ফেইসবুকে কার এ্যালবাম থেকে ছবি নিয়েছিলেন সেটা ভুলে গেছেন?

আমার এক বন্ধু ফেইসবুক থেকে একটা ছবি Save করে নিয়েছিল। কার এ্যালবাম থেকে ছবিটা নিয়েছিল সেটা ভুলে গেছে, বিশেষ কোনও প্রয়োজনে সেটা জানা জরুরী হয়ে পড়েছিল।
এই সমস্যা সমাধান করতে গিয়ে চিন্তাটা মাথায় এলো, কারো ছবি থেকে তাকে খুঁজে বের করা সম্ভব কিনা! আজ সারাদিন পরিশ্রম করে মোটামুটি একটা সমাধান পেলাম। একটা ইনপুট বক্সে ছবির নাম (ফাইল টাইপ সহ। যেমনঃ *.jpg, *png ইত্যাদি) দিলে সেই ছবির বিস্তারিত পাচ্ছি। ছবির লিংক, প্রোফাইল মালিকের লিংক, তাঁর নাম ইত্যাদি পাওয়া যাচ্ছে সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে। আর ফ্যানপেইজ কিংবা গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট ফ্যানপেইজ/গ্রুপের তথ্যাদি যেমন ফ্যান সংখ্যা, About, ওয়েবসাইট (যদি থাকে) ইত্যাদিও আপনি পাবেন।
তথ্যগুলো থাকবে এভাবেঃ
Array ( [id] => 100002025463 [name] => Mahamudul Islam [first_name] => Mahamudul [last_name] =>Islam [link] => http://www.facebook.com/people/Mahamudul-Islam/100002025463 [gender] => male [locale] => en_US )
এখানকার অংশগুলো খেয়াল করুনঃ
[id] => 100002026505463 (তাঁর ইউজার আইডি)
[name] => Mahamudul Islam (ব্যবহারকারীর নাম)
[link] => http://www.facebook.com/people/Mahamudul-Islam/1000020265463 (প্রোফাইলের লিংক)
এভাবে আপনি বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবেন। ফ্যানপেইজের ক্ষেত্রে এখানে [like], [website] জাতীয় তথ্য যুক্ত হতে পারে।
আপাতত পুরাতন ডোমেইনে রেখেছি, পরবর্তীতে এর জন্যে একটা ডোমেইন কিনে ফেলার ইচ্ছে আছে। নাম দিয়েছি Facebook Photo Finder, তবে কেউ সুন্দর নাম প্রস্তাব করলে সাদরে গৃহীত হবে। মতামত জানাবেন।
দেখতে এখানে ক্লিক করুনঃ http://www.medhabi.com/pfinder
ছবিসহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি মেধাবী ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

MedhabiDotCom একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে আছে- ১. দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য। ২. সাপ্তাহিক কুইজ। বিজয়ীর জন্যে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। ৩. মেধাবী তারকা প্রোগ্রাম। ভিজিট করুনঃ http://www.medhabi.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন ! একটি নতুন জিনিস শিখলাম ।

ধন্যবাদ আপনাকে।।

খুব খুব খুব হতাশ। আমি অনেক আশা নিয়ে আপনার ঐ ঠিকানায় গেলাম এখন আমি যেই ছবিই দেই না কেন সে বলে সেটা নাকি গুগল এ্র্যাডসেন্সের। কিন্তু আমি তো জানি যে আমি ঐ ছবি টা ফেবু থেকে নামাইছি। যাই হোক হয়তবা আমি ঠিক ভাবে ব্যাবহার করতে পারিনি। কিন্তু হতাশ।

    @abdus salam 120: ভাই, আপনি যে ছবিটা দেখেছেন (কালার লাইন দিয়ে আন্দারলাইন করা) সেটা গুগোল এডসেন্সেরই, ওটা উদাহরণ হিসেবে দিয়েছি। আপনার ছবির রেজাল্ট পাবেন নিচের দিকে, এটাতে কোনও আন্ডারলাইন থাকবে না 😀

সুন্দর । ব্যবহার কিভাবে করবো এইটা আরও একটু বিস্তারিত বললে ভালো হই

Level 0

উদ্দেশ্য ভাল,কিন্তু টিউনটি পরিষ্কার না।

আমি একটা ছবি দিলাম আর উত্তরে এটা আসল

People choice award.. [bio] => নষ্ট সমাজ পাল্টে দিব.. বেহায়াপনা উঠিয়ে নিব.. বাস্তবতা উল্টে দিব.. বেহায়াদেরকে শুধরে নিব.. যুব সমাজ মিলাও হাত.. আর নয় বেহায়া-বাদ.. অশ্লীলতায় দিব বাধ… আস মিলাই কাঁধে কাধ.. যে সকল মেয়ে রাস্তায় ভদ্রভাবে চলাফেরা করে… নিরাপদে থাকা তাদের অধিকার এবং আমরা তাদের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। কিন্তু যারা রাস্তায় বের হয় উত্ত্যক্ত হবার জন্য… তাদেরকে উত্ত্যক্ত করাকে আমরা নৈতিক দায়িত্ব মনে করি এবং এই সব মেয়েদেরকে উত্ত্যক্ত না করা তাদের সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার সমান। একজন মানুষ বাসায় কি পরে থাকবে সেটা তার পারসনাল ইস্যু হতে পারে… কিন্তু কেউ যখন সোসাইটির রাস্তায় বের হবে তখন অবশ্যই তা স্যোসাল ইস্যু… রাস্তায় বের হয়ে কেও যদি শো-অফ করে বুঝতে হবে সে ইচ্ছা করে, জেনে-শুনে-বুঝেই তা করছে… এবং এদের প্রোপার ট্রিটমেন্ট দেয়া উচিত… কারণ আমরা বিশ্বাস করি উত্ত্যক্ত হওয়া বেহায়া মেয়েদের মৌলিক অধিকার, আসুন তাদের অধিকার সংরক্ষণ করি। [birthday] => 05/18/2011 [personal_info] => “আমরা কাওকে হেয় করার জন্য এই পেইজ তৈরী করিনি.. যারা নিজেরাই নিজেদের হেয় করছে, তাদেরকে একটু নাড়া দেবার জন্য এই কাজ করেছি… এটা মজা করার মাধ্যমে মানুষকে সচেতন করার-ই একটা চেষ্টা…” [personal_interests] => তোমরা দেখায়া বেড়াবা, তোমাদের ওই বুক.. কিছু বললেই তখন বলো, খারাপ আমাদের মুখ..!! ওসব দেখিয়ে বলো সখীরা, কি পাও তোমরা সুখ..? শুধু শুধু বাড়িয়ে যাও, যুব সমাজের দুখ..!! তাই আজ মুখের লাগামে, খুলে দিয়েছি হুক.. প্রতিবাদের ভাষা দিয়ে, ভরিয়ে দেব ফেইসবুক… [can_post] => 1 [talking_about_count] => 916 )