সব কিছুর জন্যই ব্লগ বের হয়েছে এখন, হেন কোন বিষয় নাই যেটার কোন ব্লগ নাই। সেই পথ ধরে এবার আসলো কৌতুকের ব্লগ। আপনিও পারেন মজার কোন কৌতুক শেয়ার করতে http://www.koutuk.com এই সাইটটিতে। সাইটটির একটি মোবাইল বান্ধব ভার্সন ও আছে তবে সেটা অপেরা মিনি ব্রাউজার দিয়ে ব্যবহার করতে হবে, কারন সাইটটির কন্টেন্ট বাংলায় (অপেরা মিনি দিয়ে কিভাবে বাংলা পড়া যায় সেটা আশা করি সবাই জানেন)।
ওয়েবসাইট স্ক্রীনশট:
মোবাইল সাইট ক্রীনশট:
আবার চাইলে ফেসবুক কিংবা টুইটারে ফলো করে আপনার ওয়ালেই পেতে পারেন নিত্য নতুন কৌতুক।
ফেসবুকে লাইক করুন: এখানে
ট্বইটারে ফলো করুন: এখানে
আমি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিংকটা একটু ভালবাভে চেক করুন ক্লিক দিলেই নট ফাউন্ড দেখায় ।