আমরা যারা ফেইসবুক ব্যবহার করি তাদের সবারই নিশ্চয় একটি ইউজার নেম সেট করা আছে, যেমন আমার ফেইসবুক ইউজার নেম, facebook.com/raselronee এবং আমার ফ্যানপেজের ইউজার নেম facebook.com/raselrony.
আপনি চ্যাট ইমোশন হিসেবে আপনার নিজের প্রফাইলের ছবিসহ, আপনার ফ্যানপেজ এমনকি অন্য বন্ধুদের এবং ফ্যানপেজের ছবিগুলিকে ইমোশন হিসেবে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হল, আপনি যার প্রফাইলের ছবিটি ইমোশন হিসেবে ব্যবহার করতে চান তার ইউজার নেমটি জানা, যেমন আপনি যদি আমার প্রফাইলের ছবিটিকে ইমোশন হিসেবে ব্যবহার চান তাহলে আমার ফেইসবুক ইউজারনেমটি ব্যবহার করতে হবে, যেমনঃ [[raselronee]] অবশ্যই থার্ড ব্রাকেট গুলি সহ লিখতে হবে।
এধরনের আরো টিপস এবং ট্রিক্সের জন্য এই ব্লগটি ভিজিট করুন।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
ভাই বেশ কয়েকবার টিউনটি হয়েছে !
এখানে দেখুন
ধন্যবাদ আপনাকে।