যেভাবে খুব সহজেই উইনডোজ সেভেনের স্টার্ট বাটনের ডিফল্ট লেখাটি পরিবর্তন করবেন

আপনারা যারা উইনডোজ সেভেন ব্যবহার করেন তারা এখন খুব সহজেই স্টার্ট বাটনের ডিফল্ট লেখাটি পরিবর্তন করতে পারবেন। ট্রিক টা অনেক সোজা যেটা আপনার কম্পুতে কোন পাশ্বপ্রত্রিক্রয়া সৃষ্টি করবে না। তো এবার আমার সাথে আপনি আপনার উইনডোজ সেভেনের স্টার্ট বাটনের ডিফল্ট লেখাটি পরিবর্তন করে নিন।

যেভাবে খুব সহজেই উইনডোজ সেভেনের স্টার্ট বাটনের ডিফল্ট লেখাটি পরিবর্তন করবেনঃ

প্রথমে এখান থেকে Start Button Tooltip Text Changer সফটওয়ারটি ডাউনলোড করে নিন

এবার সফটওয়ারটি ওপেন করুন, ওপেন করলে নিচের ছবির মত দেখতে পাবেন, সেখানে আপনার পছন্দের নামটি লিখুন এবং Apply করুন।

start-button-text-changer

কি আপনি তো জানতেন তাই না???

Level 2

আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক দিন পর :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you for Share?