টিউনে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা অনেকে টিউনের জন্য বিভিন্ন ফাইল আপলোড দেন, যেমন সপ্ট্ওয়ার,মুভি, ইত্যাদি অনেক বড কিংবা ছোট, কিন্তু আমার মত যারা লিমিটেড ডাটার নেট ইউস করেন তারা সব সময় ডাউনলোড করতে পারে না । আপনারা যদি কেজিবি বা অন্যকোন সপ্ট দিয়ে ভালো করে আরর্সিব করে দেন বা আপলোড করেন তাহলে আপনারও উপকার হয় পাঠকদেরও উপকার হয়। এখানে কয়েক দিন আগে দেখলাম ৫ গিগার এস.এ ফুটবল গেমটি মাএ ৫ এমবিতে দেয়া হয়েছিল । যদি মুভি গুলো এভাবে কম এমবিতে দেন তাহলে সবাই এনজয় করতে পারবে ।
মূল টিউন , আজ আপনাদের দেখাব কিভাবে এমপিথ্রি গানে টেগ, ইমেজ, লিরিঙ্ যুক্ত করবেন । যদিও উইন্ডোস মিডিয়া প্লেয়ার দিয়্েও হয়, কিন্তু আমি বলতে পারি একসাথে অনেকগুলোতে এত তারাতারি এই সপ্ট্ওয়ারের মত হবেনা । সপ্ট্ওয়ারটির নাম আইটিউন । ডাউনলোড http://mediafire.com/?znmevajgs4i খুব সহজ স্কিনসট দরকার নাই মনে করি, প্রথমে সপ্ট্ওয়ার ওপেন করেন, আপনার এমপিথ্রি , যেগুলোতে পটো এড করবেন সেগুলো একসাথে সিলেক্ট করে, রাইট বাটন চেপে অপশন থেকে গেট ইনপো তারপর আর্ট্ওয়াক কিক করে সবগুলো গানে একসাথে পটো যোগ করুন । সপ্ট্ওয়ারটি মিডিয়াফায়ারে আরেকজনের পূর্বথেকে আপলোড ছিল, তাই আর্চিব আলাদাভাবে আপলোড করলাম না । যারা উইন্ডোস দিয়ে এমপিথ্রি গানে টেগ, ইমেজ, লিরিঙ্ যুক্ত তারা এই লিংকটি দেখতে পারেন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/10919 / অথবা itune mediafire লিখে গুগলে সার্চ করেন । ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না । আর সময় পাইলে আমার ব্লগ কালেকশন দেখে আসতে পারেন http://techbarta.wordpress.com TECHBART BLOG COLLECTION
আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।
ভাই,সাইটটা ২ দিন ডাউন ছিল কারন কি?? ব্লগটা ভিজিটেড। ধন্যবাদ।