“নিজের নাম্বার থেকে আনলিমিটেড ফ্রি এস.এম.এস পাঠান ”

আজকে আপনাদের একটি বিশেষ ফ্রি এস.এস.এস. সফটওয়্যার এর সাথে পরিচয় করিযে দেব আরো আনন্দের বিষয় হল এটির মাধ্যমে নিজের নাম্বার থেকে এস.এম.এস. পাঠাতে পারবেন তাও আবার আনলিমিটেড তাহলে খুশির তো আর অন্ত থাকে না ।

আপনারা এর আগে কিছু ফ্রি এস.এম.এস. এর ওয়েবসাইট এর লিংক পেয়েছেন কিন্তু ফ্রি এস.এম.এস. এর লিংক দিয়ে এস.এম.এস. পাঠালে এস.এম.এস. টি নিজের নাম্বার থেকে যায় না, বিভিন্ন বিদেশী নাম্বার থেকে যায় এছাড়া যার নাম্বারে এস.এম.এস.পাঠাতে হবে তার নাম্বারটি ফোনবুক থেকে copy করে নিতে হয়, যা চরম বিরক্তির বিষয় । এছাড়া আমরা সবাই biNU free sms ব্যবহার করি এর এরুপ কোন সমস্যা নেই তবে এর একটি বিশাল সমস্যা হচ্ছে এখান থেকে আনলিমিটেড ফ্রি এস.এম.এস. পাঠান যায় না তার উপরে binu তার ফ্রি এস.এম.এস. এর সংখ্যা দিন-দিন কমিয়ে দিচ্ছে ।
তাই আমি এখন আপনাদের যে ফ্রি এস.এম.এস. এর সফটওয়্যারটি সাথে পরিচয় করিয়ে দেব সেটি অনেক উপকারে আসবে বলে আশা করছি ।
তবে এই ফ্রি এস.এম.এস. সফটওয়্যারটির একটি সমস্যা আছে, তা হল এই সফটওয়্যার দিয়ে এস.এম.এস. send করলে ম্যাসেজ এর সাথে ফ্রি এস.এম.এস. এর নামও sendহয় ।

তো চলুন সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দিই ।
এর নাম Jaxtrsms

এটি একটি বিটা ভারর্সন।

কথা না বাড়িয়ে ডাউনলোড পর্ব সেরে ফেলি।
এই লিংক আ গিয়ে http://goo.gl/8CvuB Jaxtrsms সফটওয়্যার তি ডাউনলোড করে নিন।

তারপর নিচের নিয়মাবলি লক্ষ্য করুন ।
ব্যবহারের নিয়মাবলিঃ
Registration ফরমটি সতর্কতার সাথে পূরন করুন অন্যথায় আপনার মোবাইল থেকেটাকা খরচ হতে পারে ।
প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন তারপর Accept এ ক্লিক করুন
তারপর
First Name : এখানে আপনার নামটি লিখুন [নাম পরিবর্তন করা যায় ]
Last Name : এখানে আপনার অন্য একটি নাম লিখুন [না লিখলেও হবে ]
Country : Bangladesh(+880)
Mobile Number : 01*********
এরপর option এ ক্লিক করুন তারপর Register/Login এ ক্লিক করুন তখন এই লিখাটি আসবে You are going to register with number+880-01*********
তখন ok তে ক্লিক করবেন তারপর send text messeage to+8801*********
এখানে no তে ক্লিক করবেন ।
এরপর আপনাকে Congratulation……..
দেবে । এরপর সফটওয়্যারটি থেকে বেরিয়েআসুন ।
কিছুক্ষনের মধ্যে আপনার মোবাইলে একটি এস.এম.এস.
আসবে, আপনার একাউন্টটি verify করার জন্য এই এস.এম.এস. এ একটি লিংক দেয় ।
এই লিংকে ক্লিক করলে আপনার একাউন্ট verified হয়ে যাবে ।

এস.এম.এস send : সফটওয়্যারটি ওপেন করুন new এ ক্লিক করুন তারপর
Phone Number :সার্স করে নাম্বার সিলেক্ট করুন অথবা নাম্বার লিখুন ।
Messeage : এবার আপনার
ম্যাসেজটি লিখুন ।
তারপর send এ ক্লিক করুন ।
ম্যাসেজটি ১-২ মিনিটের মধ্যে send হয়ে যাবে ।
ম্যাসেসটি send হয়ে গেলে sms send sucessfully লিখা দেবে ।
একটি ম্যাসেস send করা অবস্থায় option এ ক্লিক করে একসাথে অন্য নাম্বারে এস.এম.এস. পাঠাতে পারবেন ।
ম্যাসেস send হয়ে গেলে সফটওয়্যারটির হোমপেজে send করা নাম্বার গুলোর লিস্ট আসবে ।
সব নাম্বার গুলো ডিলেট করে দিন, ডিলেটনা করে একই নাম্বারে পরবর্তিতে ম্যাসেস পাঠালে সেই ম্যাসেসটি, যে রিসিভ করবে তার মোবাইলে না গিয়ে তার jaxtrsms সফটওয়্যার এ যাবে ।
ভালো থাকবেন ।
টিউন ভালো লাগলে কমেন্টস এ জানাবেন আপনাদের কমেন্টস আমাকে আরো বেশি বেশি টিউন করতে উত্‍সাহ জাগায়।

#C010E0
এটি পূর্বে প্রকাশিত হয়েছে এথানে http://forum.bdfoorti.com/

Level New

আমি InTroverT MoaJJem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং এর জগতে একজন অতি নগন্য ব্লগার। সপ্ন দেখি একদিন বড় ব্লগার হওয়ার। সবসময় যেকোনো বিষয়ের উপর কোনো টিউটোরিয়াল লিখতে ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারি। আমার সাথে ফেবুতে যোগাযোগ রাখতে কানেক্ট হোন www.facebook.com/moazzamhossainm


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo laglo. . . Kajer jinis.

Nice

১ম টিউমেন্ট দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ

দেশের বাইরে কাজ করবে নাকি?

    @মিজান: এই সম্পর্কে আমি জানি নাহ। তবে আমার মনে হয় দেশের বাইরে কাজ করবে নাহ।

Level 0

ধন্য বাদ না দিয়ে ধন্যসহ দিলাম 🙂

    @hridoy2580: আপনাকে ও অসংখ্য ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

ধন্যবাদ সফটঅয়্যারটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য

Level 0

send txt msg to….NO na kore YES korle ki hobe ?

ভাইয়া SMS সেন্ড হই টিক । কিন্তু আর একটা নাম্বার ওই সফটওয়ার এ রেজেস্ট্রশন করলে ওই নাম্বার এ আর SMS সেন্ড হই না। আমি আর আমার ফ্রেন্ড দুজনি registration করছি কিন্তু এক জন আর একজন কে SMS পাটাইলে Deliberd হই না। কেন?

    @Ortohin Asad: আপনার সমস্যাটা আমি বুঝতে পারী নাই আপনি আমাকে ফেসবুক আ রেকুএস্ত পাঠান http://www.facebook.com/moazzamhossainm

    @Ortohin Asad: আর সফটওয়্যার টা কিন্তু BETA Version টাই সমস্যা তাহক্তে পারে। মেইন ভার্সন এখনও বের হয় নাই।

আমার আলসামো লাগতেছে এই কাজটা করতে… কেউ করতে পারলে একটু জানাবেন…

    @আকাশ: আলসেমো কিসের??? Download এর পর sms পাতাইতে না পারলে আমারে বইলেন।

vaia ami tt mobile teke browse kori coz amar pc nai…..so keow jodi admi/modaretor k janaten tt er mobile version hoto to amar oneker upokare asto..

ধন্যবাদ, একটা কথা বলা দরকার ছিল যে, সফটওয়্যার টা বেবহার করার জন্য মোবাইল ইন্টারনেট লাগবে কিনা , কারন একটু কম জানি আমি ।

যদি মোবাইল এ ইন্টারনেট লাগে তো কোন কথা নাই , যদি না লাগে তাইলে দুইখান কথা , একটা হইল সফটওয়্যার টা রেজিস্ট্রেশন এর সময় NO চাপলে এর ডেটা বেজ এ কেমনে যোগাযোগ করব ? আর YES চাপলে মাত্র ২ টাকা কেন কাটব , ইন্টারন্যাশনাল SMS চার্জ নাকি ? কারন দেশের অপারেটর গ তো ৫৮ পয়শা ভেট সহ কাটব জলদি বলেন ভাইয়া আমি জানতে খুব ই উদগ্রীব হয়ে আছি !!!!!!!!!!!!!!!!!!!!!!

@ইশতিয়াক: অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। সফ্টওয়্যারটা রেজিস্ট্রেশন এর সময় একটা SMS পাঠাইতে চাইবে তার জন্য আপনার অনুমতি লাগবে তখনই যদি আপনি YES চেপে দেন তাইলে SMS সেন্ড হয়ে যাবে আর তথন আপনার একাউন্ট থেকে ২টাকা কেটে ফেলবে। ওইটা SMS চার্জ

খুবই ভাল সফটওয়্যার। ধন্যবাদ আপনাকে।

    @অপূর্ব: আপনাকেও অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পোস্ট পরার জন্য এবং টিউমেন্ট করার জন্য।

Level 0

bhaia i am live in uae.bhaia akan taka ki bangladesh a sms sent kora jaba

Level 0

bhaia ame samsung androaid gt b7510 mobile use kore

vai ami jake sms pathabo tar o ki ai softwar lagbe sms recive korar jonno???naki lagbe na sata aktu bolben????

    @Tanvir hossain: SmS রিসিভ করার জন্য যেকোনো একটা মোবাইল ফোন হলেই চলবে।
    রিসিভ করার জন্য কোনো সফ্টওয়্যার এর প্রয়োজন নেই।

এখন আর কাজ করে নাহ !

@রায়হান: কিরকম সফটওয়্যার লাগবে আপনার?

@InTroverT Moazzam: biNU যে রাকম মোবাইল দিয়ে চালাতে হয় সেটা আমি কম্পউটার থেকে sms send করবো ।