টিটি প্রোগ্রাম লাইভ করছে, আপনি করবেন না কেন?

.ফেসবুকে ঐদিন টিউনার সোর্ডফিশ আর নিওফাইটের সাথে মিট-আপ নিয়ে কথা হচ্ছিল। প্রোগ্রামটা লাইভ ওয়েবকাস্ট করার কথা উঠল। তো সোর্ডফিশ ভাই ustream এর লিংক দিলেন। বললেন কাজ করে কিনা চেক করে দেখতে। ভাল ভাবেই কাজ করল। তো ভাবলাম, আপনাদের সাথে শেয়ার করি। হয়ত কখনো কাজে লেগে যেতেও পারে।

 

 

যা যা লাগবেঃ

 

১। ফেসবুক পেইজ (তৈরি করা তেমন কোন ব্যাপার না। আর হ্যাঁ, ফেসবুক পেজেই করা লাগবে এমন কন কথা নেই। আপনি ustreamএর সাইটেও লাইভ ওয়েবকাস্ট করতে পারবেন)

২। ওয়েবক্যাম (কিনার টাকা আবার আমার কাছে চাইয়েন না)

৩। মাইক্রোফোন (হেডফোনের মাউথপিছ হলেও চলবে)

 

 

তো শুরু করা যাক

 

  •  প্রথমে এই ঠিকানায় যেয়ে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে sign up করে নিন।

 

 

  • পরে এখানে যেয়ে Get it now ক্লিক করুন।

 

 

  • ফেসবুকে Log in করে Get it now ক্লিক করুন।

 

 

  • Add Ustream Live ক্লিক করুন।

 

 

  • আপনার পেজে রিডাইরেক্ট হলে Ustream Live ট্যাবে ক্লিক করে নিম্নের ছবির মতো করুন।

 

 

  • এবার Ustream Live Settings এ Ustream Channel এর নাম দিন। আরো পরিবর্তনের জন্য Customize Features & Layout থেকে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে Save Changes করুন।

 

 

  • এখন নিম্নোক্ত Dropdown menu থেকে Go Live! সিলেক্ট করুন। ওয়েবক্যাম এবং মাইক্রোফোন সংযোগ দিয়ে নিন।

 

 

  • এরপর নিচের ছবিগুলোর মত ফলো কর যান।

 

 

  • নতুন pop-up উইন্ডো লোড হলে Start Broadcast ক্লিক করুন।

 

 

  • ব্যস, আপনি এখন লাইভ। প্রোগ্রামটি যাদের দেখাবেন তাদেরকে আপনার পেইজে Ustream ট্যাবের লিংকটি শেয়ার করুন।

 

 

  • শেষ হলে Stop Broadcast ক্লিক করুন।

 

 

ধন্যবাদ

আজ আসছেনতো?

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম, লাইভ টেলিকাস্ট করার আমার কুন ইচ্চা নাই। বিলাই লিমিটেড। 😀
টিউনের জন্য পুরা ক্ষেতের ধইন্ন্যা পাতা দিলাম। 🙂 :mrgreen:

তোরে কইতে ভুইল্ল্যা গেসি! [Off topic]

আমার দোয়েলের লগিন পিক চেঞ্জ হয় নাই 😡

অনেক ধন্যবাদ লেখককে।

ভালো জিনিস শেয়ার করলেন।কাজে লাগবে। 😀

ধূ্র্দান্ত!!!১০১টা ধন্যবাদ।

দুর্দান্ত!!!১০১টা ধন্যবাদ।

আমরা লাইভ মিটআপ দেখতে চাই! 😀 ..
উন্মাদ তন্ময় এর সামহয়্যার আইডি কি উন্মাদ তন্ময়? 😀

Ustream Live
You do not admin any pages for which this application can be installed

দারুন টিউন

নতুন জিনিষ শেখালেন। ভবিষ্যতে কাজে আসবে। অনেক অনেক ধন্যবাদ।
সরাসরি প্রিয়তে।