ফাইল শেয়ারিং সাইট নিয়ে এর আগে আরো কয়েকটি টিউন করা হয়েছে। তাই আমি আর পুরোনো কথা ঘাটাবো না। যেসব সাইট ফাইল শেয়ারিং এর জন্য হোষ্টিং দেয় তাদের মূলত দুই ধরনের একাউন্ট থাকে। একধরনের একাউন্ট হল ফ্রি। অর্থাৎ যে কেউ এই ধরনের একাউন্ট খুলে নির্দিষ্ট পরিমান জায়গা নিয়ে ফাইল শেয়ার করতে পারবেন। ওদের আরেক ধরনের একাউন্ট হল প্রিমিয়াম একাউন্ট।
বেশির ভাগ সাইট তাদের ফ্রি একাউন্ট এ অনেক কম সুবিধা দিয়ে থাকে। যেমন রিসিউম করার সুবিধা, একসঙ্গে কয়েকটি ফাইল নামানোর সুবিধা ইত্যাদি। বিশেষ করে রিসিউম করার সুবিধা ছাড়া বড় কোন ফাইল নামানো কম স্পিড এর নেট থেকে অনেক অসুবিধা। তবে নিচের ওয়েবসাইট গুলো তাদের ফ্রি একাউন্ট এ রিসিউম সুবিধা দেয়। এর সাথে আপনি অনেকগুলো ফাইল একসাথে নামানোর সুবিধাও পাবেন।
[thumb]www.jumbofiles.com[/thumb]
[thumb]www.mediafire.com[/thumb]
[thumb]www.fileden.com[/thumb]
শেয়ারিং সাইটগুলোতে যদি সার্চ ইঞ্জিন থাকতো তাহলে অনেক সুবিধা হতো। কিন্তু ৯৯ ভাগ সাইট এর কোন নিজস্ব সার্চ ইঞ্জিন নেই। তবে আমি এখন দুটি সাইট এর নাম বলবো যাদের নিজস্ব সার্চ ইঞ্জিন রয়েছে। এই সাইট গুলোতে ইংরেজি ই-বুক, এমপিথ্রি, সিনেমা ইত্যাদির জন্য সার্চ দিতে পারেন। বিশেষ করে ইংরেজি বই এর জন্য সাইট গুলো অনেক ভালো ফল দেয়।
[thumb]www.4shared.com[/thumb]
[thumb]www.2shared.com[/thumb]
আমি অনেকদিন ধরেই http://www.4shared.com ব্যবহার করছি এবং অনেক ভালো ফল পেয়েছি। এই সাইট এর একটি ফোরাম ও রয়েছে যাতে আপনারা কারো কাছে কিছু চাইতে পারেন। তাই একাডেমিক কোন বই দরকার হলে এই সাইট টি এবং এর ফোরামটি ব্যবহার করে দেখতে পারেন।
এছাড়া যাদের গল্পের বই পড়ার সখ আছে কিন্তু বিদেশী গল্পের বইগুলো না পাওয়ায় পড়তে পারছেন না, তাদেরকে বলছি আপনারা আপনাদের পছন্দের গল্পের বইগুলোর ৮০ ভাগ পাবেন। এছাড়া টিনটিন, এসটেরিক্স এন্ড ওবেলিস্ক সহ বিশ্বের জনপ্রিয় কমিক্স গুলো পাওয়া যায়। তাই দেরি না করে তাড়াতাড়ি পছন্দের জিনিসগুলো নামাতে বসে যান।
আমি সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Shourav ভাই আমার এই টিউনটি দেখেন আশাকরি আপনারও কাজে লাগবে https://www.techtunes.io/internet/tune-id/9576/ । এখানে একবার আপলোড করলেই Rapidshare , Mediafire , Megaupload , Hotfile , Depositfiles , 2share এই রকম ৮টি সার্ভারে একসাথে আপলোড হয় । আর আপলোড স্পিডও খুব ভালো । আর বেশী কিছু জানতে হলে আপনি নিজেই একটি ফাইল আপলোড করে দেখেন ।