আপনার কম্পিউটারকে ভালো রাখুন

আসসালামুঅলাইকুম আজ আমি কম্পিউটার ভাল রাখার জন্য কিছু trips দিলাম আসা করি উপকৃত হবেন।
১. প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার খুলে সব parts মুছে নতুন করে লাগিয়ে দিন।
২. Ram খুলে পাতলা তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন।
৩. কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।
৪. রাতে ঘুমাবার সময় কম্পিউটার shut down করে দিন।
৫. বিদু্ৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ না হয়ে যায় সে জন্য UPS ব্যবহার করা উচিৎ।
৬. কম্পিউটার VIRUS দূর করার জন্য antivirus download ব্যবহার করা উচিৎ।
৭. কম্পিউটারকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।
৮. প্রতিদিন মনিটর, বিশেষ করে LCD মনিটর একবার করে মুছে রাখবেন।
৯. অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র উপর আলাদা পর্দা দিয়ে রাখেন, যাতে ময়লা প্রবেশ না করে। আদতে এতে আরও ক্ষতিই হয়।
১০. কিছু software Use করুন এতে কম্পিউটার এর গতি ভাল থাকবে কিছু software দিলামcCleaner
advance system care pro 5
TuneUp utilities 2012
১১. নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন।
১২. ওয়ালপেপার হিসেবে এমন ছবি সেট করুন, যা আপনার চোখকে আরাম দেয়। ওয়ালপেপার সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল।
১৩.ঘন ঘন windows Xp সেটআপ দিবেন না।এতে কম্পিউটারের তাতখনিক গতি বারলেও পরবতিতে র্যাম ও মাদারবোড এ সমস্যা হতে পারে।
সকলকে অনেক ধন্যবাদ।

Level 0

আমি sheikh arfin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টিউন করার ভয়টা ভাংগিয়ে নিলেন নাকি?

Level 0

ধন্যবাদ ভাই। সুন্দর টিউন। আশাকরি আপনার “TRIPS” গুলো কাজে লাগবে। 😀

খুব চমৎকার ভাবে লিখছেন।

ভাল টিউন প্রাথমিক ইউজারদের জন্য।
কিন্তু “Ram খুলে পাতলা তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন” তুলোর অতিক্ষুদ্র সুতো আঁটকে গেলে পিসিরই বিপদ তাই eraser ব্যবহার করে দেখতে পারেন, তুলোর চেয়ে শতগুণ ভালো কাজ করবে। “নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন” কোন কুলিং ফ্যান? সিপিইউ ফ্যান?, সিস্টেম ফ্যান? সাইড ইনটেক?, রিয়ার এক্সজস্ট?, আপার এক্সজস্ট? “ওয়ালপেপার সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল” তাহলে ওয়ালপেপার না থাকলে পিসি সুপার ফাস্ট হবে। “ঘন ঘন windows Xp সেটআপ দিবেন না।এতে কম্পিউটারের তাতখনিক গতি বারলেও পরবতিতে র‍্যাম ও মাদারবোড এ সমস্যা হতে পারে।” কিভাবে?? ব্যাখ্যা করবেন কি?
ধন্যবাদ। 🙂

Avira_AntiVir_10.0.0.603 লাইসেন্স কি দরকার। কেউ ফুল ভার্সন করে দিতে পারবেন? অথবা কোন Antivirus ফুল ভার্সন দিতে পারবেন?

laptop er porichorcha kivabe kora jai?????

Ram এবং অন্যান্য card তুলা নয় eraser দিয়ে তামার অংশ টুকু ভালভাবে পরিষ্কার করতে হবে ।
ধন্যবাদ

সানি৯৯৯৯ ভাই আমি CSE department এর 3rd semester এর student মানে আমার জ্ঞান খুবই কম। যতোটুকু জানি share করার চেষ্টা করি। কিছু ভুল হলে খমার দৃষ্টিতে দেখবেন। আপনি জানেন কিনা আমি তা জানি না অতিরিক্ত Xp দিলে RAM slow হয়ে যায়।

    @sheikh arfin: “আমি CSE department এর 3rd semester এর student মানে আমার জ্ঞান খুবই কম” ভাই আপনার রিপ্লাইটা আমি পজিটিভভাবে গ্রহন করে বলছি, আমি আপনার জ্ঞানকে খাটো করে কিছু বলিনি। আপনি CSE department এর 3rd semester এর student অর্থাৎ আপনার জ্ঞান আমার চেয়ে অনেক বেশি সেটা অবশ্যই স্বীকার করি, কারণ আপনি এসব বিষয় নিয়ে লেখাপড়া করছেন। আমি ভাই আপনার কোন সমালোচনা করিনি শুধু জানতে চেয়েছি; কারণ পিসি ট্রাবলশুটিংএ আমার অল্পকিছু অভিজ্ঞতা যত কমই হোক আছে, আমি ট্রাবলশুটিং করছি ‘৯৩-‘৯৪ থেকে ভাই সেই সময় XP ছিল না, XP বাজারে আসার পর বহু পিসিতে XP দিয়েছি, এখনও দেই। ভাই কয়েকটা সাইবার ক্যাফেতে প্রতিসপ্তাহেই ট্রাবলশুটিং করতে হয়, নরটন ঘোস্ট আর ATIH কারণে আর আগেরমত ফুল সেটআপ দিতে হয় না। কিন্তু ২০০১~২০০২ দিকে যখন ওই সফটগুলোর প্রচলন ছিল না তখন ভাই আমাকে প্রতিসপ্তাহেই অনেকগুলো পিসিতে XP সেটআপ দিতে হত, আপনার ওই সমস্যাটায় মনে হয় আমার পড়তে হয়নি, তাই জিজ্ঞেসা করেছিলাম। তবে সুযোগ পেলে ট্রাই করব সমস্যাটা হয় কিনা। “RAM slow” হওয়ার সমাধানটা আপনি নিজেই দিয়েছেন ২ নম্বর পয়েন্টে, আমি কারণটা বলি তা হল RAM stick এর মধ্যে ধুলোবালি জমে যায়, পিন কানেকশন লুজ হয়ে যায়, পিনের দুই পিঠে কার্বন পড়ে ইত্যাদি। তাই প্রথমে বড় ব্রাশ দিয়ে প্রথমে RAM stick টি পরিস্কার করে তারপর RAM এর পিন গুলোকে eraser দিয়ে ঘষা দিয়ে (দুই পিঠ) slot এ লাগিয়ে দেখুন পারফরম্যান্স কেমন পান? এটা টেস্ট করে দেখতে পারেন। সবুজ রং চোখের জন্য ভালো এটা আমিও জানি, তাই ঘরের পেইন্ট সবুজকে বেস করে করেছি। ওয়ালপেপার এর ক্ষেত্রে আমি ঘনঘন ওয়ালপেপার বদলাই না, আমার ফ্যামিলির ছবি ওয়ালপেপার হিসেবে রেখেছি ডেক্সটপে। আপনাকে ধন্যবাদ। 🙂

      ভাইয়া মাইন্ড করবেন না। এই tech দুনিয়ায় যে যতই শিখিনা কেন কেউ কোন দিন সবকিছু শিখতে পারব না। যাই হোক আমার অভিজ্ঞতার ছোট বাক্স থেকে পুরনো কিন্তু মজার একটি অভিজ্ঞতা শেয়ার করি। ‘৯৫~’৯৬ হবে, তো এক বাসায় গিয়েছিলাম, বাড়ির কর্তা কম্পিউটার কিনেছেন, আমাকে দাওয়াত করেছেন দেখার জন্যে। যথারীতি তার বাসায় গেলে তিনি আমাকে তার “কম্পিউটার রুমে” নিয়ে যান, যাওয়ার আগে অবশ্যই জুতো এমনকি মুজো পর্যন্ত খুলে যেতে হল। ঘটনা বা দুর্ঘটনাক্রমে আমার কাঁধে (আমি নিজেও জানিনা) মাকড়শার জাল কর্তা সাহেব দেখতে পান আর কই যায় রীতিমত আকাশ ভেঙ্গে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল আমার উপর; কারণটি কি ছিল – ভদ্রলোক মনে করেছিলেন “মাকড়শার জালের” মাধ্যমে উনার সাধের কম্পিউটারে “ভাইরাস” এর আক্রমণ হওয়ার উপক্রম হয়েছিল, যা কিনা তার সাধের কম্পিউটারকে নষ্ট করে দিতে পারত; উনাকে আমি কোনমতেই বুঝাতে পারছিলাম না যে কম্পিউটার ভাইরাস, মাকড়শার জালের ভাইরাস এক জিনিস নয়। বর্তমানে উনার পিসির আসেপাশে মাকড়শার জাল দেখলে আগের মত ভাইরাসের ভয় পান না; যদিও তিনি জালের মধ্যেই অনেক সময় কাটান, কিন্তু সেই জালে ভাইরাস আক্রমণের ভয় অনেক বেশি; তিনি এখন অনেক সচেতন, এবং এই ঘটনার আজও অনেক লজ্জা পান। 🙂

ওয়ালপেপার ছোট হলে পিসি সুপার ফাস্ট হবে এ কথাতো বলিনি। সবুজ রং চোখের জন্য ভালো এবং ওয়ালপেপার ছোট বলতে আপনি 3 MB এবং 800Kb এই দুই সাইজ এর ওয়ালপেপার দিয়ে দেখেন কোনটায় পিসি দ্রুত ওপেন হয়। সকলকে ধন্যবাদ