ফেইসবুকের সেই পুরনো চেহারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন? এখন আপনি ইচ্ছে করলেই সাদামাটা চেহারা বাদ দিয়ে নতুন কোনও চেহারা দিতে পারেন ফেইসবুক, গুগোল কিংবা টুইটারকে। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
এর জন্যে আপনাকে একটি প্লাগিন (এড-অনস) যোগ করতে হবে। Stylish নামের এই প্লাগিনটি ডাউনলোড করতে ভিজিট করুনঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/stylish/ অথবা ফায়ারফক্সের Tools>Add-ons-এ গিয়ে সার্চ বক্সে Stylish লিখে সার্চ চিন। এবার অন্যান্য এড-অনসের মতো Stylish ইন্সটল করুন। আপনার প্রাথমিক কাজ শেষ।
এবার হরেক রকম চেহারার ফেইসবুক, গুগোল, ইউটিউব অথবা টুইটার পেতে এই লিংকে ক্লিক করুন। এখানে অনেকগুলো Style পাবেন। কোন Style কোন সাইটের জন্যে সেটা নামের সাথেই উল্লেখ করা আছে। আপনার পছন্দের Style-এ ক্লিক করুন। পরে যে পেইজ আসবে সেখান থেকে আপনার পছন্দের Style সেট করে নিন। এবার দেখুন আপনার ফেইসবুক অথবা টুইটার কেমন রুপ নিয়েছে।
ভিডিও টিউটোরিয়াল সহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
পূর্বে মুক্তকণ্ঠ-এ প্রকাশিত।
আমি মেধাবী ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MedhabiDotCom একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে আছে- ১. দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য। ২. সাপ্তাহিক কুইজ। বিজয়ীর জন্যে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। ৩. মেধাবী তারকা প্রোগ্রাম। ভিজিট করুনঃ http://www.medhabi.com
আমরা আপনার লেখা কামনা করছি। আপনি লিখতে পারেন আমাদের ম্যাগাজিনেও। বিস্তারিত দেখুন
http://www.e-banglatech.blogspot.com এ।