আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইন্টারনেট কানেকশন ছাড়াই Windows OS আপডেট করবেন। অনেক সোজা একটা প্রসেস। তো আপনারা যারা ইন্টারনেট কানেকশন ছাড়াই Windows OS আপডেট করতে চান তারা এখনি এই ট্রিক টি দেখে নিন।
যেভাবে ইন্টারনেট কানেকশন ছাড়াই Windows OS আপডেট করবেনঃ
প্রথমে আপনার আশে পাশে থাকা কোন সাইবার ক্যাফে বা বন্ধুর কম্পিউটার থেকে AutoPatcher Updater টি ডাউনলোড করে নিন
ডাউনলোড হয়ে গেলে সফটওয়ারটি আর্কাইভ থেকে রান করুন।
এবার আপনি যে প্রগ্রাম গুলি আপডেট করতে চান সেগুলি মার্ক করে Next করুন।
এখন আপনার নির্বাচিত প্রগ্রাম গুলির আপডেট ডাউনলোড হতে থাকবে, ডাউনলোড হয়ে গেলে Exit এ ক্লিক করুন, Exit এ ক্লিক করলে আপনি নিচের ছবির মত একটা ডাইলগ বক্স দেখতে পাবেন।
ওখান থেকে Yes নির্বাচন করুন।
এবার আপনার ডাউনলোডকৃত AutoPatcher Updater এর আর্কাইভ টি পেনড্রাইভে করে নিয়ে আসুন।
এখন সব কাজ শেষ, এবার AutoPatcher Updater টি আর্কাইভ থেকে আপনার কম্পুতে ইনস্টল করে নিন।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
wow!!!!! খুবিই ভালো লাগলো !!
এটাকি winXPsp2 আপডেট হবে ?
প্রিয়তে নিলাম