যেভাবে ইন্টারনেট কানেকশন ছাড়াই Windows OS আপডেট করবেন

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইন্টারনেট কানেকশন ছাড়াই Windows OS আপডেট করবেন। অনেক সোজা একটা প্রসেস। তো আপনারা যারা ইন্টারনেট কানেকশন ছাড়াই Windows OS আপডেট করতে চান তারা এখনি এই ট্রিক টি দেখে নিন।

যেভাবে ইন্টারনেট কানেকশন ছাড়াই Windows OS আপডেট করবেনঃ

প্রথমে আপনার আশে পাশে থাকা কোন সাইবার ক্যাফে বা বন্ধুর কম্পিউটার থেকে AutoPatcher Updater টি ডাউনলোড করে নিন

autopatch upadter

ডাউনলোড হয়ে গেলে সফটওয়ারটি আর্কাইভ থেকে রান করুন।

autopatcher2

এবার আপনি যে প্রগ্রাম গুলি আপডেট করতে চান সেগুলি মার্ক করে Next করুন।

autopatcher3

এখন আপনার নির্বাচিত প্রগ্রাম গুলির আপডেট ডাউনলোড হতে থাকবে, ডাউনলোড হয়ে গেলে Exit এ ক্লিক করুন, Exit এ ক্লিক করলে আপনি নিচের ছবির মত একটা ডাইলগ বক্স দেখতে পাবেন।

execute make yes

ওখান থেকে Yes নির্বাচন করুন।

এবার আপনার ডাউনলোডকৃত AutoPatcher Updater এর আর্কাইভ টি পেনড্রাইভে করে নিয়ে আসুন।

এখন সব কাজ শেষ, এবার AutoPatcher Updater টি আর্কাইভ থেকে আপনার কম্পুতে ইনস্টল করে নিন।

Level 2

আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক দিন পর :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

wow!!!!! খুবিই ভালো লাগলো !!

এটাকি winXPsp2 আপডেট হবে ?

প্রিয়তে নিলাম

Window XP/vista/7 এর জন্য?

ভাই,আমি বুঝলাম না। আমার তো মনে হয় আপনার পদ্ধতি অনেক ঝামেলার। তার চেয়ে সরাসরিই আপডেট দেয়া যায়।

ধন্যবাদ…

এ পদ্ধতিতে win 7 আপডেট করা যাবে?

সুন্দর লাগল।

রাসেল রনি ভাই টিউন করেকি ঘুমিয়ে পড়েছেন নাকি। বন্ধুদের প্রশ্নের জবাব দিচ্ছেন না কেন?

Level 2

Bhai internet explorer 8 install hoy na. kindly aktu help chai. install korar somoy Genuine korte bole….

ভাই একটা জিনিস বুজলাম না …।।আপনি টাইটেল এ বললেন ইন্টারনেট কানেকশান লাগবে না।অথচ টিউন এ দেখলাম সাইবার ক্যাফে /বন্ধুর কম্পু লাগবে।।এর মানে কি????
cyber cafe ki free naki?
অথবা আমার কি এমন কোন বন্ধু আছে নাকি যে এখনও ফীটার খায়????কারন তার কম্পু দিয়ে আমি 200/300 MB
ডাউনলোড করব অথচ সে কিছু বলবে না……
তাছাড়া আমি তো এমন ছ্যাঁচড়া ও না যে ফ্রি পাওয়ার আশায় বন্ধুর বাসায় গিয়ে বসে থাকব???
অনেক রুক্ষ কথা বলে ফেলছি মনে হয়।আসলে আপনার টাইটেল টা সঠিক দেয়া উচিত ছিল………..