ভাইরাস এর সমস্যা মুছে দিন চিরতরে। নিয়ে এলাম উইন্ডোজ ৭ এর জন্য মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল এবং উইন্ডোজ ৭ আপডেট করার উপায়।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

কনকনে ঠান্ডায় গরম টিউন নিয়ে এলাম। আশা করি টিউন টি পড়ে গরম হয়ে উঠবেন। 😀
এখন ভুলে যান ভাইরাস/এন্টিভাইরাস এর চিন্তা চিরদিনের জন্য। উইন্ডোজ ৭ এর জন্য নিয়ে এলাম Microsoft Security Essential । কেবল মাত্র জেনুইন উইন্ডোজ এর সাথেই Microsoft Security Essential ব্যবহার করা যায়। জেনুইন উইন্ডোজ কিনতে গেলে আপনার ৬৫-১৬৫ ডলার খরচ করা লাগবে। কিন্তু আমি আপনাকে দিব একদম ফ্রী এবং সাথে থাকছে Microsoft Security Essential ।

আপনার উইন্ডোজ টি একটিভেট না হয়ে থাকলে নিচের পদ্ধতি অনুসরন করুন...

১) প্রথমে নিচের ফাইল টি ডাউনলোড করুন।

ডাউনলোড

২) ফাইল টি ওপেন করে ইন্সটল বাটন এ ক্লিক করুন।

৩) কম্পিউটার রিস্টার্ট করুন।

তাহলে আপনার উইন্ডোজ একটিভেট হয়ে যাবে।

_______________________________________________________________________________

এবার আসুন কিভাবে Microsoft Security Essential ইন্সটল করবেন।

Microsoft Security Essential ইন্সটল করার জন্য আপনার উইন্ডোজ টি সম্পূর্ণ আপডেট থাকতে হবে।

উইন্ডোজ ৭ আপডেট করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন...

১) স্টার্ট মেনু তে গিয়ে windows update লিখে সার্চ করুন। এরপর উইন্ডোজ আপডেট আইকন এ ক্লিক করুন।

২) Check for updates এ ক্লিক করুন।

৩) এরপর Important Updates এ ক্লিক করুন।

৪) এখন Update for windows 7 (KB971003) বক্স টি আনচেক করুন এবং রাইট বাটন ক্লিক করে Hide Update এ ক্লিক করুন।

৫) এবার Back এ গিয়ে install updates এ ক্লিক করুন। এখন আপনার আপডেট হওয়া সুরু হবে।

৬) আপডেট হওয়া শেষ হলে কম্পিউটার রিস্টার্ট করুন।

এবার নিচের লিঙ্ক থেকে মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল ডাউনলোড করে নিন।

Microsoft Security Essential For windows 7 (32 bit)

Microsoft Security Essential For windows 7 (64 bit)

বি দ্রঃ

১) ইন্সটল করার আগে আগের সকল অ্যান্টিভাইরাস রিমুভ করে নিন।

২) ইন্সটল এর সময় আপনার ইন্টারনেট বন্ধ করে নিন।

ইন্সটল করা শেষ হলে আবার ইন্টারনেট সংযোগ দিয়ে আপডেট করে নিন। প্রথম বার ৪০-৬০ মেগাবাইট আপডেট হবে।

ফিনিস । :mrgreen:  :mrgreen:   😎   😎

উইন্ডোজ এক্সপি তে মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল ব্যবহার করার জন্য আমার পূর্বের টিউন টি দেখতে পারেন এখানে

আশা করি সবাই গরম হইয়া গেসেন!!! 😀

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। 😉  😀

Level 0

আমি মোঃ নাজমুস সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 409 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন ক্রিকিক্যাল কিছু বিষয় তুলে ধরার জন্যে ধন্যবাদ ,
আগে প্রক্ট্যিক্যাল করবো তর পরে ধন্যবাদ দিবো …………
আপাতত থ্যাংসটুকু আমার কাছেই জমা রখলাম 😛

    @প্রিন্স মাহমুদ: হুম।আপনার সাথে সহমত। তবে টিউন টি খুব কাজের।প্রিয় তে রাখলাম অলরাউন্ডার সাকিব ভাই

      @মুকুট: ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। আশা করি আপনার অনেক কাজে লাগবে।

      @মুকুট ভই , আপনাকে ধন্যবাদ
      তবে আমি মনে করি এগুলো নিয়ে আরো অনেক থিসিস প্রয়োজন! এই ছবিগুলো দেখুন ক্লিয়ার হতে পারবেন।
      ১ম আমার ইউনডোস জেনুইন ,(প্রমান দেখুন)
      তার পর এসেন্সিয়াল ইনিস্টল করলাম আপডেট ও হলো তার পর virus and spyware definition টা দুদিন পার আটোমেটিক আনপ্রোটেক্ট হলো ।
      এখানে দেখুন এখন ৭দিন এর আগে আপডেন দিলে আর আপডেট নেয় না !!
      এমন ইরর ম্যাসেজ আসে
      অর্থাৎ সাত দিন পিসি আনপ্রোটেক থাকছে , কিন্তু ৮ম দিনে আপডেট দিলে তখন কোন সমস্যা হচ্ছে না । বিষয়টি মাইক্রোস্টএর কিছু কিছু ব্লগারদের সাথে চিত্র সহ শেয়ার করলাম কিন্তু কোন সৎ উত্তর দিতে পারেনি !! তাই বাধ্য হয়ে , গতকাল ইউডোস সেটাপ দিয়ে ইসেট-স্মাট ০৫ এ ফিরে এসেছি

      ইসেট নিয়ে আমার একটি পূর্নাঙ্গ শলিউশন আছে দেখতে চাইল
      এখানে ক্লিক করুন ধন্যবাদ সাকিব ও মুকুট ভাই

প্রিয়তে রাখলাম, ধন্যবাদ আপনাকে

ভাল….পোস্ট… উইন্ডোজ ৮ ডেভেলপার প্রিভিউতে আমি এ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারি নাই (উইন্ডোজ ডিফেন্ডার অফ করেও করতে পারি নাই) ইন্সটল হয় কিন্তু ইন্টারনেট এক্সেস বন্ধ রাখে যার ফলে তা আর আপডেট করা সম্ভব হয়না। আমি এভিরা ট্রাই করে দেখেছি। কেউ এর সমাধান জেনে থাকলে জানাবেন।

Microsoft Security Essential আসলেও ভালো…
ধন্যবাদ সুন্দরভাবে টিউনটি করার জন্য 🙂

আমি winxpsp2 এর অনেক ফ্যান , ইচ্ছে করেই অন্যকোন ভার্সন সেটাপ দেয় না। তবে মাইক্রোসফ এর একটি সফট ইনিস্টল করবো ওটা sp3ছাড়া হচ্ছে না , তাই ভাবলাম যে যদি এটি আপগ্রেট হতো ইউনডোস সেটাপ করে তাহলে ভালোই হতো । এই নিয়ে দুদিন আগে টিটির ফেসবুক গ্রুপে সাহায্য ও চেয়ে ছিলাম তবে তেমন সঠিক কোন ডিসিশন পাইনি 🙁

আশা ছিল আপনার টিউনটিতে সমস্যা শলিউশন হবে , কিন্তু হলো না কী ইনপুট হয় কিন্তু ভার্সন চেন্জ হলো না এমন ম্যাজের আসে

এখানে কিল্ক করে ছবিটি দেখুন

    @প্রিন্স মাহমুদ: jototuk jani xp er update off kore dise…

      আরে ভাই আপনি মনে হয় ভুল বুঝেছেন , আমি তো ইউনডোস আপডেট করবো না , আমি সার্ভিসপ্যাক “আপগ্রেট” করবো । 😛

      আর ইউনডোস এর আপডেট বন্ধ হতে কেন?

    @প্রিন্স মাহমুদ: আমি অনেক দুঃখিত। আমার আগের কম্পিউটার টি নস্ট হয়ে গেছে। তাই আমি নিশ্চিত না হয়ে দিয়েছি। আমি ভবিশ্যতে অবশ্যই খুজে বের করে আপনাকে জানাবো। ধন্যবাদ কমেন্ট এর জন্য।

Level 0

ভালো টিউন।কাজে লাগবে ব্লেই মনে হচ্ছে। শেয়ার করার জন্য ধ্নন্যবাদ। প্রিয়তে রাখলাম।

Level 0

@ দৌলত : আপনি সবখানে নিজের SITE’এর ADD দিচ্ছেন ক্যান?????? PRBLM টা কি????

@দৌলত: ভাই সুন্দর কমেন্ট এর মাঝে এ ধরনের বিজ্ঞাপন দিয়ে অসুন্দর বানিয়ে ফেলবেন না।

চমৎকার টিউন এর জন্য ধন্যবাদ ।

Level 0

thank u for nice share but not work my laptop,i don`t know ??[url=http://postimage.org/image/8h3s3weq5/][img]http://s14.postimage.org/8h3s3weq5/Untitled.jpg[/img][/url]

Level 0

sakib vai ami Microsoft Security Essentials onek din dhore use kori……. & update korar aro kotogulo system jani….. kintu tune korte pari na….. apni ki apnar kono email address diben jeno ami se gulo apnake pari……. & apni ta tune koren……. Plz

Level 0

“Update for windows 7 (KB971003) বক্স টি আনচেক করুন এবং রাইট বাটন ক্লিক করে Hide Update এ ক্লিক করুন।”

– eta ki kaaj kore dada???

    @UFO: এই প্যাকেজ টি আপনার উইন্ডোজ এর কী (key) চেক করে। এই প্যাকেজ টি ইন্সটল করলে আপনার উইন্ডোজ এর স্ক্রীন কাল হয়ে যাবে এবং আপনার উইন্ডোজ ব্যবহার অনুপযোগী হয়ে পরবে।

ভাই কি শিখাইলেন আমার তো কান দিয়া নাক দিয়া ধুয়া বের হইতাছে। এক কথায় চমৎকার।তবে থেমে থেমে ছলে।মানে বাফারিং হয়।

Level 0

আসলেই ভাই, কাঁপতে কাঁপতে অফিসে এসে টিউন টা দেখে গরম হয়ে গেলাম।

Level 0

Vai ami goto ak mash jabot MSE use kortesi. Khub e valo mone hoise amr. Amr pc r hang kore na. Tobe first tym ata update korte onek somoy nei. Tai install korar kor manually update korsi. Akhn valoi asi MSE nia. Dhonnobad tune korar jonno.

    @tusher3365: ভাই, আপনি মেনুয়ালি আপডেট করছেন কিভাবে? :-O আমাকে একটু জানাবেন প্লিজ।
    ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।

Level 0

@Nazmul : vai google a likha search den ” How to manualy update Microsoft security essential? ” taholei peye jaben. Vai ami mobile dia techtunes pori tai link dite parlam na. Ajonno sorry. 🙂

Level 0

many many thanks

Level 0

Assalamualaikum. I use Windows7 Professional. Would it work properly in my OS?
Please inform me.

Level 0

vai Windows 32bit ar jonno j link ta dicen link ta kaj korce na aktu dheken please ar problem ta solve koren
Thank You

Level 0

ami windows 8 developer preview te kono antivirus install korte parinai, win 8 er kono version ei kora jaynai. tai default hisebe windows defender use kortam. Win 7 e o tai kortam. MSE install korte gele msg ashe je ‘you have same level protection system’ type ekta text tai ami mone kori windows active krar por eto jhamela na kore default hisebe Defender use korai better. sundor tune er jonno thanks 🙂

Level 0

ভাই,যে আপডেটটি আপনি হাইড করতে বলেছেন সেটিতো আমি ইন্সটল করে ফেলেছি! এখন কি করব ?

Level 0

sakib vai, khub upokar hoyse.
thanks for outstanding tune.

Level 0

Dear Mr.Sakib
1st of all thanks for your tune.
Still I uses Windows 7 ultimate (64-bit).Installed Kaspersky-2013 internet security.but did not active.laptop be coming slow . so pls advice me for solution or system of proper installation system.
If u want to help me-let me know on this ID- [email protected]
Thanks.

@sakib bay ami to eto net kinte pari na. windows update ditey to chole jabe 5 theke 600 MB. win update sara ki kuno upay ace?

    @সুমন: উইন্ডোজ নয় , শুধুমাত্র MSE আপডেট দিতে গেলে ৭০-৮০ মেগাবাইট খরচ হবে।