অর্থের অভাবে আপনার কম্পুর দুর্বল র‌্যাম টি পরিবর্তন করতে পারছেন না? আর পরিবর্তন করতে হবে না এবার আপনার পেনড্রাইভ কে বানিয়ে ফেলুন র‌্যাম

আপনারা যারা কম্পু ব্যবহার করছেন তারা সবাই জানেন যে কম্পুর পারফরমেন্স প্রায় অনেকটাই এটার র‌্যামের উপর নির্ভর করে। এবং আপনারা এটাও জানেন যে একটি ৪ জিবি এবং একটি ৪ জিবি পেনড্রাইভের মধ্যে দামের পার্থক্য কতটুক।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পেনড্রাইভ টিকে র‌্যাম হিসেবে ব্যবহার করবেন। ট্রিক অনেক সোজা। তাহলে এবার আমার সাথে সাথে আপনি ও আপনার পেনড্রাইভ টিকে বানিয়ে ফেলুন আপনার কম্পুর র‌্যাম।

যেভাবে পেনড্রাইভ কে র‌্যাম হিসেবে ব্যবহার করবেনঃ

প্রথমে এখানে eBoostr সফটওয়ারটি ডাউনলোড করে নিন

এবার সফটওয়ারটি আপনার কম্পুতে ইন্সটল করুন।

ইন্সটিল করার পর নিচের ছবির মত দেখতে পাবেন

ebosstr১

ওখান থেকে Reboot now নির্বাচন করে Finish করুন। এবার আপনার কম্পু টি Restart হওয়ার পর নিচের ছবির মত দেখতে পাবেন

ebosstr2

এটা সফটওয়ারটির ট্রায়াল ভার্সন এবং এটির ট্রায়াল পিরিয়ড ও খুব ই সিমিত সময়ের জন্য, এখান থেকে Continue নির্বাচন করুন। এর নিচের ছবির মত দেখতে পাবেন

ebosstr3

Yes নির্বাচন করুন, এবং আপনার পেনড্রাইভ টি ফরমাট দিয়ে ইউ এস বিতে প্রবেশ করান। তারপর নিচের ছবির মত দেখতে পাবেন।

ebosstr4

ওখান থেকে Detect and use hidden system memory মার্ক করে Next করুন। তারপর নিচের ছবির মত দেখতে পাবেন।

ebosstr5

এখান থেকে Next নির্বাচন করুন, তারপর নিচের ছবির মত দেখতে পাবেন

ebosstr6

এখান থেকে আপনার পেনড্রাইভ টি মার্ক করে Next করুন। তারপর নিচের ছবির মত দেখতে পাবেন

ebosstr7

এখান থেকে Build cache now মার্ক করে Finish করুন।

এবার নিচের Toolbar থেকে eBoostr আইকনে ডাবল ক্লিক করে নিচের ছবির মত দেখতে পাবেন।

ebosstr8

ebosstr9

হুম, হয়ে গেলো, আমি আমার কম্পুতে পেনড্রাইভ কে র‌্যাম হিসেবে ব্যবহার করছি, আপনি ও করতে পারেন। কেমন লাগলো জানাবেন।

TechShouters.Com

Level 2

আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক দিন পর :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Priyo te nilam….boss, eta ki trial version? tahole to beshi din use korte parbo na ! kono upay nai?

কাজের জিনিস আমিও প্রিয়তে রেকে দিলাম

ভাই ভালো জিনিস তবে মাত্র 01:52:22 বাকি সময় কিভাবে চলবে????????????? লাইসেন্স দেন।

hmm use korce ami kicu bujte perlam na

Level 0

software er ki dorkar?

microsoft er windows e to emnei kora jay.

r pen drive er dorkar lagena………….. Hard Drive er memory thekeo kora jay.

    @speze: তাহলে কিভাবে করতে সেটা নিয়ে আপনি একটা টিউন করলেই তো পারেন

ভাইয়া এই লিঙ্ক থেকে full version পাবে
http://www.mediafire.com/?l4ymvrmgmfz#1

কিছুই তো হলনা রেম তো আগের তাই সো করে ১ জিবি /?????

@aryankhan: হুম, আপনারা আমার জন্য দোয়া কইরেন

ভালো লাগলো, তবে পেন ড্রাইভের গতি 480mbps, সেখানে একটা র্যাম কাজ করে কয়েক গিগাবিট/সেকেন্ডে। মনে হয়না সেরকম পারফরমেন্স পাওয়া যাবে।

মিনহাজুল হক শাওন ভাই জা বলল তা কি সঠিক ?

কাজের জিনিস

ভাই , এইটা কি Windows 7/8 কাজ করে?

ভাই এটা দেখায় যে কাজ করছে, কিন্তু এটা কাজ করে না। আমি এটা অনেক আগেই দেখেছি।

Level 0

জটিল জিনিস তো!!!

Level 0

thanx vi thanx a lot. ami ai bisoy ta nia onek vebici onek ke gigasa o koreci but kew bolte pare nai apnake onek onk dhonnobad. jodi o akon o ami try kori nai.

আমরা আপনার লেখা কামনা করছি। আপনি লিখতে পারেন আমাদের ম্যাগাজিনেও। বিস্তারিত দেখুন http://www.e-banglatech.blogspot.com এ।

Level 0

@racel vi it works bt vi apnar crack to kaz kore na. time to komtei ase ki korbo?

জটিল কিন্তু আইজকা trial কেন। এটি দেখতে পারেন।কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে……

http://en.usenet.nl/?Q=e-boostr%20serial

ভাই।আমি অনেক আগে এরকম একটা টিউন করেছিলাম।ছবি ছারা।কারন তখন আমি নতুন ছিলাম।কমেন্ট গুলো দেখুন।যার কারনে আমি উৎসাহ হারিয়ে ফেলেছিলাম।পরে অবশ্য সমস্যা হয়নি।https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/61541/

খুব সুন্দর।ধন্যবাদ।

ভাই এর জন্য সফটওয়ার ব্যবহার না করে XP এর Virtual Memory বাড়িয়ে বা Windows 7 এর Readyboost অপশন ব্যবহার করলেই তো হয় বেশি ঝামেলার দরকার কি।
এখানে দেখুন eBoostr PRO v4.0.0.554 full
Download Link .: http://www.mediafire.com/?6ybr7en11afbz1t
আর Readyboost সম্বন্ধে জানুন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/45880/ এখান থেকে

সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ

“”রাসেল রনি”” ভাই আপনি সব কথাতে ( হু,হুম ) বলছেন কেনরে ভাই ? আপনি কি ঠিক ভাবে কথা বলতে পারেন না ? না কি ঘটনা ?