সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে টেকটুইটস সম্পর্কে একটা রিভিউ লিখতে যাচ্ছি।
আপনাদের অনেকেই জানেন টেকটুইটস এর কথা। এখানের অনেকেই আবার টেকটুইটস এর নিয়মিত পাঠক ও লেখক। আজ অনেক দিন হয়ে গেল টেকটুইটস প্রকাশ হওয়ার পর কোন রিভিউ লেখিনি টেকটুইটস সম্পর্কে। আজ লিখছি। আপনাদের জেনে ভালো লাগবে যে টেকটুইটস একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ। গত ত্রিশে জানুয়ারি টেকটুইটস প্রথম একটি প্রযুক্তির ব্লগ হিসেবে আত্ম প্রকাশ করে। এর মধ্যে টেকটুইটস অনেক দূর এগিয়ে গিয়েছে। যার জন্য টেকটুইটস আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।
বাংলা ভাষায় অনেক গুলো ব্লগ রয়েছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটি হচ্ছে কমিউনিটি ব্লগ। আর প্রযুক্তি বিষয়ক কমিউনিটি ব্লগ নেই বললেই চলে। নিজের মাতৃ ভাষায় প্রযুক্তি কে জানা ও নিজের জ্ঞান সবাইকে জানানোর জন্যই টেকটুইটস।
ব্যক্তিগত ব্লগের মালিক থাকে। কিন্তু কমিউনি ব্লগের কোন মালিক থাকে না, প্রতিষ্ঠাতা থাকে। টেকটুইটস একটি কম্পিউনিটি ব্লগ, এর মালিক আপনি, আমি, আমরা সবাই। যারা লেখে এবং যারা পড়ে সবারই টেকটুইটস প্রতি অধিকার রয়েছে।
একটি খালি পাত্রে কিছুই থাকে না, টেকটুইটস একটি খালি পাত্রে মত। একে পূর্ন করার দায়িত্ত্ব সবার। আজকে আমি একটা বিষয় লেখে গেলে আমার পরবর্তী প্রজন্ম সহজেই সে বিষয়ে জানতে পারবে। সে কথা চিন্তা করে আমাদের সময় হলে কিছু লেখা উচিত। অনেকেই ইতিমধ্যে অনেকেই অনেক সুন্দর বিষয় শেয়ার করছেন টেকটুইটস এ। তার মধ্যে উল্ল্যেখ যোগ্য বিষয় হচ্ছেঃ
বিভিন্ন বিষয়ের উপর পড়ে যেমন আপনি জানতে ও নিজের জ্ঞান সবাইকে জানাতে পারবেন তেমনি প্রযুক্তি বিষয়ক কোন সমস্যা হলে সমাধান ও চাইতে পারবেন। তার জন্য রয়েছে সাহায্য বিভাগ।
টেকটুইটস এর আউটলুক
টেকটুইটস এ আপনাদের সবার আমন্ত্রন। টেকটুইট আপনাদের ভালো লাগবে আশা করি। টেকটুইটস এর ঠিকানাঃ http://techtweets.com.bd/
আর যারা ইংরেজীতে প্রযুক্তি বিষয়ক ব্লগ লিখেন ও পড়েন তাদের জন্য রয়েছে টেকটুইটস এর ইংরেজী ভার্শন।
রিভিউ কিভাবে লিখতে হয় জানিনা, এটুকু জানি যে রোবটের মত কিছু লিখে দিলেই হয় না। ভুল হলে ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
টেকটুইটস আর টেকটিউনস এগিয়ে যাক দুর্দান্ত গতিতে…