কি আপনি টেকটিউনস প্রেমিক তো? টেকটিউনস ওপেন করতে অনেক দেরি হয়ে যাচ্ছে তাই না, ব্রাউজার ওপেন করা তারপর এডড্রেস ট্যাবে http://www.techtunes.io টাইপ করা, উফফ খুব ঝামেলা। তাই আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার কম্পুর ডেক্সটপ থেকে মাত্র এক ক্লিকেই টেকটিউনস ওপেন করবেন।
এর আগে আমার আরেকটি টিউনে আমি দেখিছিলাম কিভাবে উইনডোজ এক্স পি তে টেকটিউনস কে আপনার কম্পুর ডেক্সটপে ইম্বড(Embed) করে রাখবেন।
টেকটিউনস ওপেন করতে দেরি হয়ে যাচ্ছে? এবার আপনার কম্পুর ডেক্সটপ থেকে মাত্র এক ক্লিকেই ওপেন হবে !! উইনডোজ সেভেন ইউজারদের জন্যঃ
প্রথমে এখান থেকে Web Pinner সফটওয়ারটি ডাউনলোড করে নিন
এবার সফটওয়ারটি ইনস্টল করুন।
নিচের ছবি গুলি দেখুনঃ
নিশ্চয় জানা ছিল, তাই না???
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
na…