মহাকাশ দেখার মজার এক সফটওয়্যার Stellarium

মহাকাশ দেখার মজার এক সফটওয়্যার Stellarium

11111111111111111111

আকাশের অসংখ্য তারা, গ্রহ, ধুমকেতু এই সব মহাজাগতিক বস্তু গুলো প্রাচীন কাল হতে আমাদের আকর্ষণ এর খোরাক হয়ে আসছে। প্রযুক্তিগত উন্নয়ন এর ধারাবাহিকতায় আমরা হয়ত অনেক অজানাকেই আমাদের জ্ঞানের দ্বারা সংকলিত করতে পেরেছি। তবুও মহাজাগতের অসীমত্বের সিকি ভাগও সংকলিত করতে পারি নি। এই অসীম অজানা আমাদের জিজ্ঞাসু তৃষ্ণাকে ক্রমশ বারিয়ে চলেছে। কোন ক্লান্তি নেই এই তৃষ্ণার । তাই মহাজগৎ এক অপার বিস্ময়, সবার কৌতুহলের বিষয় ।

planetarium বাংলায় তারাগৃহ। stellarium  আপনার পিসির জন্য একটি ওপেন সোর্স তারাগৃহ হিসেবে আপনাকে দেখাবে আপনার মাথার উপরের আকাশ, অনেকটা সেভাবেই যেভাবে আপনি খালি চোখে, বাইনকুলার না হয় স্বয়ংক্রিয় টেলিস্কোপের মাধ্যমে দেখে থাকেন। ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে এর জন্য কোন ইন্টারনেট সংযোগের ও প্রয়োজন নেই।

কয়েকদিন আগে Stellarium নামক ফ্রি ও ওপেনসোর্স একটি সফটওয়্যার আমি ডাউনলোড করে ইন্সটল করেছি। সফটওয়্যারটি মূলত একটি ভার্চুয়াল প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার যা দিয়ে আপনি আজকে এই মুহূর্তে আপনার শহরের আকাশ বা মেঘমুক্ত অবস্থায় কেমন দেখা যাওয়ার কথা তা দেখতে পারবেন। আমি জানি নিজ চোখে খোলা আকাশ দেখার আনন্দ আর কিছুতে নেই। তবে এই সফটওয়্যার দিয়ে নিজ ডেস্কটপে আকাশ দেখার রোমাঞ্চটাও মন্দ নয়।

সফটওয়্যারটির অনেকগুলো ফিচারের মধ্যে রয়েছে:

১. প্রায় ৬,০০,০০০ তারার নাম ও বর্ননা।
২. বাংলাদেশের অনেকগুলো শহরসহ পৃথিবীর প্রায় প্রতিটি উল্লেখযোগ্য শহর তালিকাভুক্ত রয়েছে। ডেট, টাইম ও লোকেশন খুব সহজেই পরিবর্তন করে চলে যেতে পাবেন পৃথিবীর অন্য কোন শহরে, অন্য কোন সময়ে - তা হোক না কেন আজ থেকে ১০ দিন আগে মেলবোর্নে বা আজ থেকে ৮ বছর পরে রংপুরে।
৩. আছে Play, Pause, Rewind, Forward বাটন যা দিয়ে আপনি আপনার আকাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে Rewind বা Forward করে দেখতে পারবেন।
৪. সূর্যগ্রহন, সূর্যাস্ত, সূর্যগ্রহন, চন্দ্রগ্রহন প্রভৃতি ঘটনাগুলো অত্যন্ত বাস্তবিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
৫. আছে পারিপার্শ্বিক পরিবেশ বেছে নেয়ার সুযোগ। যেমন: দিগন্ত বিস্তৃত মাঠ বা কোন সাগরের তীর।
৬. তারকামন্ডলগুলোকে আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
৭. গ্রহগুলোর প্রতিটিই আছে উপগ্রহসহ (জুম করলে বোঝা যাবে)। সেই সঙ্গে গ্রহগুলোর কক্ষপথ আলাদা করে দেখার সুযোগ আছে।
৮. আকাশকে আরো বাস্তবিক ও প্রাণবন্ত করে তুলতে কাল্পনিক উল্কা যোগ করার সুযোগ আছে (ঐচ্ছিক), প্রতি ঘন্টায় কতটি উল্কা দেখদে চান উল্লেখ করে দিতে পারেন তাও।
৯. দিনের বেলার আকাশে সূর্যের আলোর উজ্জ্বলতার দরুন দিনের আকাশের তারাগুলো আমরা দেখতে পাইনা। এই সফটওয়্যার দিয়ে আপনি দিনের আকাশকে অন্ধকার করে সেই তারাগুলো দেখার মজা উপভোগ করতে পারবেন।
১০. দৃষ্টিসীমা থেকে ভূমিকে অদৃশ্য করে পৃথিবীর উত্তর গোলার্ধে থেকেও দেখে নিতে পারেন দক্ষিণ গোলার্ধের তারাগুলো।

আপনি এখানে প্রায় ২১০ মিলিয়ন তারার তালিকা পাবেন । প্রতেকটি গ্রহ এবং তাদের উপগ্রহ দেখতে পারবেন । এতে রয়েছে বিভিন্ন নিহারীকার ছবি । এছাড়া বিভিন্ন সংস্কৃতি ভেদে বিভিন্ন নক্ষত্রের নামও এতে সংযুক্ত রয়েছে । নক্ষত্র সর্ম্পকে কিছু বর্ণনাও এতে রয়েছে। সঠিকভাবে ব্যবহার করার জন্য এখানে গিয়ে users guide টি নামিয়ে নিন।

এছাড়াও আরো অনেক অনেক সুবিধা ইছে যা আমি বলে শেষ করতে পারবো না।

যদি আকাশপ্রেমী নাও হন তবুও বলছি, একবার ব্যবহার করে দেখুন। আশা করি আকাশের প্রেমে পড়বেন খানিকটা হলেও।

আপনার পিসিতে ব্যবহৃত operating system অনুযায়ী stellarium সফটওয়্যারটি ডাউনলোড করুন এই লিংক থেকে......

অথবা

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য Stellarium এর homepage এ যান

সফটওয়্যারটির কি-বোর্ড শর্টকাট সমূহের তালিকা:

0000

সফটওয়্যারটির কি-বোর্ড শর্টকাট সমূহের তালিকা টি বড় ও স্পষ্ট করে দেখতে এবং সেইভ করতে ক্লিক করুন এই লিংক

Stellarium এর কিছু screen shot :-

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

Stellarium সর্ম্পকে আরো বিস্তারিত জানতে এই লিংক এ ক্লিক করুন.....

মূল টিউন বা পোষ্ট টি লিখেছেন : বিভ্রান্ত এবং নাফিস ইফতেখার

সূত্র ১: https://www.techtunes.io/download/tune-id/2149/
সূত্র ২: http://www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar/28858383
সূত্র ৩: http://www.stellarium.org/screenshots.html

Level New

আমি sey_shakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dhonnobad shundor ei tune er jonno

Hey,eider ager din shakil bhaier tune ta te paichilam sathe sathe download korlam mobile.kintu ajke kichukhon age amar mobile mmc crash kore.mon kharap korlam ai software namta kichute mone korte parlam na.akhon soft peye allah and apnake v.v.thanks.

ভালই হইছে লিংগুলো দিয়ে দেয়ায় ।

ভাল নাফিস ভাই এর টিউন সামুতে আমার প্রিয়তে। আর এইটাও প্রিয়তে। +++++

ভাই software টা নামাতে পারছি না। কারো কাছে থাকলে mediafire এ upload করে kindly link টা দিলে ভালো হয়। কেই কি দিবেন ???