একঘেয়ে লগ অন স্কিন দেখতে কার ভাললাগে! তাই আমরা অনেকে এটা পরিবর্তন করে নিজেদের পছন্দের ছবি সেট করি। আর তার জন্য অনেকে বিভিন্ন সফটয়্যার ব্যাবহার করে কিন্তু কোন সফটওয়্যার ছাড়াও এটা করা যায়। পদ্ধতিটা হয়ত অনেকে জানেন,কিন্তু যারা জানেন না( আমি নিজে মাত্র সেদিন শিখলাম) তাদের জন্য এই লেখা।
স্কিন পরিবর্তনের জন্য প্রথমে কম্পিউটারের রেজিস্ট্রি ওপেন করে
HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background লোকেসনে যান
এখানে OEMBackground DWORD কী তে ডাবল ক্লিক করুন, একটি উইন্ডো ওপেন হবে
এখানে DWORD ভেলু ০ থেকে 1 করে দিন
রেজিস্ট্রি বন্ধ করে বের হয়ে আসুন।
এখন যে ছবিটা লগ অন স্ক্রিন হিসাবে দেখতে চান সেটা কপি করে( সাইজ অবশ্যই ২৫৬কেবির নিচে হতে হবে)
C:\Windows\system32\oobe\info\backgrounds ফোল্ডারে পেস্ট করুন এবং backgroundDefault.jpg নামে রিনেম করুন
ব্যাস কাজ শেষ!
পিসি রিস্ট্রাট দিন দেখুন আপনার পছন্দের ছবিটি ব্যাকগ্রউন্ডে দেখাচ্ছে।
মন্তব্য করার সময় দয়া করে মাথায় রাখবেন এটি আমার প্রথম পোস্ট। ধন্যবাদ।
আমি সাক্ষিগোপাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background
ভাই এই লোকেশন কীভাবে পাবো একটু জানালে উপকার হতো।