কেমন আছেন সবাই? ভাল? ভাল হলেই ভাল। অনেকদিন পর আবার আসলাম আপনাদের মাঝে ফরেক্স নিয়ে একটা টিউন করব বলে। আমার কাছে মাঝে মাঝে ফরেক্স নিয়ে লেখার প্রচুর অনুরোধ আসে। কিন্তু আমি সেই ভাবে লেখার সময় পাই না আর সত্যি কথা বলতে ফরেক্স নিয়ে নতুন করে লেখার মতন আর কিছুই নেই। কারন এর আগে ইংরেজী ব্লগের পাশাপাশি কয়েকটা বাংলা ব্লগেও ফরেক্স নিয়ে একাধিক টিউন হয়েছে। কিন্তু আশ্চর্য! বেশ কয়দিন আগে আমি টিটিতে একটা টিউন করেছিলাম ওই টিউনে বেশ কয়েকজন কমেন্ট করলো যে ভা্ই ফরেক্স নিয়ে জানতে চাই। FB তেও অনেকে ফরেক্স নিয়ে জানার জন্য অনুরোধ করে মেসেজ পাঠায়। আজব তো! এত টিউন যায় কোথায় তাহলে? হতে পারে ব্যস্ততার কারনে আগের টিউনগুলো তাদের চোখে পড়েনি। মূলত তাদের জন্যই আবার আসলাম ফরেক্স নিয়ে নতুন করে পোস্টমর্টেম করতে। আর যারা আগেই ফরেক্স শিখে ফেলেছেন তারা না হয় আবারও ঘুরেফিরে দেখলেন। তো চলেন দেখে আসি ফরেক্স কি?
Foreign exchange বা Forex বা FX হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স হল World এর বৃহত্তম Financial market. এটি পৃথিবীর সর্ববৃহৎ মার্কেট। যেখানে প্রতিদিন ৪ ট্রিলিয়ন (১০০০ বিলিয়ন = ১ ট্রিলিয়ন) ডলার Turn over হয়। পৃথিবীর সবগুলি শেয়ার মার্কেট মিলেও প্রতিদিন এত লেনদেন হয়না। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের একদিনের গড় লেনদেন ৩০ বিলিয়ন ডলার। যেহেতু মার্কেটটি এত বড়, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও এককভাবে সহজে একে নিয়ন্ত্রিত করতে পারেনা। ফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভভ না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও ১৬০ গুন বেশি। আগের দিনে শুধুমাত্র বিভিন্ন Central bank, Commercial bank অথবা বিশাল ধনী ব্যক্তিরা ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তন এবং Internet এর ব্যাপক প্রসারের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে Student থেকে শুরু করে Housewife বা Retired person বা ক্ষুদ্র পুজির মানুষেরাও স্বল্প পরিসরে পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করবেন?
ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। মনে করুন, আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা UK এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আরও বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন। প্রত্যেক দেশের মুদ্রাই সর্বদায় পরিবর্তন হচ্ছে। লক্ষ্য করলে দেখবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্ছে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রাই পরিবর্তনশীল। এখন মনে করুন ইউরোর দাম ডলারের বিপরীতে বাড়তে পারে। তাই Forex market থেকে কিছু ডলার Buy করলেন। পরে দাম কয়েক Pip বাড়লে Sell করে দিলেন। এতেই আপনার লাভ (Pip মানে হল Percentage in point. Pip হল মুদ্রার জোড়ার সবচেয়ে Smallest change. ধরুন EUR/USD এর মূল্য Change হয়ে ১.৫৪৩০ থেকে ১.৫৪৩২ হল। তাহলে বলতে হবে এটা ২ pip বেড়েছে। বেশিরভাগ মুদ্রাতেই দশমিক এর পর ৪ টি সংখ্যা দেখা যায়। শুধুমাএ জাপানী ইয়েনের বেলায় দশমিক এর পর ২ টি সংখ্যা দেখা যায়। USD/JPY হার বেড়ে দাড়ালো ১০৮.১১ থেকে ১০৮.১৩। তার মানে ২ pip বেড়েছে)। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন। এভাবেই আপনি আয় করতে পারেন। Stock market এর মত Forex market এর কোন Physical location নাই। এটি পরিচালিত হয় ব্যাংক ও ব্রোকারদের Electronic network এর মাধ্যমে । আরেকটা ব্যাপার হচ্ছে, শেয়ার মার্কেটে আমরা শুধু শেয়ার এর দাম বাড়লেই প্রফিট করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেটে কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হোক, দুই ক্ষেত্রেই আমরা প্রফিট করার সুযোগ পাই যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা। স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy/sell দুইটাই করতে পারবেন। ফরেক্স নিয়ে একটাই কথা, When stock market is going down and down, in forex, one currency is always up.
ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে যা করতে হবেঃ
সর্বপ্রথম ইন্টারনেট কানেকশনসহ একটি কম্টিউটার অথবা উইন্ডোজ মোবাইল। তারপর আপনাকে কোনো একটি ফরেক্স ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করে তাতে ডিপোজিট করতে হবে। আপনি বিভিন্ন মাধ্যম যেমন পেপাল, মানি বুকার্স, অ্যালার্ট পে অথবা লিবার্টি রিজার্ভ ইত্যাদি দিয়ে আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন। আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হলে আপনি ট্রেড করা শুরু করতে পারবেন। ফরেক্স ট্রেডিং অনলাইনে সফটওয়ারের মাধ্যমে করতে হয়। এই সফটওয়ার আপনি বিনামূল্যে আপনার ব্রোকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি ইন্সটল করে ব্রোকার প্রদত্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তাতে সাইন ইন করলেই বিভিন্ন পেয়ারের চার্ট ও মূল্যতালিকা লোড হবে এবং আপনি বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করতে পারবেন। ফরেক্সে মুদ্রার প্রতীক হল থ্রী লেটার । যেমন USD দিয়ে বোঝানো হয় US dollar কে। EUR দিয়ে বোঝানো হয় Euro dollar কে। ফরেক্সে সবসময় দুটো কারেন্সির জোড়া ব্যবহার করা হয়। এদের মধ্যে জনপ্রিয় Currency pairs হল (EUR/USD, USD/JPY, GBP/USD, USD/CHF) এদেরকে Majors বলা হয়। এবং Commodity pairs হল (USD/CAD, AUD/USD, NZD/USD) অন্যান্য Combination হল (for example EUR/GBP or AUD/JPY) এগুলোকে বলা হয় Currency cross। অনেক Forex broker ই বিদেশী Currency এর Offer করে। যেমন : HKD, TRY, and ZAR. আরেকটা জিনিস হচ্ছে Quote. Quote মানে হল বাজার দর। Quote ১টি মুদ্রার বিপরীতে আর ১টি মুদ্রার যে মূল্যমান তা Record রাখে। দেখবেন Airport এর Cash converter screen এ এক এক বার একেক রকম মূল্য দেখায়। EUR/USD quoted at 1.5102 তার মানে হল ১ EURO 1.5102 dollar এ sell করা যাবে।
কি? বুঝলেন না তো? আসল কথা হচ্ছে এত স্বল্প পরিসরে প্রাথমিক অবস্হায় ফরেক্স নিয়ে আলোচনা না বুঝারই কথা। ফরেক্সে একজন প্রফেসনাল ট্রেডার হতে হলে আপনাকে ধারাবাহিকভাবে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, মাসের পর মাস অনুশীলন করতে হবে। ট্রেড করার সময় বুদ্ধি খরচ করে বুঝেশুনে করতে হবে। আর ফরেক্স একটু শিখেই মনে করবেন না যে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। এরকমটি মনে করা খুবই বোকামী যেটা অনেকেই মনে করেন। ৮০ ভাগই এখানে না বুঝে উল্টাপাল্টা ট্রেড ওপেন করে লস করে বসে। অনেকটা জুয়া খেলার মত করে খেলতে চায়। একশো ডলার ইনভেস্ট করে রাতারাতি এক হাজার ডলারও বানাতে পারেন আবার না বুঝে কয়েক মিনিটেই এক হাজার ডলার লসও করতে পারেন। বড় কথা হচ্ছে ফরেক্সে সঠিকভাবে Analysis করে টিকে থাকাটা অনেক কিছু। ফরেক্স শেখাটা নতুনদের জন্য খুব একটা সহজ নয়। ভয় দেখানোর জন্য বলছি না। যারা দীর্ঘদিন ধরে ফরেক্স ট্রেড করে আসছে তারা কিন্তু সত্যিকার অর্থেই তা মনে করে। আবার খুব একটা ভয় পাবেন না যেন। আসলে সত্যি কথা বলতে যদি অন্যভাবে বলি তাহলে বলতে হবে ফরেক্স আসলে বেশি একটা কঠিন কিছুও না। বুঝার জন্য ইচ্ছা আর আগ্রহটাই যথেষ্ট।
উপরের লেখা গুলো পড়ে নিশ্চয় ফরেক্স সম্পর্কে সামান্য কিছু হলেও ধারনা হয়েছে? যদি আরও বিস্তারিত জানার দরকার হয় বলবেন, চেষ্টা করব Leverage, Lot, Broker, Margin, Pips, Signal, Spread, Scalping, Currency ইত্যাদি বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলাদা আলাদা করে বিস্তারিত টিউন করার। অখবা নির্দিষ্ট কোন বিষয় নিয়ে সমস্যা থাকলে FB তে facebook.com/azadtorofdar বিষয়বস্তু বা সমস্যা উল্ল্যেখ করে PM পাঠাতে পারেন। চেষ্টা করব সমাধান দেয়ার। আজকের মত বিদায়। ভাল থাকবেন টেকি পরিবার। ভাল থাকবেন টেকি পরিবারের সাথে যারা আছেন। ভাল থাকবেন সবাই।
আমি আরিয়ান আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম!! কিছুটা বুঝলাম তবে আরোও বিস্তারিত টিউন চাই।