আজকে টেকটিউনস এ আমার একটি বিশেষ দিন। গত দুই দিন ধরে সময় খুব একটা ভাল যাচ্ছেনা। যারা অন্তত গতকাল টিটি ভিজিট করেছেন তারা কিছুটা হলেও ব্যাপারটা আঁচ করতে পারছেন। কিন্তু ওই যে বললাম আজ বিশেষ দিন, তাই এই টিউনটি দিয়ে দিনটিকে সেলিব্রেট করতে চাই। হয়ত অনেকেরই কাছে এটি পুরনো, তবে টিটির অধিকাংশ ভিজিটরের কাছেই আজকের টপিকটা দরকারি মনে হতে পারে।
প্রথমেই বলছি কেন আজ বিশেষ দিন। এর তিনটি কারণ। প্রথমত এটি টিটিতে আমার “হ্যাট-ট্রিক” টিউন (পরপর তিনদিন টিউন-- যদিও প্রথম দিনের টিউন পেন্ডিং করে দেয়া হয়েছিল)। দ্বিতীয়ত, টিটিতে এটি আমার “দশম” টিউন (ডাবল ফিগারে চলে এলাম!) । .তৃতীয়ত, আজ আমার প্রোফাইলে দেখাচ্ছে প্রথম পোষ্ট থেকে আজ হচ্ছে ৫০০ তম দিন!
সুতরাং আজকের দিনটি আমার কাছে স্মরণীয়।
টিউনের শিরনাম দেখে কেউ কেউ হয়ত ভাবছেন আজ উইন্ডোজের হাজারটা সমস্যার কথা তুলে ধরে আপনাকে এই বস্তু থেকে সরিয়ে এক্কেবারে “সেট-আপ” পর্যন্ত ভুলিয়ে দেয়ার চেষ্টা করব আমি। সেই সাথে অন্য এক অপারেটিং সিস্টেমের ডিস্ক ধরিয়ে দিয়ে বলব, “এই নে বাবা! সকল রোগের মহৌষধ” ।
কিন্তু না। ঘটনা পুরা উলটা! অন্য ও.এস নিয়ে টিউন করার ইচ্ছাও আমার আছে, তবে অন্যদিন। কেননা আমার ডেস্কটপে এক উইন্ডোজ সেভেনের পাশাপাশি দুইটা লিনাক্স ও.এস (উবুন্তু এবং কুবুন্তু) ইনস্টল করা আছে। চলুন এবার মূল টিউনে চলে যাই।
উইন্ডোজ হচ্ছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম। বৈধ হোক অবৈধ হোক অনেকেই তাদের পিসিতে উইন্ডোজ ব্যবহার করছেন। আর এই বিশাল ব্যবহারকারী সংখ্যা টার্গেট করে তৈরি হচ্ছে ভাইরাস- যার আক্রমণে প্রায়ই কম্পিউটার সেট-আপ অর্থাৎ নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার দরকার হয়। কিন্তু একবার সেটআপ দেয়া মানেই নতুন করে আবার সফটওয়্যার দেয়া, ড্রাইভার দেয়া, কাস্টোমাইজ করা . . . . সহ অনেক ঝামেলা।
কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই আমরা বারবার সেটআপ দেয়ার হাত থেকে মুক্তি পেতে পারি। এইখানে কেউ কেউ আবার “হিরেন বুট সিডি”র কথা মনে করতে পারেন। কিন্তু আমার কাছে আরো সহজ বুদ্ধি আছে। এই ২০১২ এর প্রাক্বালে এসেও যদি আপনি এক্স-পি’র একনিষ্ঠ ফ্যান না হয়ে থাকেন অর্থাৎ উইন্ডোজ ভিস্তা বা সেভেন চালান তবে হিরেন বুট সিডি ব্যবহার করার মত দুর্ভাগ্যবান আপনাকে হতে হবেনা।
উইন্ডোজ সেভেনের “সিস্টেম ইমেজ” ব্যাকাপ ট্রাই করেছেন কখোনো? আচ্ছা, এটি হচ্ছে আপনার সিস্টেম ড্রাইভের একটি হুবুহু কপি। অর্থাৎ আপনার সিস্টেম ড্রাইভ (সাধারণত “সি” ড্রাইভ) এর যাবতীয় ফাইলের ব্যাকাপ। একটি সিস্টেম ইমেজ ব্যাকাপ তৈরি করে তা যেকোন সময় রিস্টোর করলে আপনি ব্যাকাপ তৈরির তারিখে ফিরে যাবেন। এটি এক প্রকার “টাইম মেশিন”। .ধরুন ব্যাকাপ তৈরির সময় আপনার উইন্ডোজ জেনুইন ছিল। এরপর কোন এক সময় তা জেনুইনিটি হারায়। তখন সিস্টেম ইমেজ রিস্টোর করলে আপনি আবারো হারানো জেনুইনিটি ফিরে পাবেন।
সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে সি ড্রাইভ ফর্ম্যাট দিয়ে ফ্রেশ উইন্ডোজ সেটআপ দিয়ে সকল “ব্যাসিক” সফটওয়্যার ইনস্টল করে একটি সিস্টেম ইমেজ তৈরি করে নেয়া। ব্যাকাপ ফোল্ডারটি আপনি যেকোন লোকেশনে সেভ করে রাখতে পারেন।
কিভাবে তৈরি করবেন সিস্টেম ইমেজ?
খুব সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
>Control panel
>System and Security
>Backup and Restore
বামপাশে উপরের দিক থেকে ক্লিক করুনঃ “Create a system Image”
এরপর আপনার পছন্দমত ব্যাকাপ লোকেশন বেছে নিন। ব্যাকাপ আইটেমে শুধু সিস্টেম সংশ্লিষ্ট ড্রাইভই সিলেক্ট করুন।
এভাবে সিস্টেম ইমেজ তৈরি হয়ে গেলে পরবর্তিতে তা রিস্টোর করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন।
>Control Panel
>System and Security
>Backup and Restore
সেখান থেকে “Recover System Settings or Your Computer” তে গিয়ে
>Advance Recovery Method
> Use a System Image You Created Earlier to Recover Your Computer
এখন আপনি সিস্টেম ড্রাইভের ডকুমেন্ট ব্যাকাপ করার অপশন পাবেন। তারপর কম্পিউটার রিস্টার্ট নিয়ে রিস্টোর প্রক্রিয়া শুরু হবে। এতে সব মিলিয়ে সাধারণত ৫-৬ মিনিট লাগে।
ভাইরাসের আক্রমণে যদি উইন্ডোজ বুটই না নেয়, তবে পাওয়ার বাটন চেপে উইন্ডোজ লোগো আসার আগেই F8 প্রেস করতে থাকুন। এরপর “এডভান্সড বুট অপশন” থেকে “রিপেয়ার ইওর কম্পিউটার” সিলেক্ট করে “সিস্টেম ইমেজ রিকভারি”তে ক্লিক করুন। সেখান থেকে আগের মত আপনার ব্যাকাপ ফাইলটি দেখিয়ে দিন। ব্যাস। এরপর শুরু হবে রিস্টোর প্রক্রিয়া।
আশা করি সিস্টেম ইমেজ তৈরি ও রিস্টোরের ক্ষেত্রে এই টিউনটিই আপনার কাছে যথেষ্ট তথ্য সরবরাহ করে। আরো জানতে এই ভিডিও দুটি দেখুন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের মঙ্গল করুন।
আপডেটঃ আমার সেই পেন্ডিং পোষ্টটি অবেশেষে এপ্রুভ করা হয়েছে। এই মুহুর্তে সেটি টিটির হোমপেজে আছে।
আমি আরাফাত বিন সুলতান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ্য ধন্যবাদ তথ্যবহুল এবং উপকারী টিউনটির জন্য…….