ইন্টারনেটে তাৎক্ষনিক বার্তা প্রেরণ বিষয়টা খুবই স্বাভাবিক। তবে কখনও-কখনও ভবিষ্যত কোন নির্দিষ্ট তারিখে (যেমনঃ কোন ভবিষ্যত প্রোগ্রাম, শুভেচ্ছা, নোটিস , ছুটি ইত্যাদি) বার্তা প্রেরণ জরুরী হয়ে দাঁড়ায়। যার ফলে নির্দিষ্ট কোন তারিখ কষ্ট করে মনে রাখার ঝামেলা থেকে অন্তত রেহাই পাওয়া যায় এবং জীবনটা হয়ে উঠে আরও সহজতর।
তাই বুঝতেই পারছেন আজ এমন একটি ওয়েব সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই যার মাধ্যমে ভবিষ্যত কোন তারিখে পাঠাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ইমেইল।
সাইটটির নাম হচ্ছে http://www.futuremessage.org/
ব্যাস কাজ শেষ।
বিঃদ্রঃ একটি বিষয় লক্ষ্য করেছেন কি? বিষয়টি হচ্ছে যে কোথাও আপনার ইমেইল এড্রেস দিতে বলা হয় নি তাই বার্তার শেষে আপনার পরিচয় দিতে ভুলবেন না যেন। তা না হলে প্রাপক হয়তবা বুঝবেনা যে ইমেইলটি আপনি পাঠিয়েছেন আর সে ভাবনায় ব্যাকুল হয়ে যেতে পারে।
আজ আর নয়, আবার কোন নতুন টিউন নিয়ে হাজির হব এই প্রত্তাশায় আল্লাহাফেজ।
নিজে নামাজ আদায় করুন + অন্যকেও আদায় করতে বলুন।
মা-বাবাকে সবসময় খুশি রাখার চেষ্টা করুন
আমি গানের পাখি ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি প্রেমি হয়েই থাকতে চাই...পুরাতন ঢাকায় থাকি জন্মলগ্ন থেকেই তবে জন্মস্থান নেত্রকোণা- কেও খুব ভালোবাসি...ইচ্ছা ছিলো computer science নিয়ে অনার্স করি কিন্তু commerce background থাকায় তা আর করা গেল না হিসাববিজ্ঞানে অনার্স করছি তবুও বেশি প্রাধান্য দেই computer কেই
Bhi
Thanks….., Ami Email Marketing ar Help Chi, Ek shata 1000 Email pathta chi Vhebeno Thakana