টেকটিউনে আমার কয়েকজন বন্ধুর কিছু অনুরোধের ও সমস্যার সমাধান নিয়ে এই টিউনটি করব।
কয়েকদিন ধরে শান্ত (ডিজিটাল ম্যান) কে দেখলাম এইচটিএমএল ও ওয়েবপেজ ডিজাইন এর বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট ও টিউন করছে। তার মত যারা এই সমস্যায় আছে তার খুব সহজেই নিচের লিংক থকে ইবুকটি ডাউনলোড করে মাত্র ৭ দিনে এ বিষয়ে শিখতে পারেন।
[CSSBUTTON target="http://bdweb7.com/WebDesignin7Days.pdf"]ডাউনলোড[/CSSBUTTON]
লোটাসকে আমি একটা এডসেন্স বিষয়ক নোট দেয়ার পর অনেকেই সেটা চেয়েছিল তাই সকলের জন্য নিচের লিংক দিলাম সেই এডসেন্স বিষয়ক নোটটির। এটা আমি ইন্টারনেটে পেয়েছি। এটা সামহোয়্যরের ত্রিভূজ ভইয়ার লেখা।
[CSSBUTTON target="http://bdweb7.com/NewMicrosoftWordDocument.doc"]ডাউনলোড[/CSSBUTTON]
এরপর অনেকেই আমার কাছে জানিয়েছে যে ব্লগস্পট থেকে এডসেন্স একটিভ করতে পারছে না। এডসেন্স এর ফরম পূরণ করলে বলে ইনভ্যালিড পেজ। আসলে ব্লগস্পটের জন্য ব্লগস্পটের ভেতর থেকেই এডসেন্স একটিভ করতে হয়। লেআউট থেকে নিচের ছবিতে দেখানো লিংকে গিয়ে এডসেন্স একটিভ করতে পারবেন ব্লগস্পট থেকে।
আবার অনেকেই এডসেন্স এর জন্য এপ্লাই করলেও এডসেন্স এপ্রুভ হচ্ছে না। যেমনঃ মামুন। তো এর পেছনে মূলত কারন হল পেজ টাইপ, ভিজিটর নয়। পেজ টাইপ এর যে কারনে এডসেন্স এপ্রুভ হয় না তার দুটি কারন মূলত একটি হল কনটেন্ট বাংলাতে আর অন্যটি হল অনেকেই এমন টেমপ্লেট ব্যাবহার করে যা ব্লগারের টার্মস এর পরিপন্থী তাই এপ্রুভ হয় না। এজন্য যে কাজটি করতে পারেন তাহল কনটেন্ট বাংলাতে দেয়া বা টেমপ্লেট ব্যাবহার এডসেন্স এপ্রুভ হবার পর করা। আর টেমপ্লেট ব্যাবহার করা খুব জরুরী নয় কারন সার্চে এর কোন মূল্য নেই।
আরেকটা সমস্যা হচ্ছে এডসেন্স ফরম পূরন করার সময় নামের মাঝে ডট বিশষ করে MD এরপর ডট দিলে এডসেন্স ইনভ্যালিড বলে। এটা কোন সমস্যা নয় ডট ছাড়াই ফরম পূরন করতে পারেন আর ব্যাংকে চেক ভাঙানোর সময়ও তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিন। আশা করি এই ডট নিয়ে বড় কোন কোন সমস্যা হবে না।
টিউনটির সুত্রঃ http://www.earnbd24.co.cc
টিউনটির সুত্রঃ http://www.bdweb7.com
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরে শাকিল ভাই এই জ্বালায় এখনও জ্বলতেছি