ছুটির দিন বলেই বোধহয় এই শীতের বিকালে পার্কে না ঘুরে ইন্টারনেট -এ ঘুরে বেড়াচ্ছিলাম। এক অন্তরজাল অভিজ্ঞ বন্ধু একবার বলেছিল এই সাইটটার কথা। গেলে নিজের জন্য ভালো - এরকম পালং শাঁক মার্কা সাইটের যে মানসিক ফর্দটা করে রাখি - সেই তালিকায় আরও একশটা সাইটের ভিড়ে এ সাইটটা তলিয়ে ছিল । কিন্তু আজকে গেলাম সূর্য বার্তায় (shurjobarta.com) হাতে কিছুটা সময় থাকায়। তার দুইটা কারণঃ
ক। আমার মোবাইলের টাকা শেষ।
খ।আর বাইরে ভীষণ ঠাণ্ডা।
প্রথমে রেজিস্টার করলাম সূর্যবার্তায়। দেখলাম বেশ ঘোরানো একটা পদ্ধতি অবলম্বন করল সাইটটা। প্রথমে ইমেইল-এ একটা একটিভশন লিংক পাঠাল, সেই লিংকে ক্লিক করলে মোবাইলে পাঠাল আরেকটা পিনকোড। সেই পিন কোড যখন আবার ওদের সাইটের একটা ফর্মে ভরলাম তখন যেয়ে রেজিস্ট্রেশান হোল শেষ। এত বায়নাক্কা কেন করলো ঠিক বুঝতে পারলাম না।
কিন্তু জিনিষটার আসল মজাটা পাওয়া গেলো রেজিস্টার করার পরে। সেইরকম মজা। বাংলাদেশের ভিতরে যে কোন মোবাইল নাম্বার-এ চাইলেই এস এম এস পাঠাতে দিল সূর্যবার্তা। একদম ফ্রী।
বেশ কিছু বন্ধু এবং বান্ধবীকে বার্তা পাঠালাম। দেখলাম এখন দিনে ৫০ টা এস এম এস পাঠাতে দিচ্ছে ওরা, এর মধ্যে গ্রুপ এস এম এস পাঠানোর সুবিধাও আছে।আর একটা অনলাইন কন্টাক্ট লিস্টও দেখলাম maintain করতে দেয়। এই দুইটা ফিচারই বেশ যত্ন করে ইমপ্লিমেন্ট করা। সব মিলে দেখে আর ব্যাবহার করে ভাল্লাগলো।তাই আপনাদের সাথে শেয়ার করা। কে জানে, আমার মত আর কারো কাজেও আসতে পারে। এই শীতে।
আর কেউ যদি চরম উপকারী এই সাইটটা ব্যবহার করে থাকেন আর বার্তার আর কোন উপকারী ফিচার উদ্ঘাটন করে থাকেন, তাহলে এইখানে একটু শেয়ার দিয়েন।
আমি technocrat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
The digital revolution will not be televised
লিংক কউ ?? লিংক কউ ?? লিংক কউ ?? লিংক কউ ??