আমার এক বন্ধু ফেইসবুক থেকে একটা ছবি Save করে নিয়েছিল। কার এ্যালবাম থেকে ছবিটা নিয়েছিল সেটা ভুলে গেছে, বিশেষ কোনও প্রয়োজনে সেটা জানা জরুরী হয়ে পড়েছিল।
এই সমস্যা সমাধান করতে গিয়ে চিন্তাটা মাথায় এলো, কারো ছবি থেকে তাকে খুঁজে বের করা সম্ভব কিনা! আজ সারাদিন পরিশ্রম করে মোটামুটি একটা সমাধান পেলাম। একটা ইনপুট বক্সে ছবির নাম (ফাইল টাইপ সহ। যেমনঃ *.jpg, *png ইত্যাদি) দিলে সেই ছবির বিস্তারিত পাচ্ছি। ছবির লিংক, প্রোফাইল মালিকের লিংক, তাঁর নাম ইত্যাদি পাওয়া যাচ্ছে সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে। আর ফ্যানপেইজ কিংবা গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট ফ্যানপেইজ/গ্রুপের তথ্যাদি যেমন ফ্যান সংখ্যা, About, ওয়েবসাইট (যদি থাকে) ইত্যাদিও আপনি পাবেন।
তথ্যগুলো থাকবে এভাবেঃ
Array ( [id] => 100002025463 [name] => Mahamudul Islam [first_name] => Mahamudul [last_name] =>Islam [link] => http://www.facebook.com/people/Mahamudul-Islam/100002025463 [gender] => male [locale] => en_US )
এখানকার অংশগুলো খেয়াল করুনঃ
[id] => 100002026505463
(তাঁর ইউজার আইডি)
[name] => Mahamudul Islam
(ব্যবহারকারীর নাম)
[link] => http://www.facebook.com/people/Mahamudul-Islam/1000020265463
(প্রোফাইলের লিংক)
এভাবে আপনি বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবেন। ফ্যানপেইজের ক্ষেত্রে এখানে [like], [website] জাতীয় তথ্য যুক্ত হতে পারে।
আপাতত পুরাতন ডোমেইনে রেখেছি, পরবর্তীতে এর জন্যে একটা ডোমেইন কিনে ফেলার ইচ্ছে আছে। নাম দিয়েছি Facebook Photo Finder, তবে কেউ সুন্দর নাম প্রস্তাব করলে সাদরে গৃহীত হবে। মতামত জানাবেন।
দেখতে এখানে ক্লিক করুনঃ http://www.medhabi.com/pfinder
ছবিসহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
আমি মেধাবী ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MedhabiDotCom একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে আছে- ১. দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য। ২. সাপ্তাহিক কুইজ। বিজয়ীর জন্যে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। ৩. মেধাবী তারকা প্রোগ্রাম। ভিজিট করুনঃ http://www.medhabi.com
দারুন ! একটি নতুন জিনিস শিখলাম ।
ধন্যবাদ আপনাকে।।