আপনার উইন্ডোজ টি একটিভেট না হয়ে থাকলে নিচের পদ্ধতি অনুসরন করুন...
১) প্রথমে নিচের ফাইল টি ডাউনলোড করুন।
২) ফাইল টি ওপেন করে ইন্সটল বাটন এ ক্লিক করুন।
৩) কম্পিউটার রিস্টার্ট করুন।
তাহলে আপনার উইন্ডোজ একটিভেট হয়ে যাবে।
_______________________________________________________________________________
এবার আসুন কিভাবে Microsoft Security Essential ইন্সটল করবেন।
Microsoft Security Essential ইন্সটল করার জন্য আপনার উইন্ডোজ টি সম্পূর্ণ আপডেট থাকতে হবে।
উইন্ডোজ ৭ আপডেট করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন...
১) স্টার্ট মেনু তে গিয়ে windows update লিখে সার্চ করুন। এরপর উইন্ডোজ আপডেট আইকন এ ক্লিক করুন।
২) Check for updates এ ক্লিক করুন।
৩) এরপর Important Updates এ ক্লিক করুন।
৪) এখন Update for windows 7 (KB971003) বক্স টি আনচেক করুন এবং রাইট বাটন ক্লিক করে Hide Update এ ক্লিক করুন।
৫) এবার Back এ গিয়ে install updates এ ক্লিক করুন। এখন আপনার আপডেট হওয়া সুরু হবে।
৬) আপডেট হওয়া শেষ হলে কম্পিউটার রিস্টার্ট করুন।
এবার নিচের লিঙ্ক থেকে মাইক্রোসফট সিকিউরিটি এসেন্সিয়াল ডাউনলোড করে নিন।
বি দ্রঃ
১) ইন্সটল করার আগে আগের সকল অ্যান্টিভাইরাস রিমুভ করে নিন।
২) ইন্সটল এর সময় আপনার ইন্টারনেট বন্ধ করে নিন।
ইন্সটল করা শেষ হলে আবার ইন্টারনেট সংযোগ দিয়ে আপডেট করে নিন। প্রথম বার ৪০-৬০ মেগাবাইট আপডেট হবে।
ফিনিস । 😎 😎
আশা করি সবাই গরম হইয়া গেসেন!!! 😀
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। 😉 😀
আমি মোঃ নাজমুস সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 409 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন ক্রিকিক্যাল কিছু বিষয় তুলে ধরার জন্যে ধন্যবাদ ,
আগে প্রক্ট্যিক্যাল করবো তর পরে ধন্যবাদ দিবো …………
আপাতত থ্যাংসটুকু আমার কাছেই জমা রখলাম 😛