে যাবেন subscription সেটিংসে । এবার সিলেক্ট করে নিন আপনি কি কি আপডেট সবার সাথে শেয়ার করতে চান ।
*. এরপর পেজের নিচে দেখবেন লেখা আছে Allow Subscribers । এখান থেকে ক্লিক করুন !
*. এরপর একটি নিউ পেজে আসবে এখানে আপনি আপনের সেটিংসগুলো পেয়ে যাবেন । এখানে থাকবে এটা বন্ধ করার অপশন , কারা কমেন্ট করতে পারবে এবং কাদের নোটিফিকেশন আপনি চান ।যেহতু আপনি subscription button enable করবেন তাই এটাকে Everyone টিক দিযে সেভ করুন ।
*.ব্যাস অপনার কাজে শেষ । আপনার আইডিতে যোগ হয়ে গেল subscription বাটন ।
এবার যে আপনাকে Frnd request পাঠাবে সে অটোমেটিকভাবে subscribe হযে যাবে !
ওহ একটা কথা কিভাবে এই subscriber থেকে স্টাটাস হাইড ও শেয়ার করবেন করবেন ?
এটা সবার ই জানে তাও বলছি
স্টাটাস শেয়ার সময় দেখবেন শেয়ার বাটনের পাশে লেখা আছে Public এটাতে ক্লিক করুন । ক্লিক করার পর দেখবেন যে এইরকম লিস্ট দেখাচ্ছে friends/friends of friends/custom/only me/or list । Subscribers দের সাথে শেয়ার করার জন্য এটাকে Public করে দিন ।
টিপস-০২
কিভাবে মাএ এক ক্লিকে Timeline পাবেন ?
Timeline কি? কেমন? কি এর সূবিধা ?তা এখন আর কারও অজানা নয় । আমরা অনেকেই এখন টাইমলাইন ব্যবহার করছি ।প্রথম যখন ফেইসবুক এই সুবিধাটি চালু করে তখন অনেক কষ্ট করে এটি চালু করতে হয়েছিল ।এখন আর কোনো ঝামেলা নেই । তবুও দেখি অনেকেই এখনো আগের সেই সাধারন প্রোফাইল এ আছেন । আর তাদের জন্য এই টিপসটি ।এখন মাএ ১ ক্লিকে আপনি সুবিধা পাবেন এমন কি আপনার মোবাইল দিয়েও।
চলুন দেখা যাক
*.প্রথমে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ফেইসবুকে লগইন করুন ।
*তারপর নিচের লিংকে ক্লিক করুন http://www.facebook.com/about/timeline
*.এবার টাইমলাইনের একটি পেজ ওপেন হবে । খেয়াল করুন পেজের একেবারে নিচে লেখা আছে Get It Now এখানে ক্লিক করুন । হয়ে টাইমলাইন চালু এবং সরাসরি আপনার প্রোফাইল পেজে চলে যাবে ।
*. এবার দেখবেন নিচের মত একটি ম্যাসেজ দেখাচ্ছে
Welcome to Your Timeline (7-Day Preview)
Only you can see your timeline during your 7-day preview. This gives you a chance to:
1. Review what's on your timeline now, and add or hide whatever you want.
2. Click Publish Now or wait until your timeline goes live on January 15.
এবং Publish now-take a tour.
এখান থেকে Publish now এ ক্লিক করুন । কাজে শেষ এবং টাইমলাইনের মজা লন ।
এটা আমার প্রথম টিউন তাই কোথাও কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন ।
আমি ইমরান হোসেন নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান । ইন্টারমিডিয়েট ২য় বর্ষের বাণিজ্য বিভাগের ছাএ । নতুন নতুন প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালো লাগে । আমি ভালবাসি শিখতে এবং শেখাতে । শেখাতে চাই সৃজনশীল কিছু । আছি ফেইসবুকে ভালো লাগলে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন । http://www.facebook.com/ihn.imran
Timeline ভাই ভাল লাগে না……