.ফেসবুকে ঐদিন টিউনার সোর্ডফিশ আর নিওফাইটের সাথে মিট-আপ নিয়ে কথা হচ্ছিল। প্রোগ্রামটা লাইভ ওয়েবকাস্ট করার কথা উঠল। তো সোর্ডফিশ ভাই ustream এর লিংক দিলেন। বললেন কাজ করে কিনা চেক করে দেখতে। ভাল ভাবেই কাজ করল। তো ভাবলাম, আপনাদের সাথে শেয়ার করি। হয়ত কখনো কাজে লেগে যেতেও পারে।
১। ফেসবুক পেইজ (তৈরি করা তেমন কোন ব্যাপার না। আর হ্যাঁ, ফেসবুক পেজেই করা লাগবে এমন কন কথা নেই। আপনি ustreamএর সাইটেও লাইভ ওয়েবকাস্ট করতে পারবেন)
২। ওয়েবক্যাম (কিনার টাকা আবার আমার কাছে চাইয়েন না)
৩। মাইক্রোফোন (হেডফোনের মাউথপিছ হলেও চলবে)
ধন্যবাদ
আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম, লাইভ টেলিকাস্ট করার আমার কুন ইচ্চা নাই। বিলাই লিমিটেড। 😀
টিউনের জন্য পুরা ক্ষেতের ধইন্ন্যা পাতা দিলাম। 🙂